ভূঁইয়া ইকবাল

ভূঁইয়া ইকবাল (২২ নভেম্বর ১৯৪৬ – ২২ জুলাই ২০২১) বাংলাদেশের একজন সাহিত্যিক। তিনি ২০১৪ সালে প্রবন্ধে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।[2]

ভূঁইয়া ইকবাল
জন্ম(১৯৪৬-১১-২২)২২ নভেম্বর ১৯৪৬
মৃত্যু২২ জুলাই ২০২১(2021-07-22) (বয়স ৭৪)[1]
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পরিচিতির কারণবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৪)

প্রাথমিক জীবন

ভূঁইয়া ইকবাল ২২ নভেম্বর ১৯৪৬ সালে ভোলায় জন্মগ্রহণ করেন। তিনি সিদ্ধশ্বরী ও ওয়েস্টয়েন্ড স্কুল, ঢাকা কলেজে অধ্যয়ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় বিএ ও এমএ অর্জন করে ১৯৮৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রী লাভ করেন।[3][4]

কর্মজীবন

ভূঁইয়া ইকবাল কর্মজীবনের শুরুতে তৎকালীন দৈনিক পাকিস্তান পত্রিকায় কাজ করেন। ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়ে ২০১৩ সালে অবসর গ্রহণ করেন।[5]

গ্রন্থাবলি

প্রকাশিত গ্রন্থ

  • আবুল কালাম শামসুদ্দীন,
  • আনোয়ার পাশা,
  • বুদ্ধদেব বসু,
  • শশাঙ্কমোহন সেন,
  • (স্যার) আজিজুল হক,
  • বাংলাদেশের উপন্যাসে সমাজচিত্র,
  • রবীন্দ্রনাথের একগুচ্ছ পত্র

রবীন্দ্রনাথ

  • তাঁর চিঠি,
  • তাঁকে চিঠি
  • বাংলাদেশে রবীন্দ্র-সংবর্ধনা
সম্পাদনা
  • মানিক বন্দ্যােপাধ্যায়

নির্বাচিত রচনা

  • আবদুল করিম সাহিত্যবিশারদ
  • নির্জনতা থেকে জনারণ্যে

পুরস্কার

তথ্যসূত্র

  1. "করোনায় মারা গেলেন চবির সাবেক অধ্যাপক ভূঁইয়া ইকবাল"দ্য ডেইলি স্টার বাংলা। ২২ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২১
  2. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৯ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২০
  3. ভূঁইয়া ইকবাল। আরো লেখা - প্রমথ চৌধুরীবাংলাদেশ: প্রথমা প্রকাশন।
  4. ভূঁইয়া ইকবাল (২০১৩)। রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজবাংলাদেশ: প্রথমা প্রকাশন। পৃষ্ঠা ৪৬৩। আইএসবিএন 9789848765333।
  5. আজিজুল হক সমগ্রা। বাংলাদেশ: মাওলা ব্রাদার্স। ২০০৫। পৃষ্ঠা ২৮৪। আইএসবিএন 9844104130।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.