ভারত জাতীয় ক্রিকেট দল

ভারত জাতীয় ক্রিকেট দল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বা বিসিসিআই দ্বারা পরিচালিত এই দল টেস্ট,ওয়ান ডে ইন্টারন্যাশনাল এবং টি২০ ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি'র পূর্ণ সদস্য।

ভারত
ডাকনামMen in Blue
সংঘভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড
কর্মীবৃন্দ
অধিনায়করোহিত শর্মা
কোচরাহুল দ্রাবিড়
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাপূর্ণ সদস্য
আইসিসি অঞ্চলএশিয়া
আইসিসি র‍্যাংকিং বর্তমান[1] সেরা
টেস্ট ১ (১ এপ্রিল ১৯৭৩)
ওডিআই(১ ডিসেম্বর ১৯৯৪)
টি২০আই[2][3](২৮ মার্চ ২০১৪)
টেস্ট
প্রথম টেস্টবনাম  ইংল্যান্ড লর্ডস, লন্ডন; ২৫–২৮ জুন ১৯৩২
সর্বশেষ টেস্টবনাম  ইংল্যান্ড, এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড, বার্মিংহাম; ৫ জুলাই ২০২২
টেস্ট ম্যাচ জয়/পরাজয়
মোট[4] ৫৬০ ১৬৬/১৭৩ (২২০ ড্র, ১ টাই)
বর্তমান বছর[5] ০/২ (০ ড্র)
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ উপস্থিতি১ (২০১৯–২০২১ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফলরানার্স-আপ (২০১৯-২০২১)
একদিনের আন্তর্জাতিক
প্রথম ওডিআই ইংল্যান্ড at হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড, লিডস; ১৩ জুলাই ১৯৭৪
সর্বশেষ ওডিআই বাংলাদেশ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম; ১০ ডিসেম্বর ২০২২
ওডিআই ম্যাচ জয়/পরাজয়
মোট[6] ১০০২ ৬২১/৪৩১
(৯ টাই, ৪১ ফল হয়নি)
বর্তমান বছর[7] ৩/৩
(০ টাই/ফলাফল হয়নি)
বিশ্বকাপ উপস্থিতি১২ (১৯৭৫ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফলচ্যাম্পিয়ন (১৯৮৩,২০১১)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রথম টি২০আই দক্ষিণ আফ্রিকা, ওয়ান্ডারার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ; ১ ডিসেম্বর ২০০৬
সর্বশেষ টি২০আই নিউজিল্যান্ড, ম্যাকলিন পার্ক, নেপিয়ার; ২২ নভেম্বর ২০২২
টি২০আই ম্যাচ জয়/পরাজয়
মোট[8] ১৫৭ ৯৮/৫১
(৩ টাই, ৪ ফলাফল হয়নি)
বর্তমান বছর[9] ৩/০
(০ টাই/ফলাফল হয়নি)
টি২০ বিশ্বকাপ উপস্থিতি৭ (২০০৭ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফলচ্যাম্পিয়ন (২০০৭)

টেস্ট কিট

ওডিআই কিট

টি২০আই কিট

২৫ ডিসেম্বর ২০২২ অনুযায়ী

অধিনায়ক

পঁয়ত্রিশ জন অন্তত একটি টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন, যদিও মাত্র ছয়জন ২৫টিরও বেশি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন, এবং ছয়জনই ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু টেস্টে নয়। ভারতের প্রথম অধিনায়ক ছিলেন সিকে নাইডু, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি ম্যাচে দলের নেতৃত্ব দিয়েছিলেন: ১৯৩২ সালে ইংল্যান্ডে একটি এবং ১৯৩৩-৩৪ সালে ঘরের মাঠে তিনটি ম্যাচের সিরিজ। লালা অমরনাথ , ভারতের চতুর্থ অধিনায়ক, ভারতের স্বাধীনতার পর প্রথম টেস্ট ম্যাচে দলের নেতৃত্ব দেন। ১৯৫২-৫৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ উভয়েই তিনি দলের প্রথম টেস্ট জয় এবং প্রথম সিরিজ জয়ের নেতৃত্ব দেন। ১৯৫২ থেকে ১৯৬১-৬২ পর্যন্ত, ভারতে বিজয় হাজারে, পলি উমরিগার এবং নারী কন্ট্রাক্টর এর মতো অনেক অধিনায়ক ছিলেন।


পতৌদির নবাব, মনসুর আলি খান পতৌদি, ১৯৬১-৬২ থেকে ১৯৬৯-৭০ পর্যন্ত ৩৬টি টেস্ট ম্যাচের জন্য দলের অধিনায়ক ছিলেন, ১৯৭৪-৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও চারটি ম্যাচে ফিরে আসেন। তার অধিনায়কত্বের মেয়াদের প্রথম দিকে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় দলকে হোয়াইটওয়াশ করা হয়। ১৯৬৭-৬৮ সালে, পতৌদি ভারতকে তার প্রথম নিউজিল্যান্ড সফরে নেতৃত্ব দিয়েছিলেন, যা ভারতে টেস্ট সিরিজ ৩-১ তে জিতেছিল। ১৯৭০-৭১ সালে, অজিত ওয়াদেকর পতৌদির কাছ থেকে অধিনায়কত্ব গ্রহণ করেন। ওয়াদেকরের নেতৃত্বে, ভারত ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডে প্রথম টেস্ট সিরিজ জয়ের নথিভুক্ত করে। ভারত ১৯৭৪ সালে প্রথম ওয়ানডে খেলেছিল, এছাড়াও তার অধিনায়কত্বেই। ১৯৭৫ সালের ক্রিকেট বিশ্বকাপে শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবনের নেতৃত্বে ভারত প্রথম ওডিআই জিতেছিল।পূর্ব আফ্রিকার বিপক্ষে। ১৯৭৫-৭৬ এবং ১৯৭৮-৭৯-এর মধ্যে, বিষেন সিং বেদী ২২টি টেস্ট এবং ৪টি ওয়ানডেতে দলের নেতৃত্ব দিয়েছিলেন, ৬টি টেস্ট এবং একটি ওডিআই জিতেছিলেন।


সুনীল গাভাস্কার ১৯৭৮-৭৯ সালে টেস্ট ও ওডিআই অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, ৪৭টি টেস্ট ম্যাচ এবং ৩৭টি ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেন, ৯টি টেস্ট এবং ১৪টি ওডিআই জিতেছিলেন। তিনি ১৯৮০-এর দশকে কপিল দেবের স্থলাভিষিক্ত হন, যিনি ৪টি জয় সহ ৩৪টি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন। কপিল দেব ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ সহ তার দায়িত্বে থাকা ৭৪টি ওডিআইয়ের মধ্যে ৩৯টিতে ভারতকে জয়ের পথে নিয়ে যান। কপিল দেব ১৯৮৬ সালে ইংল্যান্ডে ভারতের ২-০ টেস্ট সিরিজ জয়ের নেতৃত্বও দিয়েছিলেন। ১৯৮৭-৮৮ এবং ১৯৮৯-৯০-এর মধ্যে ভারতের তিনজন অধিনায়ক ছিলেন দিলীপ ভেঙ্গসরকার, রবি শাস্ত্রী এবং কৃষ্ণমাচারী শ্রীকান্ত। ১৯৮৭ সালের ক্রিকেট বিশ্বকাপের পর ভেঙ্গসরকার কপিল দেবের কাছ থেকে অধিনায়কত্ব গ্রহণ করেন। যদিও তিনি অধিনায়ক হিসাবে তার প্রথম সিরিজে দুটি সেঞ্চুরি দিয়ে শুরু করেছিলেন, তার অধিনায়কত্বের সময়কাল ছিল অশান্ত এবং ১৯৮৯ সালের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের একটি বিপর্যয়কর সফর এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাথে বিরোধের কারণে তিনি অধিনায়কত্ব হারান।

আন্তর্জাতিক মাঠ

বর্তমান দলের সদস্য

Name Age Batting style Bowling style Domestic team Last Test Last ODI Last T20I S/N
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক এবং উদ্বোধনী ব্যাটসম্যান
রোহিত শর্মা৩৫ডান হাতি ব্যাটিংমুম্বাই,মুম্বাই ইন্ডিয়ানসYesYesYes৪৫
প্রাক্তন অধিনায়ক
বিরাট কোহলি৩৪ডান হাতি ব্যাটিংদিল্লি , রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরYesYesYes১৮
টেস্ট ও ওয়ানডে সহ-অধিনায়ক এবং ওপেনিং ব্যাটসম্যান
লোকেশ রাহুল৩১ডান হাতি ব্যাটিংকর্ণাটক, কিংস এলেভেন পাঞ্জাবYesYesYes
ওয়ানডে সহ-অধিনায়ক এবং ওপেনিং ব্যাটসম্যান
শিখর ধাওয়ান৩৭বাঁ হাতিদিল্লি, পাঞ্জাব কিংসYes২৫
অতিরিক্ত সহ-অধিনায়ক এবং ওপেনিং বোলার
জসপ্রীত বুমরাহ২৯ডান হাতি ব্যাটিংডানহাতি ফাস্টগুজরাত,মুম্বাই ইন্ডিয়ানসYesYesYes৯৩
ওপেনিং ব্যাটসম্যান
মায়াঙ্ক আগরওয়াল ৩০ ডান হাতি ব্যাটিং - কর্ণাটক, কিংস এলেভেন পাঞ্জাব Yes ১৬
শুভমান গিল ২১ ডান হাতি ব্যাটিং পাঞ্জাব , কলকাতা নাইট রাইডার্স Yes Yes ৭৭
মিডল-অর্ডার ব্যাটসম্যান
চেতেশ্বর পুজারা৩৫ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম লেগ-ব্রেকসৌরাষ্ট্র, ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবYes
সূর্যকুমার যাদব৩২ডান হাতিমুম্বই, মুম্বাই ইন্ডিয়ানসYesYes৬৩
শ্রেয়াস আইয়ার২৮ডান হাতি ব্যাটিংমুম্বই, দিল্লি ক্যাপিটালসYesYes
উইকেট-কিপার ব্যাটসম্যান
কে এস ভারত ২৯ ডান হাতি অন্ধ্র , গুজরাত টাইটান্স Yes ১৪
সঞ্জু স্যামসন ২৭ ডান হাতি কেরালা, রাজস্থান রয়্যালস Yes Yes
ঋষভ পন্থ২৫বাঁ হাতিদিল্লি, দিল্লি ক্যাপিটালসYesYesYes১৭
ইশান কিষাণ২৪বাঁ হাতিঝাড়খন্ড, মুম্বাই ইন্ডিয়ানসYes৩২
অল রাউন্ডার
রবিচন্দ্রন অশ্বিন৩৬ডান হাতি ব্যাটিংডানহাতি অফ-স্পিনতামিলনাড়ু,দিল্লি ক্যাপিটালসYesYesYes৯৯
রবীন্দ্র জাদেজা৩৪বাঁ হাতিবাম-হাত অর্থোডক্স স্পিনসৌরাষ্ট্র,চেন্নাই সুপার কিংসYesYesYes
ভুবনেশ্বর কুমার৩৩ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম মেডিয়ামউত্তরপ্রদেশ,সানরাইজার্স হায়দ্রাবাদYesYes১৫
শার্দুল ঠাকুর৩১ডান হাতিডানহাতি ফাস্ট মিডিয়ামমুম্বাই, দিল্লি ক্যাপিটালসYesYesYes৫৪
হার্দিক পাণ্ড্য২৯ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম ফাস্ট মেডিয়ামবরোদা, মুম্বাই ইন্ডিয়ানসYesYes৩৩
হনুমা বিহারী২৯ডান হাতি ব্যাটিংডানহাতি অফ-স্পিনঅন্ধ্রYes
দীপক হুদা ২৭ ডান হাতি ডানহাতি অফ-স্পিন রাজস্থান, লখনউ সুপার জায়ান্টস Yes Yes ৫৭
ওয়াশিংটন সুন্দর২৩বাঁ হাতিডানহাতি অফ-স্পিনতামিলনাড়ু,রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরYesYes৫৫
বাঁ হাতি পেস বোলার
আর্শদীপ সিং২৪বাঁ হাতি ব্যাটিংবামহাতি ফাস্ট মিডিয়ামতামিলনাড়ু, পাঞ্জাব কিংসYesYes
ডান হাতি পেস বোলার
উমেশ যাদব৩৫ডান হাতি ব্যাটিংরাইট-আর্ম ফাস্ট মেডিয়ামবিদর্ভ,রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরYes১৯
মহম্মদ শামি৩৩ডান হাতি ব্যাটিংডানহাতি ফাস্টবাংলা,কিংস এলেভেন পাঞ্জাবYesYesYes১১
হর্ষল প্যাটেল৩৩ডান হাতি ব্যাটিংডানহাতি মিডিয়ামদিল্লি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরYes৩৬
জয়দেব উনাদকট ৩১ ডান হাতি ব্যাটিং বামহাতি ফাস্ট সৌরাষ্ট্র, লখনউ সুপার জায়ান্টস Yes ৭৭
দীপক চাহার৩০ডান হাতি ব্যাটিংডানহাতি ফাস্ট মিডিয়ামরাজস্থান,চেন্নাই সুপার কিংসYes৯০
মোহাম্মদ সিরাজ ২৯ ডান হাতি ব্যাটিং ডানহাতি ফাস্ট হায়দরাবাদ,রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর Yes Yes
উমরান মালিক২৩ডান হাতি ব্যাটিংডানহাতি ফাস্টদিল্লি,দিল্লি ক্যাপিটালসYesYes৫৫
স্পিন বোলার
যুজবেন্দ্র চাহাল৩২ডান হাতিডানহাতি লেগ ব্রেক গুগলিহরিয়ানা, রাজস্থান রয়্যালসYesYes
অক্ষর প্যাটেল২৯ বাঁ হাতি ব্যাটিং বাম-হাত অর্থোডক্স স্পিন গুজরাত , দিল্লি ক্যাপিটালস Yes ২০
কুলদীপ যাদব২৮বাঁ হাতি ব্যাটিংবাঁ-হাতি চায়নাম্যানউত্তর প্রদেশ, কলকাতা নাইট রাইডার্সYesYesYes২৩
অনিয়মিত

কোচিং এবং সাপোর্ট স্টাফ

  • ম্যানেজার : গিরিশ ডংরে
  • প্রধান প্রশিক্ষক : রাহুল দ্রাবিড়[10]
  • ব্যাটিং প্রশিক্ষক: বিক্রম রাঠোর
  • বোলিং প্রশিক্ষক : পারস হাম্ব্রে
  • ফিল্ডিং প্রশিক্ষক: টি দিলীপ
  • ফিজিও: নিতিন প্যাটেল
  • Video analyst: হরি প্রসাদ মোহন
  • Trainer: Basu Shanker
  • শক্তি এবং কন্ডিশনিং কোচ : নিক ওয়েব এবং সোহম দেসাই
  • থ্রোডাউন বিশেষজ্ঞ : রাঘবিন্দ্রা, নুয়ান সেনেভিরত্নে এবং দয়ানন্দ গারানি
  • ম্যাসেজ থেরাপিস্ট: অরুণ কানাদে এবং রাজীব কুমার

ঘরোয়া ক্রিকেট

বিশ্ব ক্রিকেটের অন্যতম সুগঠিত ঘরোয়া ক্রিকেট ভারতীয় জাতীয় দলকে আরো সমৃদ্ধ করেছে। ভারত এ ক্রিকেট দল বিভিন্ন সময়ে প্রথম শ্রেণীর ও লিস্ট এ ক্রিকেট খেলে থাকে যেখানে ভবিষ্যতের তারকা খেলোয়াড়দের চিহ্নিত করা হয় ৷
অন্যতম ঘরোয়া লীগ গুলি হল :-
1. ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
2. রঞ্জি ট্রফি
3. বিজয় হাজারে ট্রফি
4. সৈয়দ মুশতাক আলী ট্রফি
5. দলীপ ট্রফি ইত্যাদি ৷

ফলাফল ও আসন্ন সূচি

দ্বি-পাক্ষিক

দ্বিপাক্ষিক সিরিজ এবং ট্যুর
তারিখ বিপক্ষে হোম/অ্যওয়ে ফলাফল
টেস্ট ওডিআই টি২০আই
জুন ২০১৮  আফগানিস্তান হোম [১]
আগস্ট ২০২০  জিম্বাবুয়ে অ্যওয়ে [৩]-
নভেম্বর ২০২০  অস্ট্রেলিয়া অ্যওয়ে [৪][৩][৩]
ফেব্রুয়ারি-মার্চ ২০২১  ইংল্যান্ড হোম ২-১ [৪]৩-২ [৫]২-১ [৩]
জুন ২০২১  নিউজিল্যান্ড ২০১৯-২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ [১]--
জুলাই ২০২১  শ্রীলঙ্কা আওয়ে -[৩][৩]
অগাস্ট-সেপ্টেম্বর ২০২১  ইংল্যান্ড পতৌদি ট্রফি (২০২১) [৫] - -
নভেম্বর - ডিসেম্বর ২০২১  নিউজিল্যান্ড ২০২১-২২ নিউজিল্যান্ড ক্রিকেট দলের ভারত সফর [২] - [৩]
ডিসেম্বর-জানুয়ারী ২০২২  দক্ষিণ আফ্রিকা ২০২১-২২ ভারত ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর [৩][৩][৪]
ফেব্রুয়ারি ২০২২  ওয়েস্ট ইন্ডিজ ২০২১-২২ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ভারত সফর [৩][৩]
ফেব্রুয়ারি-মার্চ ২০২২  শ্রীলঙ্কা ২০২১-২২ সালে ভারতে শ্রীলঙ্কা ক্রিকেট দল [২] [৩]
জুন ২০২২  দক্ষিণ আফ্রিকা 2022 সালে ভারতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল [৫]

বহুজাতিক

বহু দল সিরিজ এবং প্রতিযোগিতা
তারিখ সিরিজ বিন‍্যাস অবস্থান ফলাফল
মার্চ ২০১৮ শ্রীলঙ্কা ২০১৮ নিদাহস ট্রফি টি২০আই বিজয়ী ৪-১ [৫]
সেপ্টেম্বর ২০২০ সংযুক্ত আরব আমিরাত ২০২০ এশিয়া কাপ টি২০আই বিজয়ী
অক্টোবর - নভেম্বর ২০২০ অস্ট্রেলিয়া২০২০ আইসিসি টি২০ বিশ্বকাপ টি২০আই - বাতিল
আগস্ট, ২০১৯ – জুন, ২০২১ ২০১৯-২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ টেস্ট ক্রিকেট -
অক্টোবর - নভেম্বর ২০২১ সংযুক্ত আরব আমিরাত/ওমান/ভারত২০২১ আইসিসি টি২০ বিশ্বকাপ টি২০আই - [৭]
মে ২০২০ – মার্চ ২০২২ ২০২০-২২ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লীগ ওডিআই - [৭]

    টুর্নামেন্টের ইতিহাস

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ

    বিশ্বকাপ রেকর্ড
    চূড়ান্ত খেলার আয়োজক বছর রাউন্ড অবস্থান সিরিজ খেলা সিরিজ জ সিরিজ হা সিরিজ টাই পয়েন্ট
    ইংল্যান্ড২০১৯-২১-১/৯৫২০

    ক্রিকেট বিশ্বকাপ

    বিশ্বকাপ রেকর্ড
    স্বাগতিক বছর রাউন্ড অবস্থান খেলা হা টাই ফহ
    ইংল্যান্ড১৯৭৫রাউন্ড ১৬/৮
    ইংল্যান্ড১৯৭৯রাউন্ড ১৭/৮
    ইংল্যান্ড১৯৮৩চ্যাম্পিয়ন১/৮
    ভারত/পাকিস্তান১৯৮৭সেমি-ফাইনাল৪/৮
    অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ড১৯৯২রাউন্ড ১৭/৯
    ভারত/পাকিস্তান/শ্রীলঙ্কা১৯৯৬সেমি-ফাইনাল৪/১২
    ইংল্যান্ড১৯৯৯রা২ (সুপার ৬)৬/১২
    দক্ষিণ আফ্রিকা/জিম্বাবুয়ে/কেনিয়া২০০৩রানার-আপ২/১৪১১
    ওয়েস্ট ইন্ডিজ২০০৭রাউন্ড ১১০/১৬
    ভারত/শ্রীলঙ্কা/বাংলাদেশ২০১১চ্যাম্পিয়ন১/১৪
    অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ড২০১৫সেমি-ফাইনাল৩/১৪
    ইংল্যান্ড২০১৯সেমি-

    ফাইনাল

    ৩/১৪১০
    ভারত২০২৩-
    মোট১২/১২২টি শিরোপা৮৫৫৩২৯

    বিশ্ব টুয়েন্টি২০ রেকর্ড

    বিশ্ব টুয়েন্টি২০ রেকর্ড
    স্বাগতিক বছর রাউন্ড অবস্থান খেলা হা টাই ফহ
    দক্ষিণ আফ্রিকা২০০৭চ্যাম্পিয়ন১/১২
    ইংল্যান্ড২০০৯সুপার ৮৭/১২
    ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ২০১০সুপার ৮৮/১২
    শ্রীলঙ্কা২০১২সুপার ৮৫/১২
    বাংলাদেশ২০১৪রানার-আপ২/১৬
    ভারত২০১৬সেমি-ফাইনাল৩/১৬
    সংযুক্ত আরব আমিরাত
    ওমান
    ২০২১সুপার ১২৬/১৬
    অস্ট্রেলিয়া২০২২
    মোট৭/৭১টি শিরোপা৩৮২৩১৩

    আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

    আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
    • ১৯৯৮: সেমি-ফাইনাল
    • ২০০০: রানার-আপ
    • ২০০২: শ্রীলঙ্কার সাথে যুগ্ম চ্যাম্পিয়ন
    • ২০০৪: রাউন্ড ১
    • ২০০৬: রাউন্ড ১
    • ২০০৯: রাউন্ড ১
    • ২০১৩: চ্যাম্পিয়ন
    • ২০১৭: রানার-আপ

    এশিয়া কাপ

    এশিয়া কাপ

    বিলুপ্ত টুর্নামেন্ট

    কমনওয়েলথ গেমস হিরো কাপ এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ অস্ট্রাল-এশিয়া কাপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব ক্রিকেট
    • ১৯৯৩ হিরো কাপ: চ্যাম্পিয়ন
    • ১৯৮৬: রানার-আপ
    • ১৯৯০: রাউন্ড ১
    • ১৯৯৪: রানার-আপ
    • ১৯৮৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব ক্রিকেট: চ্যাম্পিয়ন

    ক্রিকেট শুধু ১৯৯৮ কমনওয়েলথ গেমসে খেলা হয়েছিল।

    সিরিজ জয়

    টেস্ট সিরিজ জয়

    প্রতিপক্ষহোম(ভারতে) বিজয়প্রথম বিদেশে বিজয় সর্বশেষ বিদেশে বিজয় সাম্প্রতিক বিফল অধিনায়কগণ
     অস্ট্রেলিয়া1979[11]২০১৮-১৯ সালে বিরাট কোহলির নেতৃত্বে
     বাংলাদেশ20172000
     ইংল্যান্ড১৯৬১-৬২ সালে নরি কন্ট্রাক্টর-এর নেতৃত্বে১৯৭১ সালে অজিত ওয়াড়েকর-এর নেতৃত্বে ১৯৮৬ সালে কপিল দেব-এর নেতৃত্বে,

    ২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়-এর নেতৃত্বে ড্র,

    ২০০৭ সালে রাহুল দ্রাবিড়-এর নেতৃত্বে

    শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন (১৯৭৯),

    সুনীল গাভাস্কার (১৯৮২),

    মোহাম্মদ আজহারউদ্দীন (১৯৯০, ১৯৯৬),

    সৌরভ গঙ্গোপাধ্যায় (২০০৪),

    মহেন্দ্র সিং ধোনি (২০১১ ,২০১৪) ,

    বিরাট কোহলি (২০১৮ )

     নিউজিল্যান্ড১৯৫৫-৫৬ সালে গুলাম আহমেদ-এর নেতৃত্বে

    ১৯৬৫ সালে মনসুর আলি খান পতৌদি-এর নেতৃত্বে

    ১৯৭৬ সালে বিষেন সিং বেদী-এর নেতৃত্বে

    ১৯৮৮ সালে দিলীপ বেঙ্গসরকার-এর নেতৃত্বে

    ১৯৯৫ সালে মোহাম্মদ আজহারউদ্দীন-এর নেতৃত্বে

    ১৯৯৯ সালে শচীন তেন্ডুলকর-এর নেতৃত্বে

    ২০১০ ও ২০১২ সালে মহেন্দ্র সিং ধোনি-এর নেতৃত্বে

    ২০১৬ সালে বিরাট কোহলি-এর নেতৃত্বে

    ২০২১ সালে বিরাট কোহলি-এর নেতৃত্বে

    1968
     পাকিস্তান19522004
     দক্ষিণ আফ্রিকা1996
     শ্রীলঙ্কা1986/871993
     ওয়েস্ট ইন্ডিজ1978/791971
     জিম্বাবুয়ে19932005

    ওডিআই সিরিজ জয়

    Opponentঘরে প্রথম জয় ঘরে সর্বমোট জয়বিপক্ষের মাঠে প্রথম জয়বিপক্ষের মাঠে সর্বমোট জয়
     অস্ট্রেলিয়া1986 ২০১৮-১৯ সালে বিরাট কোহলির নেতৃত্বে২ বারের মধ্যে ১ বার
     বাংলাদেশ ২০০৪৪ বারের মধ্যে ৩ বার
     ইংল্যান্ড2006 ১৯৯০ সালে মোহাম্মদ আজহারউদ্দীনর নেতৃত্বে ১০ বারের মধ্যে ৩ বার
     দক্ষিণ আফ্রিকা1991 ২০১৮
     নিউজিল্যান্ড1988 ৬ বারের মধ্যে ৬ বার

    দিলীপ বেঙ্গসরকার (১৯৮৮)

    মোহাম্মদ আজহারউদ্দীন (১৯৯৫)

    শচীন তেন্ডুলকর (১৯৯৯)

    গৌতম গম্ভীর (২০১০)

    মহেন্দ্র সিং ধোনি (২০১৬)

    বিরাট কোহলি (২০১৭)

    ২০০৯ ৯ বারের মধ্যে ২ বার জয় , ৩ বার ড্র

    ২০০৯ সালে ধোনির নেতৃত্বে , শেহবাগর সৌজন্যে

    ২০১৮ সালে কোহলির নেতৃত্বে , মোহাম্মদ শমীর সৌজন্যে

     পাকিস্তান1983 ২০০৪ সালে সৌরভের নেতৃত্বে৩ বারের মধ্যে ২ বার
     শ্রীলঙ্কা১৯৮২ ১১ বারের মধ্যে ১১ বার

    কপিল দেব (১৯৮২,১৯৮৭)

    মোহাম্মদ আজহারউদ্দীন (১৯৯০,১৯৯৪)

    শচীন তেন্ডুলকর (১৯৯৭)

    রাহুল দ্রাবিড় (২০০৫,২০০৭)

    মহেন্দ্র সিং ধোনি (২০০৯,২০১৬)

    বিরাট কোহলি (২০১৪)

    রোহিত শর্মা (২০১৭)

    ২০০৮ সালে ধোনির নেতৃত্বে৯ বারের মধ্যে ৪ বার

    মহেন্দ্র সিং ধোনি (২০০৮,২০০৯,২০১২)

    বিরাট কোহলি (২০১৭)

     ওয়েস্ট ইন্ডিজ1994 2002 সালে সৌরভের নেতৃত্বে৯ বারের মধ্যে ৫ বার
     জিম্বাবুয়ে1993 1992

    টুয়েন্টি২০ সিরিজ জয়

    বিপক্ষঘরে প্রথম জয় ঘরে সর্বমোট জয়বিপক্ষের মাঠে প্রথম জয়বিপক্ষের মাঠে সর্বমোট জয়
     অস্ট্রেলিয়া- ২০১৬ সালে ধোনির নেতৃত্বে৩ বারের মধ্যে ১ বার
     ইংল্যান্ড2017 2018 সালে বিরাট কোহলির নেতৃত্বে৩ বারের মধ্যে ১ বার
     ওয়েস্ট ইন্ডিজ- ২০১১ সালে বিরাট কোহলির নেতৃত্বে৪ বারের মধ্যে ২ বার
     বাংলাদেশ- --
     দক্ষিণ আফ্রিকা - - ২০০৬ সালে বীরেন্দ্র সেহবাগের নেতৃত্বে ৩ বারের মধ্যে ৩ বার

    বীরেন্দ্র সেহবাগ (২০০৬)

    মহেন্দ্র সিং ধোনি (২০১১)

    বিরাট কোহলি (২০১৮)

     নিউজিল্যান্ড২০১৭-১৮ ৩ বারের মধ্যে ২ বার

    বিরাট কোহলি (২০১৭-১৮,২০২১-২২)

    ২০২০ সালে বিরাট কোহলির নেতৃত্বে৩ বারের মধ্যে ১ বার
     শ্রীলঙ্কা ২০১৬ ৫ বারের মধ্যে ৪ বার

    মহেন্দ্র সিং ধোনি (২০১৬)

    রোহিত শর্মা (২০১৭)

    বিরাট কোহলি (২০২০,২০২২)

    তথ্যসূত্র

    1. "Men's Team Rankings"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)।
    2. "India topple Sri Lanka to become No. 1 team in ICC T20 rankings"News 18। ২ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২১
    3. "India ranked as No. 1 cricket team in ICC T20 rankings"Jagran Josh। ৩ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২১
    4. "Records / Test matches / Team records / Results summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
    5. "Records / 2023 / Test matches / Result summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
    6. "Records / One-Day Internationals / Team records / Results summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
    7. "Records / 2023 / One-Day Internationals / Result summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
    8. "Records / Twenty20 Internationals / Team records / Results summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
    9. "Records / 2023 / Twenty20 Internationals / Result summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
    10. Shastri, Zaheer, Dravid in India's new coaching team
    11. The Australians in India, 1979–80

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.