ভাসান্যাদম ইউনিয়ন

ভাসান্যাদম বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত লংগদু উপজেলার একটি ইউনিয়ন

ভাসান্যাদম
ইউনিয়ন
৫নং ভাসান্যাদম ইউনিয়ন পরিষদ
ভাসান্যাদম
ভাসান্যাদম
বাংলাদেশে ভাসান্যাদম ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৩′৪৯″ উত্তর ৯২°১৬′১৫″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলারাঙ্গামাটি জেলা
উপজেলালংগদু উপজেলা 
সরকার
  চেয়ারম্যানমোহাম্মদ হযরত আলী
আয়তন
  মোট৭২.৫২ বর্গকিমি (২৮.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১৪,৮০০
  জনঘনত্ব২০০/বর্গকিমি (৫৩০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩৮.৭৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৫৮০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

ভাসান্যাদম ইউনিয়নের আয়তন ১৭,৯২০ একর (৭২.৫২ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ভাসান্যাদম ইউনিয়নের লোকসংখ্যা ১৪,৮০০ জন। এর মধ্যে পুরুষ ৭,৯২৫ জন এবং মহিলা ৬,৮৭৫ জন।[2]

অবস্থান ও সীমানা

লংগদু উপজেলার দক্ষিণ-পূর্বাংশে ভাসান্যাদম ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব নৌপথে প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে গুলশাখালী ইউনিয়নবগাচতর ইউনিয়ন; পশ্চিমে বগাচতর ইউনিয়ন, কাপ্তাই হ্রদলংগদু ইউনিয়ন; দক্ষিণে বরকল উপজেলার বরকল ইউনিয়ন এবং পূর্বে বরকল উপজেলার বরকল ইউনিয়নবড় হরিণা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

ভাসান্যাদম ইউনিয়ন লংগদু উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লংগদু থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

ভাসান্যাদম ইউনিয়নের সাক্ষরতার হার ৩৮.৭৯%।[1] এ উপজেলায় ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সরকারী ও ১টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়
  • ভাসান্যাদম ইসলামী উচ্চ বিদ্যালয়[3]
মাদ্রাসা
  • গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা
  • চাইল্যাতলী নুরানী তালীমুল কোরআন মাদ্রাসা[4]
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • ঘনমোড় সেনা মৈত্রী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[5]
প্রাথমিক বিদ্যালয়
  • খাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঘনমোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ভাসান্যাদম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রাঙ্গাপানিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শিলকাটাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম চাইল্যাতলী বাহিরটিলা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়[6]

যোগাযোগ ব্যবস্থা

রাঙ্গামাটি জেলা সদর বা লংগদু উপজেলা সদর থেকে ভাসান্যাদম ইউনিয়নে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ।

খাল ও নদী

ভাসান্যাদম ইউনিয়নের পশ্চিম সীমান্তে রয়েছে কাপ্তাই হ্রদ

হাট-বাজার

ভাসান্যাদম ইউনিয়নের প্রধান ৪টি হাট-বাজার হল চাইল্লাতলী বাজার, খাগড়াছড়ি বাজার, ঘনমোড় বাজার এবং কাট্টলী বাজার।[7]

দর্শনীয় স্থান

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ হযরত আলী [8]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.