ভারেল্লা ইউনিয়ন
ভারেল্লা উত্তর ইউনিয়ন বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং উপজেলার একটি ইউনিয়ন। মোট সাতটি গ্রাম নিয়ে এ ইউনিয়নটি গঠিত।[1]
ভারেল্লা উত্তর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() ভারেল্লা উত্তর ইউনিয়ন ![]() ![]() ভারেল্লা উত্তর ইউনিয়ন | |
স্থানাঙ্ক: ২৩°৩২′৫২″ উত্তর ৯১°৪′৩০″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | বুড়িচং উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | এডভোকেট ইস্কান্দার আলী ভুঁইয়া আমির (সতন্ত্র) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫২০ |
অবস্থান ও সীমানা
বুড়িচং উপজেলার উত্তর-পশ্চিমাংশে ভারেল্লা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে পীরযাত্রাপুর ইউনিয়ন, দক্ষিণে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন, পশ্চিমে দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়ন ও এলাহাবাদ ইউনিয়ন এবং উত্তরে গোমতী নদী ও ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়ন অবস্থিত।
ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদ অফিস কংশনগর গ্রামে অবস্থিত যা কংশনগর বাজার সংলগ্ন।
প্রশাসনিক কাঠামো
ভারেল্লা ইউনিয়ন বুড়িচং উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বুড়িচং থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৩নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৫ এর অংশ।
শিক্ষা প্রতিষ্ঠান
★কলেজ- ১.পারুয়ারা আবদুল মতিন খসরু বিশ্ববিদ্যালয় কলেজ
★উচ্চ বিদ্যালয়- ১.কংশনগর উচ্চ বিদ্যালয় ২. কুসুমপুর উচ্চ বিদ্যালয় ৩.ভারেল্লা শাহ নুরুদ্দিন হাইস্কুল।
★প্রাথমিক বিদ্যালয়- ১.পশ্চিম সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২.কংশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩.রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪.কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫.নারাচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬.পারুয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭.ভারেল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়
★মাদ্রাসা- ১.কংশনগর আলিয়া মাদ্রাসা ২.পারুয়ারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৩.ভারেল্লা শাহ ইসরাঈল কামিল মাদরাসা
এছাড়াও আরও অনেক কওমি মাদ্রাসা ও কিন্ডারগার্টেন রয়েছে। ১.ভারেল্লা কিন্ডার গার্ডেন
যোগাযোগ ব্যবস্থা
ভারেল্লা উত্তর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল।ইউনিয়নটির মধ্য দিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের অবস্থান। ইউনিয়নটির পাশ দিয়ে গোমতী নদী বয়ে যাওয়ায় নদী পথেও যোগাযোগের ব্যবস্থা রয়েছে।ইউনিয়নের প্রতিটি গ্রামের রাস্তাই পাকা।
খাল ও নদী
গোমতী নদী
হাট-বাজার
১.কংশনগর বাজার ২.পারুয়ারা বাজার ৩.ভারেল্লা বাজার
দর্শনীয় স্থান
★পশ্চিম সিংহ পশ্চিম পাড়া শান্তি রোড
★গোমতী নদী
জনপ্রতিনিধি
চেয়ারম্যানঃ- এডভোকেট মোঃ ইস্কান্দার আলী ভূঁইয়া (আমির)