ভীমপুর ইউনিয়ন
ভীমপুর ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৭৩.৩৬.১৫।[2]
ভীমপুর | |
---|---|
ইউনিয়ন | |
ভীমপুর ইউনিয়ন পরিষদ | |
ভীমপুর ভীমপুর | |
স্থানাঙ্ক: ২৪°৫১′৩৬″ উত্তর ৮৮°৫১′৫৭″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | নওগাঁ জেলা |
উপজেলা | মহাদেবপুর উপজেলা |
আসন | নওগাঁ-৩ |
আয়তন[1] | |
• মোট | ৩৩.৪৯ বর্গকিমি (১২.৯৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[1] | |
• মোট | ২৭,৮৪৯ |
• জনঘনত্ব | ৮৩০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৮.০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
ইতিহাস
সোনাপুর গ্রামের আদি নাম চণ্ডিপুর। সরস্বতীরপুর থেকে জহির মহির এবং কহিরের পিতা এসে এই গ্রামে বসবাসের প্রথম সূচনা করেন ১৮৬০ সালে। এরপর আস্তে আস্তে দূর দুরান্ত থেকে অন্য লোক এসে গ্রামে বসবাস শুরু করেন এবং গ্রামের আয়তন বাড়তে থাকে। জহির মহির এবং কহিরের পিতা ইন্তেকাল করেন ১৯০০ সালের কিছু আগে বা পরে।
ভৌগোলিক অবস্থান ও আয়তন
মহাদেবপুর উপজেলা সদর হতে দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৮২৭৫ একর বা ৩৩.৪৯ বর্গকিলোমিটার। এর উত্তরে চেরাগপুর ইউনিয়ন, পূর্বে নওগাঁ সদর উপজেলা, দক্ষিণেও নওগাঁ সদর উপজেলা, পশ্চিমে উত্তরগ্রাম ইউনিয়ন ও নওগাঁ সদর উপজেলা।
প্রশাসনিক এলাকা
ভীমপুর ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।
জনসংখ্যা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভীমপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৭৮৪৯ জন[1], যারা ৭১৪২ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১৪০৮২ জন এবং নারী হল ১৩৭৬৭ জন।
শিক্ষা ও সংস্কৃতি
ভীমপুর ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৪৮.০%। তার মধ্যে নারী শিক্ষার হার ৪৩.৬% এবং পুরুষ শিক্ষার হার ৫২.২%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ
অর্থনীতি ও যোগাযোগ
ভীমপুর ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।
তথ্যসূত্র
- Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ৩৭৮। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭।
- "Rajshahi Division" (পিডিএফ)। www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭।
বহিঃসংযোগ
- ভীমপুর ইউনিয়ন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ মে ২০২০ তারিখে — বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন