ভারত জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

ভারত জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল হল অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতে প্রতিনিধিত্বকারী দল। দলটি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড কর্তৃক পরিচালিত হয়। কোচের দায়িত্বে রয়েছেন সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়

ভারত জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল
কর্মীবৃন্দ
অধিনায়কযশ ধুল
কোচহৃষীকেশ কানিদকর
মালিকভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড
দলের তথ্য
রংনীল
প্রতিষ্ঠা১৯৭৯
ইতিহাস
আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়২০০০, ২০০৮, ২০১২
দাপ্তরিক ওয়েবসাইটespncricinfo

বর্তমান দল

খেলোয়াড় জন্ম তারিখ ব্যাটিং বোলিং সংস্থা আইপিএল দল
অধিনায়ক এবং মধ্য ভাগের ব্যাটসম্যান
প্রিয়ম গর্গ (2000-11-30) ৩০ নভেম্বর ২০০০ডান-হাতিউত্তর প্রদেশ-
উদ্বোধনী ব্যাটসম্যান
যশস্বী জয়সল (2001-12-28) ২৮ ডিসেম্বর ২০০১বাম-হাতিউত্তর প্রদেশ-
মধ্য ভাগের ব্যাটসম্যান
দিব্যাংশ সাক্সেনা (2001-02-13) ১৩ ফেব্রুয়ারি ২০০১বাম-হাতি--
অলরাউন্ডার স্পিন বোলার
স্পিন বোলার
রবি বিষ্ণই (2000-09-05) ৫ সেপ্টেম্বর ২০০০ডান-হাতিডান-হাতি লেগ ব্রেক গুগলিরাজস্থান-
দ্রুত বোলার
কার্তিক ত্যাগী (2000-11-08) ৮ নভেম্বর ২০০০ডান-হাতিডান-হাতি মিডিয়ামউত্তর প্রদেশ-
অন্যান্য
মহিপাল লোমরোর (1999-11-16) ১৬ নভেম্বর ১৯৯৯বাম-হাতিডান-হাতি লেগ ব্রেকরাজস্থানরাজস্থান রয়্যালস
জিশান আনসারি (1999-12-16) ১৬ ডিসেম্বর ১৯৯৯ডান-হাতিডান-হাতি লেগ ব্রেকউত্তর প্রদেশ
রাহুল চাহারমুম্বাই ইন্ডিয়ান্স

স্টাফ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে

বছর স্বাগতিক ফলাফল অধিনায়ক ভারতীয় সর্বোচ্চ অন্যান্য তারকা
রান সংগ্রহকারী উইকেট সংগ্রহকারী (পেসার) উইকেট সংগ্রহকারী (স্পিনার)
১৯৮৮  অস্ট্রেলিয়া ৬ষ্ঠ মাইলুয়াহানান সেন্থিলনাথন মাইলুয়াহানান সেন্থিলনাথন নরেন্দ্র হিরওয়ানি সুব্রত ব্যানার্জী নয়ন মোঙ্গিয়া

ভেঙ্কটপতি রাজু

১৯৯৮  দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় রাউন্ড অমিত পাগনিস মোহাম্মদ কাইফ অমিত ভান্ডারী হরভজন সিং বীরেন্দ্র সেহবাগ
২০০০  শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন মোহাম্মদ কাইফ রবনীত রিকি শলভ শ্রীবাস্তব অনুপ দাভে যুবরাজ সিং
২০০২  নিউজিল্যান্ড সেমি-ফাইনাল পার্থিব প্যাটেল মানবিন্দর বিসলা সিদ্ধার্থ ত্রিবেদী অভিষেক শর্মা সুরেশ রায়না
২০০৪  বাংলাদেশ সেমি-ফাইনাল আম্বতি রায়ডু শিখর ধাওয়ান আর. পি. সিং অভিষেক শর্মা দিনেশ কার্তিক
২০০৬  শ্রীলঙ্কা রানার্স আপ রবিকান্ত শুক্লা চেতেশ্বর পুজারা ইয়ো মহেশ পিযুষ চাওলা রোহিত শর্মা

ইশান্ত শর্মা

২০০৮  মালয়েশিয়া চ্যাম্পিয়ন বিরাট কোহলি তন্ময় শ্রীবাস্তব সিদ্ধার্থ কাউল ইকবাল আব্দুল্লাহ রবীন্দ্র জাদেজা
২০১০  নিউজিল্যান্ড ৬ষ্ঠ অশোক মেনারিয়া মায়াঙ্ক আগরওয়াল সৌরভ নেত্রভালকর গৌরব জ্ঠর লোকেশ রাহুল
২০১২  অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন উন্মুক্ত চাঁদ উন্মুক্ত চাঁদ রবিকান্ত সিং

সন্দীপ শর্মা

হরমিত সিং হনুমা বিহারী
২০১৪  UAE ৫ম বিজয় জোল সঞ্জু স্যামসন চামা মিলিন্দ কুলদীপ যাদব শ্রেয়াস আইয়ার
২০১৬  বাংলাদেশ রানার্স আপ ইশান কিষাণ সরফরাজ খান আভেশ খান মায়াঙ্ক ডাগর ওয়াশিংটন সুন্দর
২০১৮  নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন[1] পৃথ্বী শ শুভমান গিল কমলেশ নাগরকোটি অনুকূল রায় শুভমান গিল
২০২০  দক্ষিণ আফ্রিকা রানার্স আপ প্রিয়ম গর্গ যশস্বী জয়সওয়াল কার্তিক ত্যাগী রবি বিষ্ণুই
২০২২  ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন যশ ধুল যশ ধুল রবি কুমার ভিকি অস্ৎবয়াল রাজ্ বাওয়া

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.