ভারুয়াখালী ইউনিয়ন

ভারুয়াখালী বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত কক্সবাজার সদর উপজেলার একটি ইউনিয়ন

ভারুয়াখালী
ইউনিয়ন
২নং ভারুয়াখালী ইউনিয়ন পরিষদ
ভারুয়াখালী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ভারুয়াখালী
ভারুয়াখালী
ভারুয়াখালী বাংলাদেশ-এ অবস্থিত
ভারুয়াখালী
ভারুয়াখালী
বাংলাদেশে ভারুয়াখালী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৩০′৪৫″ উত্তর ৯২°২′৪৬″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলাকক্সবাজার সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  চেয়ারম্যানকামাল উদ্দিন (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
  মোট১৫.৩৩ বর্গকিমি (৫.৯২ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৩৮,৯৯৮
  জনঘনত্ব২,৫০০/বর্গকিমি (৬,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট২৮.১২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭০২
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

আয়তন

ভারুয়াখালী ইউনিয়নের আয়তন ৩৭৮৭ একর (১৫.৩৩ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ভারুয়াখালী ইউনিয়নের লোকসংখ্যা ৩৮,৯৯৮ জন। এর মধ্যে পুরুষ ২০,০০৫ জন এবং মহিলা ১৮,৯৯৩ জন।[2]

অবস্থান ও সীমানা

কক্সবাজার সদর উপজেলার মধ্যাংশে ভারুয়াখালী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২৩ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে চৌফলদণ্ডী ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে খুরুশকুল ইউনিয়ন, দক্ষিণে পাটালি মাছুয়াখালী ইউনিয়নরামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন এবং উত্তর-পূর্বে রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

ভারুয়াখালী ইউনিয়ন কক্সবাজার সদর উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কক্সবাজার সদর মডেল থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ।

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড সাবেকপাড়া
২নং ওয়ার্ড সওদাগরপাড়া, দক্ষিণপাড়া
৩নং ওয়ার্ড পশ্চিমপাড়া
৪নং ওয়ার্ড বানিয়াপাড়া, চৌচুলামুরা, মশরফপাড়া
৫নং ওয়ার্ড চান্দুরপাড়া, চাইঙ্গামুরা, মোরাপাড়া, নতুনপাড়া
৬নং ওয়ার্ড করিম সিকদারপাড়া, হাজীরপাড়া
৭নং ওয়ার্ড ঘোনাপাড়া
৮নং ওয়ার্ড ছোট চৌধুরীপাড়া, নাপিতপাড়া, ননা মিয়াপাড়া
৯নং ওয়ার্ড বড় চৌধুরীপাড়া, উল্টাখালী, আশ্রয়ণ প্রকল্প, গুচ্ছগ্রাম

[2]

শিক্ষা ব্যবস্থা

ভারুয়াখালী ইউনিয়নের সাক্ষরতার হার ২৮.১২%।[1] এ ইউনিয়নে ১টি আলিম মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

মাদ্রাসা
  • ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদ্রাসা
  • ভারুয়াখালী মফিদুল উলুম দাখিল মাদ্রাসা
  • মোঃ কালু-রওশন দাখিল মাদ্রাসা

[3]

মাধ্যমিক বিদ্যালয়
  • ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়

[4]

  • ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • দীপশিখা গার্লস একাডেমী
  • শফিউল আজম কেজি এন্ড জুনিয়র হাই স্কুল

[4]

প্রাথমিক বিদ্যালয়
  • আবু শামা সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আলী হোছাইন সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চৌধুরীপাড়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ভারুয়াখালী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ভারুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য ভারুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

[5]

যোগাযোগ ব্যবস্থা

ভারুয়াখালী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল কক্সবাজার-ভারুয়াখালী সড়ক এবং ঈদগাঁও-ভারুয়াখালী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

খাল ও নদী

ভারুয়াখালী ইউনিয়নের উত্তর প্রান্ত দিয়ে চৌফলদণ্ডী খাল, পশ্চিম প্রান্ত দিয়ে খুরুশকুল খাল এবং দক্ষিণ প্রান্ত দিয়ে ভারুয়াখালী খাল প্রবাহিত হচ্ছে।[6]

হাট-বাজার

ভারুয়াখালী ইউনিয়নের প্রধান হাট-বাজার হল নতুন বাজার।[7]

দর্শনীয় স্থান

  • ভারুয়াখালী বেড়ীবাঁধ[8]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: শফিকুর রহমান[9]

প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ


ক্রমিক নং চেয়ারম্যানবৃন্দের নাম দায়িত্ব পালনের সময়
০১. আবু সামা সওদাগর ০৫-১২-১৯৭৭ হইতে ০১-০১-১৯৮৪
০২. ফজলুল করিম ০২-০১-১৯৮৪ হইতে ০২-০৯-১৯৮৬
০৩. আবু শামা সওদাগর ০৩-০৯-১৯৮৬ হইতে ০৬-০৯-১৯৮৮
০৪. হাজী মৌঃ আবুল বশর ০৭-০৯-১৯৮৮ হইতে ২৯-০৫-১৯৯২
০৫. আমিনুল হক ৩০-০৫-১৯৯২ হইতে ১৯-১২-১৯৯৭
০৬. আবু সামা সওদাগর ২০-১২-১৯৯৭ হইতে ২৫-০৩-২০০৩
০৭. জি.এম রহিম উল্লাহ ২৬-০৩-২০০৩ হইতে২৪-০৬-২০০৭
০৮. হাজী ছৈয়দ আলম(ভারপ্রাপ্ত) ২৫-০৬-২০০৭ হইতে ৩০-০৯-২০০৭
০৯. জি.এম রহিম উল্লাহ ০১-১০-২০০৭ হইতে ০৬-০৮-২০১১
১০. ডাঃ আবুল কাসেম ভূঁইয়া ০৭-০৮-২০১১ হইতে ১৫-০৯-২০১৫
১১. আ জ ম শাহাবুদ্দিন (ভারপ্রাপ্ত) ০২-১১-২০১৫ হইতে ২২-১১-২০১৫
১২ এবাদুল হক (ভারপ্রাপ্ত) ২২-১১-২০১৫ হইতে ১৩-০৮-২০১৬
১৩ শফিকুর রহমান সিকদার ১৪-০৮-২০১৬ হইতে চলমান

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "কক্সবাজার সদর উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - ভারুয়াখালী ইউনিয়ন - ভারুয়াখালী ইউনিয়ন"varuakhaliup.coxsbazar.gov.bd। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৭
  3. "মাদ্রাসা - ভারুয়াখালী ইউনিয়ন - ভারুয়াখালী ইউনিয়ন"varuakhaliup.coxsbazar.gov.bd
  4. "মাধ্যমিকবিদ্যালয় - ভারুয়াখালী ইউনিয়ন - ভারুয়াখালী ইউনিয়ন"varuakhaliup.coxsbazar.gov.bd
  5. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41207&union=01%5B%5D
  6. "খাল ও নদী - ভারুয়াখালী ইউনিয়ন - ভারুয়াখালী ইউনিয়ন"varuakhaliup.coxsbazar.gov.bd। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৭
  7. "হাট বাজারের তালিকা - ভারুয়াখালী ইউনিয়ন - ভারুয়াখালী ইউনিয়ন"varuakhaliup.coxsbazar.gov.bd
  8. "দর্শনীয়স্থান - ভারুয়াখালী ইউনিয়ন - ভারুয়াখালী ইউনিয়ন"varuakhaliup.coxsbazar.gov.bd। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৭
  9. "- ভারুয়াখালী ইউনিয়ন - ভারুয়াখালী ইউনিয়ন"varuakhaliup.coxsbazar.gov.bd। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৭

বহিঃসংযোগ

ভারুয়াখালী ইউনিয়ের সর্বপ্রথম চেয়ারম্যান আবু সামা সওদাগর (১৯৭৭-১৯৮৪) যিনি বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,যার মধ্যে উল্লেখযোগ্যঃ আবু শামা সওদাগর সরকারী প্রাথমিক বিদ্যালয়,আলী হোসেন সিকদার সরকারী প্রাথমিক বিদ্যালয়,ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.