ভালোবাসা ভালোবাসা
ভালোবাসা ভালোবাসা একটি বাংলা টেলিভিশন সোপ অপেরা, যা প্রিমিয়ার ৯ই মে ২০১৬ কালার্স বাংলায় প্রচারিত। এটি ব্লু ওয়াটার পিকচার্স প্রযোজনা করেছেন রুপশা মুখোপাধ্যায় এবং সুজাতিত কর প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
ভালোবাসা ভালোবাসা | |
---|---|
ধরন | নাটক উপন্যাস |
নির্মাতা | ব্লু ওয়াটার পিক্সার |
লেখক | নীলাঞ্জনা শর্মা মন চর্কবর্তী |
পরিচালক | অমিত দাশ |
অভিনয়ে | রুপসা মুখ্যপাধ্যয় সুজাতিত কর লাভনী ভট্রাচার্জ |
উদ্বোধনী সঙ্গীত | ভালবাসা ভালবাসা |
সুরকার | আশু অভিসেক |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | 78 |
নির্মাণ | |
প্রযোজক | যীশু সেনগুপ্ত নীলাঞ্জনা শর্মা |
নির্মাণের স্থান | কলকাতা |
ব্যাপ্তিকাল | ২২ মিনিট |
নির্মাণ কোম্পানি | ব্লু ওয়াটার পিক্সার |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | কালার্স বাংলা |
ছবির ফরম্যাট | 576i SDTV 1080i HDTV |
মূল মুক্তির তারিখ | ৯ মে ২০১৬ – ৬ আগস্ট ২০১৬ |
অভিনয়
- অনু / বিজলি চরিত্রে রূপশা মুখোপাধ্যায়
- রাজ হিসাবে সুবজিত কর
- অলি চরিত্রে লাবনী ভট্টাচার্য
- কার্তিক চরিত্রে প্রাণ্তিক ব্যানার্জি
- মান্দার চরিত্রে সোমা চক্রবর্তী
- গুরুঠাকুর চরিত্রে কুশল চক্রবর্তী
- অনন্ধিকা চরিত্রে অনামিকা সাহা
- বনির চরিত্রে তনুকা ভট্টাচার্য
- মিলন রায় চৌধুরী
- অভিজিৎ ঘোষ ঋষি চরিত্রে
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.