ভারত জাতীয় অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ভারত জাতীয় অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল নারী ক্রিকেটের অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করে।

ভারত জাতীয় অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল
সংঘবিসিসিআই
কর্মীবৃন্দ
অধিনায়কশেফালি বর্মা
কোচঋষিকেশ কানিৎকর
দলের তথ্য
রংনীল
ইতিহাস
টোয়েন্টি২০ অভিষেক নিউজিল্যান্ড, বান্দ্রা কুর্লা কমপ্লেক্স, মুম্বই, ভারত; ২৭ নভেম্বর ২০২২
অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি অঞ্চলএশিয়া

২০২২এর শেষ দিকে, দলটি নিজেদের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের সাথে খেলেছিল।[1] ৫ ডিসেম্বর ২০২২-এ, ভারতের ২০২৩ আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য স্কোয়াড ঘোষিত হয়।[2]

বর্তমান দল

২০২৩ বিশ্বকাপের জন্য দল:

  • শেফালি বর্মা (অধি.)
  • শ্বেতা সেহরাওয়াত (সহ-অধি.)
  • অর্চনা দেবী
  • গোংগড়ি তৃষা
  • তিতাস সাধু
  • পার্শবী চোপড়া
  • ফলক নাজ
  • মন্নত কাশ্যপ
  • রিচা ঘোষ (উই.)
  • শবনম শাকিল
  • সোনম যাদব
  • সোনিয়া মেন্ধিয়া
  • সৌম্য তিওয়ারি
  • হার্লি গালা
  • হৃষিতা বসু (উই.)

নাজলা সিএমসি, শিখা যোগেশ কুমার ও শোভাদণ্ডী যশশ্রীকে স্টান্ডবাই খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[3]

তথ্যসূত্র

  1. "South Africa to host inaugural ICC U19 T20 World Cup"Women's CricZone। ১০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩
  2. "India U19 Women's squad for ICC World Cup and SA series announced"। BCCI। ৪ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩
  3. "ভারতীয় দল"আইসিসি। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.