ভিএফবি স্টুটগার্ট

ভেরাইন ফুর বেভেগংস্পিলে স্টুটগার্ট ১৮৯৩ ইভি (সাধারণত ভিএফবি স্টুটগার্ট (জার্মান উচ্চারণ: [faʊ̯ ʔɛf beː ˈʃtʊtɡaʁt]) নামে পরিচিত) হচ্ছে স্টুটগার্ট ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব।[2] এই ক্লাবটি বর্তমানে জার্মানির শীর্ষ স্তরের ফুটবল লীগ বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৮৯৩ সালের ৯ই সেপ্টেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ভিএফবি স্টুটগার্ট তাদের সকল হোম ম্যাচ স্টুটগার্টের মার্সিডিজ-বেঞ্জ এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৬০,৪৪৯। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন পেল্লেগ্রিনো মাতারাজ্জো এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ক্লাউ ভগট। জার্মান মধ্যমাঠের খেলোয়াড় গনসালো কাস্ত্রো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ভিএফবি স্টুটগার্ট
পূর্ণ নামভেরাইন ফুর বেভেগংস্পিলে স্টুটগার্ট ১৮৯৩ ইভি
ডাকনামডি রটেন (লাল)
ডি শোয়াবেন (শোয়াবেনীয়)
সংক্ষিপ্ত নামভিএফবি
প্রতিষ্ঠিত সেপ্টেম্বর ১৮৯৩ (1893-09-09)
মাঠমার্সিডিজ-বেঞ্জ এরিনা[1]
ধারণক্ষমতা৬০,৪৪৯
সভাপতিজার্মানি ক্লাউ ভগট
ক্রীড়া প্রধানজার্মানি টমাস হিৎসলপেরগার
কোচমার্কিন যুক্তরাষ্ট্র পেল্লেগ্রিনো মাতারাজ্জো
লিগবুন্দেসলিগা
২০১৯–২০২য় (উত্তীর্ণ)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ঘরোয়া ফুটবলে, ভিএফবি স্টুটগার্ট এপর্যন্ত ১১টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৫টি বুন্দেসলিগা, ২টি ২. বুন্দেসলিগা, ৩টি ডিএফবি-পোকাল এবং ১টি জার্মান সুপার কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার সবগুলো হচ্ছে উয়েফা ইন্টারটোটো কাপ

অর্জন

লীগ

আন্তর্জাতিক

তথ্যসূত্র

  1. "স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২০
  2. "VfB Stuttgart"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২০

বহিঃসংযোগ

টেমপ্লেট:ভিএফবি স্টুটগার্ট

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.