ভারতের সাধারণ নির্বাচন, ১৯৪৫

সাধারণ নির্বাচন ১৯৪৫, ব্রিটিশ ভারতে কেন্দ্রীয় বিধানসভা পরিষদ ও রাজ্য পরিষদের সদস্য নির্বাচনের জন্য অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস ১০২টি নির্বাচনী আসনের মধ্যে ৫৯টি আসন লাভ করেছিল।[1] মুসলিম লীগ মুসলিম অধ্যুষিত সকল আসন লাভ করেছিল কিন্তু বাকী আসনে ব্যর্থ হয়েছিল। বাকী ১৩টি আসনের মধ্যে; ৮টি আসন ইউরোপীয়রা, ৩টি সতন্ত্র প্রার্থী এবং ২টি আসন পাঞ্জাবের শিখ অধ্যুষিত আকালি প্রার্থীরা পেয়েছিল।[2] নির্বাচন ভারত সরকারের ১৯১৯ ধারা অনুসারে অনুষ্ঠিত হয়েছিল। সরকারের ১৯৩৫ ধারা অনুসারে অল ইন্ডিয়া ফেডারেশনের ঘোষণা ছিল কিন্তু দেশীয় রাজ্যগুলো এতে অস্বীকৃতি জানানোয় ১৯৩৫ ধারায় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়নি। ফলে ৩৭৫ জন সদস্য নির্বাচিত করার চেয়ে ১০২টি আসনই পূর্ন করা হয়।

ভারতের সাধারণ নির্বাচন, ১৯৪৫

১৯৪৫

১০২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা
  প্রথম দল দ্বিতীয় দল
 
নেতা/নেত্রী শরৎচন্দ্র বসু মুহাম্মদ আলি জিন্নাহ
দল কংগ্রেস মুসলিম লীগ
আসনে জিতেছে ৫৯ ৩০

ফলাফল

কেন্দ্রীয় আইনপরিষদ

দল আসন
ভারতীয় জাতীয় কংগ্রেস৫৯
মুসলিম লীগ৩০
আকালি দল
সতন্ত্র
ইউরোপীয়
মোটl১০২
উৎস: সুয়ের্টজবার্গ এটলাস

তথ্যসূত্র


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.