ভেনেজুয়েলার কমিউনিস্ট পার্টি
ভেনেজুয়েলার কমিউনিস্ট পার্টি (Partido Comunista de Venezuela) ভেনেজুয়েলার একটি মার্ক্সবাদী-লেনিনবাদী কমিউনিস্ট দল। এই দলটি ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয়। দলটির নেতা হলেন পেদ্রো ওর্টোগা । দলটি Tribuna Popular নামক পত্রিকা প্রকাশ করে থাকে। দলটির তরুণ সংগঠন হল Juventud Comunista de Venezuela । ২০০৫ সালের সংসদীয় নির্বাচনে দলটি ১৩৩ ৬৮৬ ভোট পেয়েছিল (৮টি আসন) ।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.