ভারতের সাধারণ নির্বাচন, ১৯২৬
ভারতের সাধারণ নির্বাচন ১৯২৬, ব্রিটিশ ভরতে ২৮শে আক্টোবর ১৯২৬ থেকে নভেম্বরের শেষের দিকে আনুষ্ঠিত হয়েছিল। এ নির্বাচনের মাধ্যমে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ও প্রাদেশিক লেজিসলেটিভ কাউন্সিলের জন্য সদস্য নির্বাচন করা হয়েছিল।[1]
ভারত প্রবেশদ্বার
|
বঙ্গ ও মাদ্রাজে স্বরাজ পার্টি প্রাদেশিক কাউন্সিলে জয় লাভ করে। এছাড়াও বিহার ও উড়িষ্যার আসন লাভ করে। তবে জাতীয় পর্যায়ে তাদের দলের আসন সংখ্যা কম ছিল।[2]
ফলাফল
কেন্দ্রীয় বিধানসভা পরিষদ
দল | ভোট | % | আসন |
---|---|---|---|
স্বরাজ পার্টি | ৩৮ | ||
জাতীয়তাবাদী দল | ২২ | ||
কেন্দ্রীয় মুসলিম ও এর জোটসমূহ | ১৮ | ||
সতন্ত্র | ১৩ | ||
ছোট দলসমূহ, অসংশ্লিষ্ট সতন্ত্র, অজানা | ৫ | ||
ইউরোপীয় | ৯ | ||
মোট | ১০৫ | ||
উৎস: সুয়ের্টজবার্গ এটলাস |
কেন্দ্রীয় বিধানসভা পরিষদের সদস্যবৃন্দ
মনোনীত বেসারকারি কর্মকর্তা
মুহাম্মদ ইয়ামিন খান (ইউনাইটেড প্রোভিনেন্স), মারিয়াদাস রুথনাস্বামী (মাদ্রাজ)
বোম্বে
জামনাদাস মেহতা (বম্বে শহরের জেনারেল),[3] শ্বেত হারচন্দ্রাই ভিসানদাস (সিন্ধু জেনারেল), ভিথালভাই প্যাটেল, জোসেফ বেপটিস্টা,[4] জিন্নাহ্ (বোম্বে সিটি মুসলিম), শাহ্ নেওয়াজ ভুট্রু(সিন্ধু মুসলিম), আব্দুল্লাহ হারুন (সিন্ধু মুসলিম), ওয়াহিদ বক্স ভুট্ট্রু (সিন্ধু জাগিরদার ও জমিদার)
ইউনাইটেড প্রোভিনেন্স
মুন্সী ইসওয়ার শ্যারন (ইউপি সিটি জেনারেল), লালা গিরধারিয়াল আগারাওয়াল (আগ্রা জেনারেল), মদন মোহন মৌলভি (এলাহবাদ ও জানসি জেনারেল), পণ্ডিত শ্যামলাল নেহেরু (মিরুত জেনারেল), গণশেয়াম দাস বিরাল (বেনারিশ ও গুরাগপুর জেনারেল),[5] শঙ্কর প্রসাদ বাজপী (লাখনো জেনারেল), রাধা কিশাণ দাস, বিসম্বর নাথ, মহাদেও প্রসাদ, সুরুজ বক্স সিং, রাফি আহমেদ কিদওয়াই, ডঃ এল. কে. হায়দার (আগ্রা গ্রামীণ মুসলিম)
কেন্দ্রীয় প্রদেশ
হাড়ি সিং গৌড়[4] (নাগপুর), রামরাও দেশমুখ
বঙ্গ
স্বতীন্দ্র চন্দ্র মিত্র (চট্টগ্রাম ও রাজশাহীর জেনারেল),[3] কে. সি. নেওয়াজি,[4] কবিরুদ্দিন আহমেদ,[4] কে. আহমদ (রাজশাহী মুসলিম)[3]
মাদ্রাজ
এস. শ্রীনিভাস (মাদ্রাজ শহরের জেনারেল), ট্যাঙ্গোতুরি প্রকাশ (পূর্ব ও পশ্চিম গুধাভারি কাম কৃঞ্চ জেনারেল), আর. কে. সেনমুখম (সালেম ও কমবেতুর কইর কাম জেনারেল),[3] এ. রঙ্গস্বামী (ট্রানজোর কাম ট্রিচিনোপলি জেনারেল),[3] টি. রঙ্গচারি,[4] রামা,[4] সাঈদ মর্তুজা,[4] পি. এস. শিবাস্বামী, বি. ভেনকাতাপাত্রিয়াজু,[4]
পাঞ্জাব
লাল লাজপাত রাজ (জুল্লুনদার জেনারেল), দেওয়ান চ্যামন লাল (জেনারেল), আব্দুল হাই (পূর্ব পাঞ্জাব মুসলিম)
তথ্যসূত্র
- "Indian General Election. The Communal Issue., Hindu v. Moslem", The Times, 29 October 1926, p15, Issue 44415
- "The British Empire. Dominions In Conference", The Times, 1 January 1927, p5, Issue 44468
- Kumar, Ravindra। Selected Works of Vithalbhai J. Patel: 1929।
- Indian Quarterly Register। ১৯২৬ http://archive.org/stream/indianquarterlyr035508mbp/indianquarterlyr035508mbp_djvu.txt।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য) - "Indian Legislators"। The Spectator। ১১ জানুয়ারি ১৯৩০। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৩।