ভিন্নাইতান্ডি ভারুভায়া

ভিন্নাইতান্ডি ভারুভায়া (তামিল: விண்ணைத்தாண்டி வருவாயா, অনুবাদ 'তুমি কি আমার জন্যে আকাশ পাড়ি দেবে?') হচ্ছে ২০১০ সালে মুক্তি পাওয়া একটি তামিল ভাষার চলচ্চিত্র। 'ভিন্নাইতান্ডি ভারুভায়া' এর বাংলা অর্থ হচ্ছে 'তুমি কি আমার জন্য আকাশ পাড়ি দেবে?', চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেন গৌতম মেনন যিনি তামিল চলচ্চিত্র শিল্পে মোটামুটি ভালোই জনপ্রিয়। চলচ্চিত্রটিতে আশির দশকের তামিল চলচ্চিত্র অভিনেতা-পরিচালক টি. রাজেন্দ্র-এর ছেলে সিলামবারাসান মুখ্য ভূমিকায় অভিনয় করেন এবং মুখ্য নারী চরিত্রে তৃষা কৃষ্ণন কে নেওয়া হয়। প্রায় একই রকমভাবে চলচ্চিত্রটি তেলুগু ভাষাতেও বানানো হয় যেখানে নাগা চৈতন্য আর সামান্তা আক্কিনেনিকে নেওয়া হয়, এটার পরিচালকও গৌতমই ছিলেন এবং চলচ্চিত্রটির টাইটেল ছিলো 'ইয়ে মায়া চেসাভে' যার বাংলা অর্থ করলে দাঁড়ায় 'তুমি কি জাদু করেছ'।[1]

ভিন্নাইতান্ডি ভারুভায়া
পরিচালকগৌতম মেনন
প্রযোজকপি মদন
ভিটিভি গণেশ
এলরেড কুমার
জয়রমণ
রচয়িতাগৌতম মেনন
শ্রেষ্ঠাংশেসিলামবারাসান
তৃষা কৃষ্ণন
বর্ণনাকারীসিলামবারাসান
সুরকারএ আর রহমান
চিত্রগ্রাহকমনোজ পরমহংস
সম্পাদকএ্যান্হনি
প্রযোজনা
কোম্পানি
এসকেপ আর্টিস্টস মোশন পিকচার
আর এস ইনফোটেইনমেন্ট
পরিবেশকরেড জায়ান্ট মুভিজ
টু৯৫ এন্টারটেইনমেন্ট
মুক্তি
  • ২৬ ফেব্রুয়ারি ২০১০ (2010-02-26)
দৈর্ঘ্য১৬৭ মিনিট
দেশভারত
ভাষাতামিল

অনেক পোস্টারের মাধ্যমে প্রচারণা করার পর ভিন্নাইতান্ডি ভারুভায়া'র কাজ ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়।[2] ২০০৯ সাল জুড়ে চলচ্চিত্রটির শুটিং চলতে থাকে, যুক্তরাষ্ট্রেও এর কিছু অংশ চলে।[3] চলচ্চিত্রটির সঙ্গীত বিদেশে মুক্তি দেওয়া হয় এবং তামিল ভাষার চলচ্চিত্র হিসেবে ভিন্নাইতান্ডি ভারুভায়াই প্রথম এই ক্ষেত্রে, চলচ্চিত্রটি 'ব্রিটিশ একাডেমী অব ফিল্ম এন্ড টেলিভিশন আর্টস'-এ চলচ্চিত্রটির ট্রেলার দেখানো হয়।[4]

চলচ্চিত্রটির মূল কাহিনি হলো একটি হিন্দু তামিলভাষী ছেলে একটি খ্রিস্টান মালয়ালামভাষী মেয়েকে দেখে পছন্দ করে ফেলে এবং তার সঙ্গে প্রেম করতে চায় কিন্তু মেয়েটা শুধু বন্ধু হিসেবে থাকতে চায়। ২০১০ সালের ২৬ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি মুক্তি পায়।[5][6] ২০১২ সালে পরিচালক গৌতম 'এক দিওয়ানা থা' নামের অনুরূপ একটি হিন্দি চলচ্চিত্র মুক্তি দেন যেখানে প্রতীক বব্বর এবং এমি জ্যাকসন ছিলেন।[7]

এ আর রহমান এই চলচ্চিত্রটির গানগুলোর সুরারোপের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তামিল জিতেছিলেন।

তথ্যসূত্র

  1. Daithota, Madhu (১৪ সেপ্টেম্বর ২০০৯)। "'I don't treat Naga Chaitanya like a star kid'"Times of India। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০০৯
  2. "Vinnaithaandi Varuvaaya – The Silambarasan mystery unveiled"। Behindwoods। ২০০৯। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০০৯
  3. Moviebuzz (২০০৯)। "Simbu and Trisha go to Malta"Sify। ১৫ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০০৯
  4. "Silambarasan, Trisha, Gautam & Rahman in London!"। Behindwoods। ২০০৯। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০০৯
  5. "Half-yearly BO report: Suriya rules Tamil"Rediff। ২৩ জুন ২০১০। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১০
  6. Box Office 2010, সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১১
  7. Sunayana Suresh (২৮ ফেব্রুয়ারি ২০১২)। "Maybe I got the casting wrong: Gautham Menon"The Times of India। ১৮ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.