ভারতের জেলার তালিকা

জেলা (zilā) ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের একটি প্রশাসনিক বিভাগ। প্রতিটি জেলাকে আবার তহশিল বা তালুকে ভাগ করা হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে জেলাকে কয়েকটি উপ-বিভাগেও ভাগ করা হয়ে থাকে। ২০২০ সালের হিসাবে ভারতে মোট ৭৩৯টি জেলা রয়েছে,[1] যেখানে জনগণনা ২০০১২০১১ অনুসারে যথাক্রমে ৫৯৩ ও ৬৪০টি জেলা ছিল।[2]

জেলা

মানচিত্র
শ্রেণীদ্বিতীয় স্তরের প্রশাসনিক বিভাগ
অবস্থানভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ
সংখ্যা৭৩৯ (২০২০ অনুযায়ী)
জনসংখ্যাবৃহত্তর: থানে, মহারাষ্ট্র—১,১০,৬০,১৪৮ (২০১১ জনগণনা)
ক্ষুদ্রতম: উচ্চ দিবাং উপত্যকা, অরুণাচল প্রদেশ—৮,০০৪ (২০১১ জনগণনা)
আয়তনবৃহত্তম: কচ্ছ, গুজরাত—৪৫,৬৫২ কিমি (১৭,৬২৬ মা)
ক্ষুদ্রতম: মাহে, পুদুচেরি—৮.৬৯ কিমি (৩.৩৬ মা)
সরকার
  • জেলা প্রশাসন
উপবিভাগ

একটি জেলার প্রশাসনিক দায়িত্বে থাকেন:

  • একজন জেলাধিকারী বা ডেপুটি কমিশনার বা ডিস্ট্রিক্ট কালেক্টর, যিনি লোকপ্রশাসনরাজস্ব আদায়ের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় প্রশাসনিক সেবার কর্মকর্তা;
  • জেলা পুলিশ অধিক্ষক বা সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ বা ডেপুটি কমিশনার অব পুলিশ, যিনি আইন ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রাপ্ত ভারতীয় পুলিশ সেবার একজন কর্মকর্তা;
  • উপ-বন সংরক্ষক, যিনি জেলার বনসম্পদ, পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের দায়িত্বে নিযুক্ত ভারতীয় বন সেবার কর্মকর্তা।

উল্লিখিত প্রত্যেক কর্মকর্তার সহায়তার জন্য রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক কতিপয় কর্মকর্তা ও কর্মচারী নিযুক্ত থাকে।

প্রায় প্রতিটি জেলারই নির্দিষ্ট জেলা সদর রয়েছে। তবে মহারাষ্ট্রের মুম্বাই শহর জেলা, তেলেঙ্গানার হায়দ্রাবাদ জেলা, তামিলনাড়ুর চেন্নাই জেলার মতো কয়েকটি জেলার নির্দিষ্ট সদর নেই, যদিও এদের নিজস্ব জেলা কালেক্টরের দপ্তর রয়েছে।

৭৩৯টি জেলার মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় ও ছোট জেলা হলো যথাক্রমে গুজরাতের কচ্ছ (৪৫,৬৫২ কিমি) ও পুদুচেরির মাহে জেলা (৯ কিমি)।

সামগ্রিক পরিসংখ্যান

ভারতের ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের একটি ক্লিকযোগ্য মানচিত্র
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জেলার পরিসংখ্যান
মানচিত্রে রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম জেলার সংখ্যা জনসংখ্যা[3] জনসংখ্যা/জেলা
অন্ধ্রপ্রদেশ ১৩ ৪,৯৩,৮৬,৭৯৯ ৩৭,৯৮,৯৮৫
অরুণাচল প্রদেশ ২৫ ১৩,৮৩,৭২৭ ৬৯,১৮৬
আসাম ৩৪ ৩,১১,৬৯,২৭২ ৯,১৬,৭৪৩
উত্তর প্রদেশ ৭৫ ১৯,৯৮,১২,৩৪১ ২৬,৬৪,১৬৫
উত্তরাখণ্ড ১৩ ১,০০,৮৬,২৯২ ৭,৭৫,৮৬৯
ওড়িশা ৩০ ৪,১৯,৭৪,২১৮ ১৩,৯৯,১৪১
কর্ণাটক ৩১ ৬,১০,৯৫,২৯৭ ২০,৩৬,৫১০
কেরল ১৪ ৩,৩৪,০৬,০৬১ ২৩,৮৬,১৪৭
গোয়া ১৪,৫৮,৫৪৫ ৭,২৯,২৭৩
১০গুজরাত ৩৩ ৬,০৪,৩৯,৬৯২ ১৮,৩১,৫০৬
১১ছত্তীসগঢ় ২৮ ২,৫৫,৪৫,১৯৮ ৯,৪৬,১১৮
১২ঝাড়খণ্ড ২৪ ৩,২৯,৮৮,১৩৪ ১৩,৭৪,৫০৬
১৩তামিলনাড়ু ৩৮ ৭,২১,৪৭,০৩০ ২২,৫৪,৫৯৫
১৪তেলেঙ্গানা ৩৩ ৩,৫১,৯৩,৯৭৮ ১১,৩৫,২৯০
১৫ত্রিপুরা ৩৬,৭৩,৯১৭ ৪,৫৯,২৪০
১৬নাগাল্যান্ড ১২ ১৯,৭৮,৫০২ ১,৭৯,৮৬৪
১৭পশ্চিমবঙ্গ ২৩ ৯,১২,৭৬,১১৫ ৪৫,৬৩,৮০৬
১৮পাঞ্জাব ২২ ২,৭৭,৪৩,৩৩৮ ১২,৬১,০৬১
১৯বিহার ৩৮ ১০,৪০,৯৯,৪৫২ ২৭,৩৯,৪৫৯
২০মণিপুর ১৬ ২৭,২১,৭৫৬ ৩,০২,৪১৭
২১মধ্য প্রদেশ ৫৫ ৭,২৬,২৬,৮০৯ ১৪,২৪,০৫৫
২২মহারাষ্ট্র ৩৬ ১১,২৩,৭৪,৩৩৩ ৩১,২১,৫০৯
২৩মিজোরাম ১১ ১০,৯৭,২০৬ ১,৩৭,১৫১
২৪মেঘালয় ১১ ২৯,৬৬,৮৮৯ ২,৬৯,৭১৭
২৫রাজস্থান ৩৩ ৬,৮৫,৪৮,৪৩৭ ২০,৭৭,২২৫
২৬সিকিম ৬,১০,৫৭৭ ১,৫২,৬৪৪
২৭হরিয়ানা ২২ ২,৫৩,৫১,৪৬২ ১১,৫২,৩৩৯
২৮হিমাচল প্রদেশ ১২ ৬৮,৬৪,৬০২ ৫,৭২,০৫০
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৩,৮০,৫৮১ ১,২৬,৮৬০
চণ্ডীগড় ১০,৫৫,৪৫০ ১০,৫৫,৪৫০
জম্মু ও কাশ্মীর ২০ ১,২২,৫৮,০৯৩ ৬,১২,৯০৫
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ ৫,৮৬,৯৫৬ ১,৯৫,৬৫২
এনসিটি দিল্লি ১১ ১,৬৭,৮৭,৯৪১ ১৫,২৬,১৭৬
পুদুচেরি ১২,৪৭,৯৫৩ ৩,১১,৯৮৮
লাক্ষাদ্বীপ ৬৪,৪৭৩ ৬৪,৪৭৩
লাদাখ ২,৯০,৪৯২ ১,৪৫,২৪৬
৩৬মোট ৭৪১ ১,২১,০৮,৫৪,৯৭৭ ১৬,৩৪,০৮২

নামকরণ

অধিকাংশ জেলার নামকরণ করা হয় তাদের প্রশাসনিক শহরের নামানুসারে। কিছু কিছু জেলার ক্ষেত্রে দুটি নাম ব্যবহৃত হয়, একটি আনুষ্ঠানিক নাম ও অন্যটি জেলা সদরের নামানুসারে করা নাম। যেহেতু প্রশাসনিক কেন্দ্র তথা শহরের নামানুসারে অধিকাংশ জেলার নামকরণ করা হয়, তাই শহর ও জেলাকে আলাদা করতে জেলা শব্দটি ব্যবহৃত হয়।

অভিন্ন নাম

ভারতের প্রায় সব জেলার নামই অনন্য। তবে কয়েকটি ক্ষেত্রে একই নামে একাধিক জেলা দেখা যায়। যেমন:

দিনাজপুর (উত্তর/দক্ষিণ) জেলা,পশ্চিমবঙ্গ,ভারত।

তালিকা

এখানে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলাসমূহের পরিসংখ্যানের একটি টেবিল দেওয়া হলো। এতে বর্ণানুসারে ক্রম, হায়ারার্কিক্যাল প্রশাসনিক কোড,[4] জেলার নাম, জেলা সদর, জনগণনা ২০১১ অনুসারে জনসংখ্যা,[5] বর্গকিলোমিটারে আয়তন ও প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে।[5] টেবিলটি বাংলা বর্ণমালার ক্রমানুসারে সাজানো।

অন্ধ্র প্রদেশ (এপি)

# কোড[4] জেলা[5] জেলা সদর জনসংখ্যা (২০১১) আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এএনঅনন্তপুরঅনন্তপুর৪০,৮৩,৩১৫১৯,১৩০২১৩
সিইউকাডাপাকাডাপা২৮,৮৪,৫২৪২৫,৩৫৯১৮৮
কেইউকুর্নুলকুর্নুল৪০,৪৬,৬০১১৭,৬৫৮২২৯
কেআরকৃষ্ণামসুলিপত্তনম৪৫,২৯,০০৯৮,৭২৭৫১৯
জিইউগুন্টুরগুন্টুর৪৮,৮৯,২৩০১১,৩৯১৪২৯
সিএইচচিত্তুরচিত্তুর৪১,৭০,৪৬৮১৫,১৫২২৭৫
ডব্লিউজিপশ্চিম গোদাবরীএলুরু৩৯,৩৪,৭৮২৭,৭৪২৫০৮
ইজিপূর্ব গোদাবরীকাকিনাড়া৫১,৫১,৫৪৯১০,৮০৭৪৭৭
পিআরপ্রকাশমওঙ্গোল৩৩,৯২,৭৬৪১৭,৬২৬১৯২
১০ভিজেডবিজয়নগরমবিজয়নগরম২৩,৪২,৮৬৮৬,৫৩৯৩৫৮
১১ভিএসবিশাখাপত্তনমবিশাখাপত্তনম৪২,৮৮,১১৩১১,১৬১৩৮৪
১২এসআরশ্রীকাকুলমশ্রীকাকুলাম২৬,৯৯,৪৭১৫,৮৩৭৪৬২
১৩এনইশ্রীপট্টি শ্রীরামুলু নেল্লোরনেল্লোর২৯,৬৬,০৮২১৩,০৭৬২২৭

অরুণাচল প্রদেশ (এআর)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০০১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এজেঅনজোহাওয়াই২১,০৮৯৬,১৯৯
ইউডিউচ্চ দিবাং উপত্যকাঅনিনি৭,৯৪৮৮,১২৮
ইউএসউচ্চ সিয়াংইংকিয়ং৩৫,২৮৮৬,১৮৮
ইউবিউচ্চ সুবনসিরিদপোরিজো৮৩,২০৫৭,০৩২১২
কামলেরাগা২২,২৫৬
কেকেকুরুং কুমেকোলোরিয়াং৮৮,৭১৭৬,০৪০১৫
ক্রা দাদিজমিন
সিএইচচ্যাংলাংচ্যাংলাং১,৪৭,৯৫১৪,৬৬২৩২
টিএতওয়াংতওয়াং৪৯,৯৫০২,০৮৫২৪
১০টিআইতিরপখোনসা১,১১,৯৯৭২,৩৬২৪৭
১১নামসাইনামসাই
১২ডিভিনিম্ন দিবাং উপত্যকারইং৫৩,৯৮৬৩,৯০০১৪
১৩নিম্ন সিয়াংলিকাবালি
১৪এলবিনিম্ন সুবনসিরিজিরো৮২,৮৩৯৩,৫০৮২৪
১৫ডব্লিউকেপশ্চিম কামেংবোমডিলা৮৭,০১৩৭,৪২২১২
১৬ডব্লিউএসপশ্চিম সিয়াংআলং১,১২,২৭২৮,৩২৫১৩
১৭পাক্কে কেসাংলেম্মি
১৮পিএপাপুম পারেইউপিয়া১,৭৬,৩৮৫২,৮৭৫৬১
১৯ইকেপূর্ব কামেংসেপ্পা৭৭,৪১৩৪,১৩৪১৯
২০ইএসপূর্ব সিয়াংপাসিঘাট৯৯,০১৯৩,৬০৩২৭
২১এলডিলংডিংলংডিং
২২লেপা-রাদাবাসার
২৩ইএললোহিততেজু১,৪৫,৫৩৮২,৪০২৬১
২৪শি ইয়োমিতাতো
২৫সিয়াংপাঙ্গিন

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (এএন)

# কোড[4] জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এনএউত্তর ও মধ্য আন্দামানমায়াবন্দর১,০৫,৫৩৯৩,২২৭৩২
এসএদক্ষিণ আন্দামানপোর্ট ব্লেয়ার২,৩৭,৫৮৬৩,১৮১৭৫
এনআইনিকোবরকার নিকোবর৩৬,৮১৯১,৮৪১২০

আসাম (এএস)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
ইউডিওদালগুরিওদালগুরি৮,৩২,৭৬৯১,৬৭৬৪৯৭
কেআরকরিমগঞ্জকরিমগঞ্জ১২,১৭,০০২১,৮০৯৬৭৩
সিএকাছাড়শিলচর১৭,৩৬,৩১৯৩,৭৮৬৪৫৯
কেইউকামরূপআমিনগাঁও১৫,১৭,২০২৩,৪৮০৪৩৬
কেএমকামরূপ মহানগরগুয়াহাটি১২,৬০,৪১৯৬২৭২,০১০
কেজিকার্বি আংলংডিফু৯,৬৫,২৮০১০,৪৩৪৯৩
কেজেকোকড়াঝাড়কোকড়াঝাড়৮,৮৬,৯৯৯৩,১২৯২৮৯
জিজিগোলাঘাটগোলাঘাট১০,৫৮,৬৭৪৩,৫০২৩০২
জিপিগোয়ালপাড়াগোয়ালপাড়া১০,০৮,৯৫৯১,৮২৪৫৫৩
১০সিডিচরাইদেউসোনারি
১১সিএইচচিরাংকাজলগাঁও৪,৮১,৮১৮১,৯৭৫২৪৪
১২ডিআইডিব্রুগড়ডিব্রুগড়১৩,২৭,৭৪৮৩,৩৮১৩৯৩
১৩এনসিডিমা হাছাওহাফলং২,১৩,৫২৯৪,৮৮৮৪৪
১৪টিআইতিনসুকিয়াতিনসুকিয়া১৩,১৬,৯৪৮৩,৭৯০৩৪৭
১৫এসএমদক্ষিণ শালমারা-মানকাচরহাটশিঙিমারি
১৬ডিআরদরংমঙ্গলদৈ৯,০৮,০৯০১,৮৪৯৪৯১
১৭ডিইউধুবড়ীধুবড়ী১৯,৪৮,৬৩২২,৮৩৮৬৮৭
১৮ডিএমধেমাজিধেমাজি৬,৮৮,০৭৭৩,২৩৭২১৩
১৯এনএননগাঁওনগাঁও২৮,২৬,০০৬৩,৮৩১৭৩৮
২০এনবিনলবাড়িনলবাড়ি৭,৬৯,৯১৯১,০০৯৭৬৩
২১ডব্লিউকেপশ্চিম কার্বি আংলংহামরেন
২২বিকেবক্সামুছলপুর৯,৫৩,৭৭৩২,০০৮৪৭৫
২৩বিওবঙাইগাঁওবঙাইগাঁও৭,৩২,৬৩৯১,৭২৪৪২৫
২৪বিপিবরপেটাবরপেটা১৬,৯৩,১৯০৪,২৪৫৫২২
২৫বিএসবিশ্বনাথবিশ্বনাথ চারিআলি৫,৮০,০০০১,১০০৫২৭
২৬এমএমরিগাঁওমরিগাঁও৯,৫৭,৮৫৩১,৭০৪৫৬২
২৭এমজেমাজুলী[6]গারামুর১,৬৭,৩০৪১,২৫০১৩৪
২৮জেওযোরহাটযোরহাট১০,৯১,২৯৫২,৮৫১৩৮৩
২৯এলএলখিমপুরউত্তর লখিমপুর১০,৪০,৬৪৪২,২৭৭৪৫৭
৩০এসটিশিবসাগরশিবসাগর১১,৫০,২৫৩২,৬৬৮৪৩১
৩১এসওশোণিতপুরতেজপুর১৯,২৫,৯৭৫৫,৩২৪৩৬২
৩২এইচএহাইলাকান্দিহাইলাকান্দি৬,৫৯,২৬০১,৩২৭৪৯৭
৩৩এইচজেহোজাইহোজাই৩,৪৭,৬২৭

উত্তর প্রদেশ (ইউপি)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এইউঔরিয়াআওরাইয়া১৩,৭২,২৮৭২,০৫১৬৮১
এজিআগ্রাআগ্রা৪৩,৮০,৭৯৩৪,০২৭১,০৮৪
এজেডআজমগড়আজমগড়৪৬,১৬,৫০৯৪,০৫৩১,১৩৯
জেপিআমরোহা (জ্যোতিবা ফুলে নগর)আমরোহা১৮,৩৮,৭৭১২,৩২১৮১৮
সিএসআমেঠি (ছত্রপতি সাহুজি মহারাজ নগর)গৌরীগঞ্জ
এএনআম্বেদকর নগরআকবরপুর২৩,৯৮,৭০৯২,৩৭২১,০২১
এএলআলিগড়আলিগড়৩৬,৭৩,৮৪৯৩,৭৪৭১,০০৭
ইডব্লিউইটাওয়াইটাওয়া১৫,৭৯,১৬০২,২৮৭৬৮৩
ইউএনউন্নাওউন্নাও৩১,১০,৫৯৫৪,৫৬১৬৮২
১০ইটিএটাএটা১৭,৬১,১৫২২,৪৫৬৭১৭
১১এএইচএলাহাবাদএলাহাবাদ৫৯,৫৯,৭৯৮৫,৪৮১১,০৮৭
১২কেজেকনৌজকনৌজ১৬,৫৮,০০৫1,993৭৯২
১৩কেডিকানপুর দেহাত (রামাবাই নগর)আকবরপুর১৭,৯৫,০৯২৩,০২১৫৯৪
১৪কেএনকানপুর নগরকানপুর৪৫,৭২,৯৫১৩,১৫৬১,৪১৫
১৫কেআরকাশগঞ্জ (কাশীরাম নগর)কাসগঞ্জ১৪,৩৮,১৫৬১,৯৫৫৭৩৬
১৬কেইউকুশীনগরপদ্রৌন৩৫,৬০,৮৩০২,৯০৯১,২২৬
১৭কেএসকৌশাম্বীমনঝনপুর১৫,৯৬,৯০৯১,৮৩৭৮৯৭
১৮জিপিগাজীপুরগাজিপুর৩৬,২২,৭২৭৩,৩৭৭১,০৭২
১৯জিজেডগাজিয়াবাদগাজিয়াবাদ৪৬,৬১,৪৫২১,১৭৫৩,৯৬৭
২০জিএনগোন্ডাগোন্ডা৩৪,৩১,৩৮৬৪,৪২৫৮৫৭
২১জিআরগোরক্ষপুরগোরক্ষপুর৪৪,৩৬,২৭৫৩,৩২৫১,৩৩৬
২২জিবিগৌতম বুদ্ধ নগরবৃহত্তর নয়ডা১৬,৭৪,৭১৪১,২৬৯১,২৫২
২৩সিডিচান্দৌলিচান্দৌলি১৯,৫২,৭১৩২,৫৫৪৭৬৮
২৪সিটিচিত্রকূটকারওয়ি৯,৯০,৬২৬৩,২০২৩১৫
২৫জেএলজালৌনওরাই১৬,৭০,৭১৮৪,৫৬৫৩৬৬
২৬জেইউজুনাপুরজুনাপুর৪৪,৭৬,০৭২৪,০৩৮১,১০৮
২৭জেএইচঝাঁসিঝাঁসি২০,০০,৭৫৫৫,০২৪৩৯৮
২৮ডিইদেওরিয়াদেওরিয়া৩০,৯৮,৬৩৭২,৫৩৫১,২২০
২৯পিআইপিলিভিতপিলিভিত২০,৩৭,২২৫৩,৪৯৯৫৬৭
৩০পিআরপ্রতাপগড়প্রতাপগড়৩১,৭৩,৭৫২৩,৭১৭৮৫৪
৩১এফটিফতেহপুরফতেহপুর২৬,৩২,৬৮৪৪,১৫২৬৩৪
৩২এফআরফররুখাবাদফতেহগড়১৮,৮৭,৫৭৭২,২৭৯৮৬৫
৩৩এফআইফিরোজাবাদফিরোজাবাদ২৪,৯৬,৭৬১২,৩৬১১,০৪৪
৩৪এফজেডফৈজাবাদফৈজাবাদ২৪,৬৮,৩৭১২,৭৬৫১,০৫৪
৩৫বিবিবড়বাঁকীবড়বাঁকী৩২,৫৭,৯৮৩৩,৮২৫৭৩৯
৩৬বিডিবদায়ুনবদায়ুন৩৭,১২,৭৩৮৫,১৬৮৭১৮
৩৭বিআরবরেলীবরেলী৪৪,৬৫,৩৪৪৪,১২০১,০৮৪
৩৮বিপিবলরামপুরবলরামপুর২১,৪৯,০৬৬৩,৩৪৯৬৪২
৩৯বিএলবলিয়াবলিয়া৩২,২৩,৬৪২২,৯৮১১,০৮১
৪০বিএসবস্তীবস্তী২৪,৬১,০৫৬২,৬৮৭৯১৬
৪১বিজিবাগপতবাগপত১৩,০২,১৫৬১,৩৪৫৯৮৬
৪২বিএনবান্দাবান্দা১৭,৯৯,৫৪১৪,৪১৩৪০৪
৪৩ভিএবারাণসীবারাণসী৩৬,৮২,১৯৪১,৫৩৫২,৩৯৯
৪৪বিএইচবাহরাইচবাহরাইচ২৩,৮৪,২৩৯৪,৯২৬৪১৫
৪৫বিআইবিজনোরবিজনোর৩৬,৮৩,৮৯৬৪,৫৬১৮০৮
৪৬বিইউবুলন্দশহরবুলন্দশহর৩৪,৯৮,৫০৭৩,৭১৯৭৮৮
৪৭এমপিমইনপুরীমইনপুরী১৮,৪৭,১৯৪২,৭৬০৬৭০
৪৮এমটিমথুরামথুরা২৫,৪১,৮৯৪৩,৩৩৩৭৬১
৪৯এমজিমহারাজগঞ্জমহারাজগঞ্জ২৬,৬৫,২৯২২,৯৫৩৯০৩
৫০এমএইচমহোবামহোবা৮,৭৬,০৫৫২,৮৪৭২৮৮
৫১এমইমিরাটমিরাট৩৪,৪৭,৪০৫২,৫২২১,৩৪২
৫২এমআইমির্জাপুরমির্জাপুর২৪,৯৪,৫৩৩৪,৫২২৫৬১
৫৩এমইউমুজাফফরনগরমুজাফফরনগর৪১,৩৮,৬০৫৪,০০৮১,০৩৩
৫৪এমওমোরাদাবাদমোরাদাবাদ৪৭,৭৩,১৩৮৩,৭১৮১,২৮৪
৫৫এমবিমৌমৌ২২,০৫,১৭০১,৭১৩১,২৮৭
৫৬আরএরামপুররামপুর২৩,৩৫,৩৯৮২,৩৬৭৯৮৭
৫৭আরবিরায়বেরেলীরায়বেরেলী৩৪,০৪,০০৪৪,৬০৯৭৩৯
৫৮এলইউলক্ষ্ণৌলক্ষ্ণৌ৪৫,৮৮,৪৫৫২,৫২৮১,৮১৫
৫৯এলকেলখিমপুর খেরিলখিমপুর৪০,১৩,৬৩৪৭,৬৭৪৫২৩
৬০এলএললিতপুরললিতপুর১২,১৮,০০২৫,০৩৯২৪২
৬১এসএইচশামলীশামলী১২,৭৪,৮১৫১,০৬৩১,২০০
৬২এসজেশাহজাহানপুরশাহজাহানপুর৩০,০২,৩৭৬৪,৫৭৫৬৭৩
৬৩এসভিশ্রাবস্তীশ্রাবস্তী১১,১৪,৬১৫১,৯৪৮৫৭২
৬৪এসকেসন্ত কবির নগরখলিলাবাদ১৭,১৪,৩০০১,৪৪২১,০১৪
৬৫এসআরসন্ত রবিদাস নগরজ্ঞানপুর১৫,৫৪,২০৩৯৬০১,৫৩১
৬৬এসএমসম্ভল (ভীমনগর)সম্ভল২২,১৭,০২০
৬৭এসএসাহারনপুরসাহারনপুর৩৪,৬৪,২২৮৩,৬৮৯৯৩৯
৬৮এসএনসিদ্ধার্থনগরনওগড়২৫,৫৩,৫২৬২,৭৫১৮৮২
৬৯এসআইসীতাপুরসীতাপুর৪৪,৭৪,৪৪৬৫,৭৪৩৭৭৯
৭০এসইউসুলতানপুরসুলতানপুর৩৭,৯০,৯২২৪,৪৩৬৮৫৫
৭১এসওসোনভদ্ররবার্টসগঞ্জ১৮,৬২,৬১২৬,৭৮৮২৭৪
৭২এইচআরহরদইহরদই৪০,৯১,৩৮০৫,৯৮৬৬৮৩
৭৩এইচটিহাথরস (মহামায়ানগর)হাথরস১৫,৬৫,৬৭৮১,৭৫২৮৫১
৭৪পিএনহাপুর (পঞ্চশীল নগর)হাপুর১৪,৫১,৯৮৩৬৬০২,২০০
৭৫এইচএমহামিরপুরহামিরপুর১১,০৪,০২১৪,৩২৫২৬৮

উত্তরাখণ্ড (ইউকে)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এএলআলমোরাআলমোরা৬,২১,৯২৭৩,০৯০১৯৮
ইউটিউত্তরকাশীউত্তরকাশী৩,২৯,৬৮৬৭,৯৫১৪১
ইউএসউধম সিং নগররুদ্রপুর১৬,৪৮,৩৬৭২,৯১২৬৪৮
সিপিচম্পাবতচম্পাবত২,৫৯,৩১৫১,৭৮১১৪৭
সিএলচামোলিচামোলি গোপেশ্বর৩,৯১,১১৪৭,৬৯২৪৯
টিজিতেহরি গড়ওয়ালনতুন তেহরি৬,১৬,৪০৯৪,০৮৫১৬৯
ডিডিদেরাদুনদেরাদুন১৬,৯৮,৫৬০৩,০৮৮৫৫০
এনএনৈনিতালনৈনিতাল৯,৫৫,১২৮৩,৮৫৩২২৫
পিআইপিথোরাগড়পিথোরাগড়৪,৮৫,৯৯৩৭,১১০৬৯
১০পিজিপৌড়ী গড়ওয়ালপৌড়ী৬,৮৬,৫২৭৫,৪৩৮১২৯
১১বিএবাগেশ্বরবাগেশ্বর২,৫৯,৮৪০২,৩১০১১৬
১২আরপিরুদ্রপ্রয়াগরুদ্রপ্রয়াগ২,৩৬,৮৫৭১,৮৯৬১১৯
১৩এইচএহরিদ্বারহরিদ্বার১৯,২৭,০২৯২,৩৬০৮১৭

ওড়িশা (ওডি)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এএনঅনুগুলঅনুগুল১২,৭১,৭০৩৬,৩৪৭১৯৯
সিইউকটককটক২৬,১৮,৭০৮৩,৯১৫৬৬৬
কেএনকন্ধমালফুলবাণী৭,৩১,৯৫২৬,০০৪৯১
কেএলকালাহান্ডিভবানিপাটনা১৫,৭৩,০৫৪৮,১৯৭১৯৯
কেজেকেন্দুঝরকেন্দুঝর১৮,০২,৭৭৭৮,৩৩৬২১৭
কেপিকেন্দ্রাপড়াকেন্দ্রাপড়া১৪,৩৯,৮৯১২,৫৪৬৫৪৫
কেওকোরাপুটকোরাপুট১৩,৭৬,৯৩৪৮,৫৩৪১৫৬
কেএইচখোর্দ্ধাখোর্দ্ধা২২,৪৬,৩৪১২,৮৮৮৭৯৯
জিপিগজপতিপারলাখেমুন্দি৫,৭৫,৮৮০৩,০৫৬১৩৩
১০জিএনগঞ্জামছত্রপুর৩৫,২০,১৫১৮,০৩৩৪২৯
১১জেএসজগৎসিংহপুরজগৎসিংহপুর১১,৩৬,৬০৪১,৭৫৯৬৮১
১২জেএইচঝারসুগুড়াঝারসুগুড়া৫,৭৯,৪৯৯২,২০২২৭৪
১৩ডিএইচঢেঙ্কানালঢেঙ্কানাল১১,৯২,৯৪৮৪,৫৯৭২৬৮
১৪ডিইদেবগড়দেবগড়৩,১২,১৬৪২,৭৮১১০৬
১৫এনবিনবরঙ্গপুরনবরঙ্গপুর১২,১৮,৭৬২৫,১৩৫২৩০
১৬এনওয়াইনয়াগড়নয়াগড়৯,৬২,২১৫৩,৯৫৪২৪৭
১৭এনইউনুয়াপাড়ানুয়াপাড়া৬,০৬,৪৯০৩,৪০৮১৫৭
১৮পিইউপুরীপুরী১৬,৯৭,৯৮৩৩,০৫৫৪৮৮
১৯বিএলবলাঙ্গিরবলাঙ্গির১৬,৪৮,৫৭৪৬,৫৫২২৫১
২০বিআরবারগড়বারগড়১৪,৭৮,৮৩৩৫,৮৩২২৫৩
২১বিডব্লিউবালেশ্বরবালেশ্বর২৩,১৭,৪১৯৩,৭০৬৬০৯
২২বিডিবৌধবৌধগড়৪,৩৯,৯১৭৪,২৮৯১৪২
২৩বিএইচভদ্রকভদ্রক১৫,০৬,৫২২২,৭৮৮৬০১
২৪এমওয়াইময়ুরভঞ্জবারিপদা২৫,১৩,৮৯৫১০,৪১৮২৪১
২৫এমএলমালকানগিরিমালকানগিরি৬,১২,৭২৭৬,১১৫১০৬
২৬জেপিযাজপুরযাজপুর১৮,২৬,২৭৫২,৮৮৫৬৩০
২৭আরএরায়গড়ারায়গড়া৯,৬১,৯৫৯৭,৫৮৫১৩৬
২৮এসএসম্বলপুরসম্বলপুর১০,৪৪,৪১০৬,৭০২১৫৮
২৯এসইউসুন্দরগড়সুন্দরগড়২০,৮০,৬৬৪৯,৯৪২২১৪
৩০এসওসুবর্ণপুর (সোনপুর)সুবর্ণপুর৬,৫২,১০৭২,২৮৪২৭৯

কর্ণাটক (কেএ)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১২)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
ওয়াইজিযাদগিরিইয়াদগির১১,৭২,৯৮৫৫,২২৫২২৪
ইউকেউত্তর কন্নড়কারওয়ার১৩,৫৩,২৯৯১০,২৯১১৩২
ইউডিউদুপিউদুপি১১,৭৭,৯০৮৩,৮৭৯৩০৪
কেডিকোড়াগুমাদিকেরী৫,৫৪,৭৬২৪,১০২১৩৫
কেপিকোপ্পালকোপ্পাল১৩,৯১,২৯২৫,৫৬৫২৫০
কেএলকোলারকোলার১৫,৪০,২৩১৪,০১২৩৮৪
জিএগদাগগদাগ-বেতিগেরি১০,৬৫,২৩৫৪,৬৫১২২৯
জিইউগুলবার্গাগুলবার্গা২৫,৬৪,৮৯২১০,৯৯০২৩৩
সিজেচামরাজনগরচামরাজনগর১০,২০,৯৬২৫,১০২২০০
১০সিকেচিকবল্লাপুরচিক বল্লাপুর১২,৫৪,৩৭৭৪,২০৮২৯৮
১১সিকেচিকমাগালুরচিকমাগালুর১১,৩৭,৭৫৩৭,২০১১৫৮
১২সিটিচিত্রদুর্গচিত্রদুর্গ১৬,৬০,৩৭৮৮,৪৩৭১৯৭
১৩টিইউতুমকুরতুমকুর২৬,৮১,৪৪৯১০,৫৯৮২৫৩
১৪ডিকেদক্ষিণ কন্নড়ম্যাঙ্গালোর২০,৮৩,৬২৫৪,৫৫৯৪৫৭
১৫ডিএদাওয়ানগরেদাওয়ানগরে১৯,৪৬,৯০৫৫,৯২৬৩২৯
১৬ডিএইচধারবাড়ধারবাড়১৮,৪৬,৯৯৩৪,২৬৫৪৩৪
১৭বিকেবাগলকোটবাগলকোট১৮,৯০,৮২৬৬,৫৮৩২৮৮
১৮বিজেবিজয়পুরবিজাপুর২১,৭৫,১০২১০,৫১৭২০৭
১৯বিডিবিদরবিদর১৭,০০,০১৮৫,৪৪৮৩১২
২০বিআরবেঙ্গালুরু গ্রামীণবেঙ্গালুরু৯,৮৭,২৫৭২,২৩৯৪৪১
২১বিএনবেঙ্গালুরু নগরবেঙ্গালুরু৯৫,৮৮,৯১০২,১৯০৪,৩৭৮
২২বিজিবেলগাভিবেলগাম৪৭,৭৮,৪৩৯১৩,৪১৫৩৫৬
২৩বিএলবেল্লারীবেল্লারী২৫,৩২,৩৮৩৮,৪৩৯৩০০
২৪এমওয়াইমহীশূরমহীশূর২৯,৯৪,৭৪৪৬,৮৫৪৪৩৭
২৫এমএমান্দায়ামান্দায়া১৮,০৮,৬৮০৪,৯৬১৩৬৫
২৬আরএরাইচুররাইচুর১৯,২৪,৭৭৩৬,৮৩৯২২৮
২৭আরএমরামনগরমরামনগরম১০,৮২,৭৩৯৩,৫৭৩৩০৩
২৮এসএইচশিমোগাশিমোগা১৭,৫৫,৫১২৮,৪৯৫২০৭
২৯এইচভিহাবেরীহাবেরী১৫,৯৮,৫০৬৪,৮২৫৩৩১
৩০এইচএসহাসানহাসান১৭,৭৬,২২১৬,৮১৪২৬১

কেরালা (কেএল)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এএলআলেপ্পুঝাআলেপ্পি২১,২১,৯৪৩১,৪১৪১,৫০১
আইডিইদুক্কিপাইনাভু১১,০৭,৪৫৩৪,৪৭৯২৫৪
ইআরএর্নাকুলামকাক্কানাদ৩২,৭৯,৮৬০২,৯৫১১,০৬৯
ডব্লিউএওয়্যানাড়কালপেট্টা৮,১৬,৫৫৮২,১৩১৩৮৩
কেএনকন্নুরকন্নুর২৫,২৫,৬৩৭২,৯৬৬৮৫২
কেজেডকালিকটকালিকট৩০,৮৯,৫৪৩২,৩৪৫১,৩১৮
কেএসকাসারগড়কাসারগড়১৩,০২,৬০০১,৯৯২৬৫৪
কেটিকোট্টায়মকোট্টায়ম১৯,৭৯,৩৮৪২,২০৩৮৯৬
কেএলকোল্লামকোল্লাম২৬,২৯,৭০৩২,৪৯৮১,০৫৬
১০টিভিতিরুবনন্তপুরমতিরুবনন্তপুরম৩৩,০৭,২৮৪২,১৯২১,৫০৯
১১টিএসত্রিশূরত্রিশূর৩১,১০,৩২৭৩,০৩২১,০২৬
১২পিটিপত্তনমতিট্টাপত্তনমতিট্টা১১,৯৫,৫৩৭২,৪৬২৪৫৩
১৩পিএলপালক্কাড়পালক্কাড়২৮,১০,৮৯২৪,৪৮০৬২৭
১৪এমএমালাপ্পুরমমালাপ্পুরম৪১,১০,৯৫৬৩,৫৫০১,০৫৮

গুজরাত (জিজে)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এএনআনন্দআনন্দ২০,৯০,২৭৬২,৯৪২৭১১
এএমআমরেলীআমরেলী১৫,১৩,৬১৪৬,৭৬০২০৫
এআরআরাবল্লীমোদাসা১০,৫১,৭৪৬৩,২১৭৩২৭
এএইহআহমেদাবাদআহমেদাবাদ৭২,০৮,২০০৮,৭০৭৮৯০
কেএকচ্ছভূজ২০,৯০,৩১৩৪৫,৬৫২৪৬
কেএইচখেড়ানাদিয়াদ২২,৯৮,৯৩৪৪,২১৫৫৪১
জিএগান্ধীনগরগান্ধীনগর১৩,৮৭,৪৭৮৬৪৯৬৬০
গির সোমনাথবেরাবল১,২১৭,৪৭৭৩,৭৫৪৩২৪
জেএজামনগরজামনগর২১,৫৯,১৩০১৪,১২৫১৫৩
১০জেইউজুনাগড়জুনাগড়২৭,৪২,২৯১৮,৮৩৯৩১০
১১ছোট উদয়পুরছোট উদয়পুর১০,৭১,৮৩১৩,২৩৭৩৩১
১২ডিজিডাংআহওয়া২,২৬,৭৬৯১,৭৬৪১২৯
১৩টিএতাপীবিয়ারা৮,০৬,৪৮৯৩,৪৩৫২৪৯
১৪ডিএদাহোদদাহোদ২১,২৬,৫৫৮৩,৬৪২৫৮২
১৫দেবভূমি দ্বারকাখামভালিয়া৭৫২,৪৮৪৫,৬৮৪১৩২
১৬এনভিনবসারীনবসারী১৩,৩০,৭১১২,২১১৬০২
১৭এনআরনর্মদারাজপিপলা৫,৯০,৩৭৯৩,৭৪৯২১৪
১৮পিএমপাঁচমহলগোধরা২৩,৮৮,২৬৭৫,২১৯৪৫৮
১৯পিএপাটনপাটন১৩,৪২,৭৪৬৫,৭৩৮২৩৪
২০পিওপোরবন্দরপোরবন্দর৫,৮৬,০৬২২,২৯৪২৫৫
২১ভিডিবড়োদরাবড়োদরা৩৬,৩৯,৭৭৫৭,৭৯৪৪৬৭
২২বিকেবনস্কণ্ঠপালনপুর৩১,১৬,০৪৫১২,৭০৩২৯০
২৩ভিএলবলসাদবলসার১৭,০৩,০৬৮৩,০৩৪৫৬১
২৪বোটাদবোটাদ৬,৫৬,০০৫২,৫৬৪২৫৬
২৫বিআরভরুচভরুচ১৫,৫০,৮২২৬,৫২৪২৩৮
২৬বিভিভাবনগরভাবনগর২৮,৭৭,৯৬১১১,১৫৫২৮৮
২৭এমএইচমহীসাগরলুনাওয়াদা৯,৯৪,৬২৪২,৫০০৩৯৮
২৮এমএমহেসানামহেসানা২০,২৭,৭২৭৪,৩৮৬৪৬২
২৯মোরবীমোরবী৯,৬০,৩২৯৪,৮৭১১৯৭
৩০আরএরাজকোটরাজকোট৩১,৫৭,৬৭৬১১,২০৩২৮২
৩১এসকেসবরকণ্ঠহিম্মতনগর২৪,২৭,৩৪৬৭,৩৯০৩২৮
৩২এসটিসুরাটসুরাট৪৯,৯৬,৩৯১৪,৩২৭৬৫৩
৩৩এসএনসুরেন্দ্রনগরসুরেন্দ্রনগর দুধরেজ১৭,৫৫,৮৭৩১০,৪৮৯১৬৭

গোয়া (জিএ)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এনজিউত্তর গোয়াপানাজি৮,১৭,৭১৬১,৭৩৬৪৭১
এসজিদক্ষিণ গোয়ামারগাও৬,৩৯,৯৬২১,৯৬৬৩২৬

চণ্ডীগড় (সিএইচ)

কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
সিএইচচণ্ডীগড়চণ্ডীগড়১০,৫৪,৬৮৬১১৪৯,২৫২

ছত্তিশগড় (সিজি)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
কেকেকাঙ্কেরকাঙ্কের৭,৪৮,৫৯৩৬,৫১৩১১৫
কেডব্লিউকবীরধাম (পূর্বনাম কাওয়ারধা)কাওয়ার্ধা৫,৮৪,৬৬৭৪,২৩৭১৯৫
কেজেকরিয়াবৈকুণ্ঠপুর৬,৫৯,০৩৯৬,৫৭৮১০০
কোন্দাগাঁওকোন্দাগাঁও
কেবিকোরবাকোরবা১২,০৬,৫৬৩৬,৬১৫১৮৩
গরিয়াবন্দগরিয়াবন্দ
জেসিজাঞ্জগির-চাম্পাজাঞ্জগির১৬,২০,৬৩২৩,৮৪৮৪২১
ডিএদান্তেওয়াড়াদান্তেওয়াড়া৫,৩৩,৬৩৮৩,৪১১৫৯
ডিইউদুর্গদুর্গ৩৩,৪৩,০৭৯৮,৫৪২৩৯১
১০ডিএইচধামতরিধামতরি৭,৯৯,১৯৯২,০২৯৩৯৪
১১এনআরনারায়ণপুরনারায়ণপুর১,৪০,২০৬৬,৬৪০২০
১২বলরামপুরবলরামপুর৫,৯৮,৮৫৫৩,৮০৬১৫৭
১৩বিএবস্তারজগদলপুর১৩,০২,২৫৩৪,০৩০৮৭
১৪বালোদবালোদ৮,২৬,১৬৫৩,৫২৭২৩৪
১৫বালোদা বাজারবালোদা বাজার
১৬বিজেবীজাপুরবিজাপুর২,২৯,৮৩২৬,৫৬২৩৫
১৭বিআইবিলাসপুরবিলাসপুর১৯,৬১,৯২২৫,৮১৮৩৩৭
১৮বেমেতারাবেমেতারা১,৯৭,০৩৫২,৮৫৫৬৯
১৯এমএমহাসমুন্দমহাসমুন্দ১০,৩২,২৭৫৪,৭৭৯২১৬
২০মুঙ্গেলিমুঙ্গেলি
২১জেএজশপুরজশপুর নগর৮,৫২,০৪৩৫,৮২৫১৪৬
২২আরএনরাজনন্দগাঁওরাজনন্দগাঁও১৫,৩৭,৫২০৮,০৬২১৯১
২৩আরজিরায়গড়রায়গড়১৪,৯৩,৬২৭৭,০৬৮২১১
২৪আরপিরায়পুররায়পুর৪০,৬২,১৬০১৩,০৮৩৩১০
২৫এসজেসরগুজাঅম্বিকাপুর৪,২০,৬৬১৩,২৬৫১৫০
২৬এসকেসুকমাসুকমা২,৪৯,০০০৫,৬৩৬৪৯
২৭এসজেসুরজপুরসুরজপুর৬৬০,২৮০৬,৭৮৭১৫০

জম্মু ও কাশ্মীর (জেকে)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এএনঅনন্তনাগঅনন্তনাগ১,০৭০,১৪৪২,৮৫৩৩৭৫
ইউডিউধমপুরউধমপুর৫,৫৫,৩৫৭৪,৫৫০২১১
কেটিকাঠুয়াকাঠুয়া৬,১৫,৭১১২,৬৫১২৩২
কেআরকার্গিলকার্গিল১,৪৩,৩৮৮১৪,০৩৬১০
কেডব্লিউকিশতবারকিশতবার২,৩০,৬৯৬৭,৭৩৭৩০
কেইউকুপওয়াড়াকুপওয়াড়া৮,৭৫,৫৬৪২,৩৭৯৩৬৮
কেজিকুলগামকুলগাম৪,২২,৭৮৬৪৫৭৯২৫
জিবিগান্দরবলগান্দরবল২৯৭,০০৩২৫৮১,১৫১
জেএজম্মুজম্মু১,৫২৬,৪০৬৩,০৯৭৫৯৬
১০ডিওডোডাডোডা৪০৯,৫৭৬১১,৬৯১৭৯
১১পিওপুঞ্ছপুঞ্ছ৪,৭৬,৮২০১,৬৭৪২৮৫
১২পিইউপুলওয়ামাপুলওয়ামা৫,৭০,০৬০১,৩৯৮৫৯৮
১৩বিডিবড়গাঁওবড়গাঁও৭৩৫,৭৫৩১,৪০৬৫৩৭
১৪বিপিআরবান্ডীপুরবান্ডীপুর৩৮৫,০৯৯৩,০১০১২৮
১৫বিআরবারামুল্লাবারামুল্লা১,০১৫,৫০৩৩,৩২৯৩০৫
১৬আরএরাজৌরীরাজৌরী৬,১৯,২৬৬২,৬৩০২৩৫
১৭আরবিরামবনরামবন২,৮৩,৩১৩১,৩৩০২১৩
১৮আরএসরিয়াসীরিয়াসী৩,১৪,৭১৪১,৭১০১৮৪
১৯এলইলেহলেহ১,৪৭,১০৪৪৫,১১০
২০এসএইচশোপিয়ানশুপিয়ান২,৬৫,৯৬০৩১২৮৫২
২১এসআরশ্রীনগরশ্রীনগর১২,৬৯,৭৫১২,২২৮৭০৩
২২এসবিসাম্বাসাম্বা৩,১৮,৬১১৯১৩৩১৮

ঝাড়খণ্ড (জেএইচ)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
কেওকোডারমাকোডারমা৭,১৭,১৬৯১,৩১২৪২৭
কেএইচখুঁটিখুঁটি৫,৩০,২৯৯২,৪৬৭২১৫
জিএগাড়োয়াগাড়োয়া১৩,২২,৩৮৭৪,০৬৪৩২৭
জিআইগিরিডিগিরিডি২৪,৪৫,২০৩৪,৮৮৭৪৯৭
জিইউগুমলাগুমলা১০,২৫,৬৫৬৫,৩২৭১৯৩
জিওগোড্ডাগোড্ডা১৩,১১,৩৮২২,১১০৬২২
সিএইচছত্রছত্র১০,৪২,৩০৪৩,৭০০২৭৫
জেএজামতাড়াজামতাড়া৭,৯০,২০৭১,৮০২৪৩৯
ডিইউদুমকাদুমকা১৩,২১,০৯৬৪,৪০৪৩০০
১০ডিইদেওঘরদেওঘর১৪,৯১,৮৭৯২,৪৭৯৬০২
১১ডিএইচধানবাদধানবাদ২৬,৮২,৬৬২২,০৭৫১,২৮৪
১২ডব্লিউএসপশ্চিম সিংভূমচাইবাসা১৫,০১,৬১৯৭,১৮৬২০৯
১৩পিকেপাকুড়পাকুড়৮,৯৯,২০০১,৮০৫৪৯৮
১৪পিএলপালামৌমেদিনীনগর১৯,৩৬,৩১৯৫,০৮২৩৮১
১৫ইএসপূর্ব সিংভূমজামশেদপুর২২,৯১,০৩২৩,৫৩৩৬৪৮
১৬বিওবোকারোবোকারো২০,৬১,৯১৮২,৮৬১৭১৬
১৭আরএরাঁচিরাঁচি২৯,১২,০২২৭,৯৭৪৫৫৭
১৮আরএমরামগড়রামগড়৯,৪৯,১৫৯১,২১২৬৮৪
১৯এলএলাতেহারলাতেহার৭,২৫,৬৭৩৩,৬৩০২০০
২০এলওলোহারদাগালোহারদাগা৪,৬১,৭৩৮১,৪৯৪৩১০
২১এসকেসরাইকেল্লা খরসোয়াসরাইকেল্লা১০,৬৩,৪৫৮২,৭২৫৩৯০
২২এসএসাহেবগঞ্জসাহেবগঞ্জ১১,৫০,০৩৮১,৫৯৯৭১৯
২৩এসআইসিমডেগাসিমডেগা৫,৯৯,৮১৩৩,৭৫০১৬০
২৪এইচএহাজারিবাগহাজারিবাগ১৭,৩৪,০০৫৪,৩০২৪০৩

তামিলনাড়ু (টিএন)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এওয়াইআরিয়ালুরআরিয়ালুর৭,৫২,৪৮১৩,২০৮৩৮৭
ইআরইরোডইরোড২২,৫৯,৬০৮৫,৭১৪৩৯৭
কেকেকন্যাকুমারীনাগেরকোয়িল২৮,৬৩,১৭৮১,৬৮৫১,১০৬
কেএকরুরকরুর১০,৭৬,৫৮৮২,৯০১৩৭১
কেসিকাঞ্চিপুরামকাঞ্চিপুরাম৩৯,৯০,৮৯৭৪,৪৩৩৯২৭
কেএলকাল্লাকুরিচিকাল্লাকুরিচি
সিইউকুদ্দালোরকুদ্দালোর২৬,০০,৮৮০৩,৯৯৯৭০২
কেআরকৃষ্ণগিরিকৃষ্ণগিরি১৮,৮৩,৭৩১৫,০৮৬৩৭০
সিওকোয়েম্বাটুরকোয়েম্বাটুর৩৪,৭২,৫৭৮৭,৪৬৯৭৪৮
১০সিএইচচেন্নাইচেন্নাই৪৬,৮১,০৮৭১৭৪২৬,৯০৩
১১টিজেতাঞ্জাবুরতাঞ্জাবুর২৪,০২,৭৮১৩,৩৯৭৬৯১
১২টিসিতিরুচিরাপল্লীতিরুচিরাপল্লী২৭,১৩,৮৫৮৪,৪০৭৬০২
১৩টিআইতিরুনেলভেলিতিরুনেলভেলি৩০,৭২,৮৮০৬,৭০৩৪৫৮
১৪টিপিতিরুপুরতিরুপুর২৪,৭১,২২২৫,১০৬৪৭৬
১৫টিভিতিরুবনমলইতিরুবনমলই২৪,৬৮,৯৬৫৬,১৯১৩৯৯
১৬টিআরতিরুভারুরতিরুভারুর১২,৬৮,০৯৪২,৩৭৭৫৩৩
১৭টিএলতিরুভাল্লুরতিরুভাল্লুর৩৭,২৫,৬৯৭৩,৪২৪১,০৪৯
১৮টিকেতুতিকোরিনতুতিকোরিন১৭,৩৮,৩৭৬৪,৫৯৪৩৭৮
১৯টিএইচথেনিথেনি১২,৪৩,৬৮৪৩,০৬৬৪৩৩
২০ডিআইদিন্দিগুলদিন্দিগুল২১,৬১,৩৬৭৬,০৫৮৩৫৭
২১ডিএইচধর্মপুরীধর্মপুরী১৫,০২,৯০০৪,৫৩২৩৩২
২২এনজিনাগপট্টনমনাগপট্টনম১৬,১৪,০৬৯২,৭১৬৬৬৮
২৩এনএমনামক্কলনামক্কল১৭,২১,১৭৯৩,৪২৯৫০৬
২৪এনআইনীলগিরিউটি৭,৩৫,০৭১২,৫৪৯২৮৮
২৫পিইউপুডুক্কোত্তাইপুডুক্কোত্তাই১৯,১৮,৭২৫৪,৬৫১৩৪৮
২৬পিইপেরাম্বালুরপেরাম্বালুর৫,৬৪,৫১১১,৭৫২৩২৩
২৭ভিআরবিরুধুনগরবিরুধুনগর১৯,৪৩,৩০৯৩,৪৪৬৪৫৪
২৮ভিএলভিলুপ্পুরামভিলুপ্পুরাম৩৪,৬৩,২৮৪৭,১৯০৪৬২
২৯ভিইভেলোরভেলোর৩৯,২৮,১০৬৬,০৭৭৬৪৬
৩০এমএমাদুরাইমাদুরাই৩৯,৯১,০৩৮৩,৬৭৬৮২৩
৩১আরএরামনাথপুরামরামনাথপুরাম১৩,৩৭,৫৬০৪,১২৩৩২০
৩২এসআইশিবগঙ্গাশিবগঙ্গা১৩,৪১,২৫০৪,০৮৬৩২৪
৩৩এসএসালেমসালেম৩৪,৮০,০০৮৫,২৪৫৬৬৩

তেলেঙ্গানা (টিএস)

# কোড[4] জেলা[5] জেলা সদর জনসংখ্যা (২০১১) আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এডিআদিলাবাদআদিলাবাদ৭,০৮,৯৫২৪,১৮৫.৯৭১৭১
ওয়ানাপর্তিওয়ানাপর্তি৭,৫১,৫৫৩২,৯৩৮.০০২৬৮
ওয়ারাঙ্গাল গ্রামীণগিসুগোনদা৭,১৬,৪৫৭২,১৭৫.৫০৩৩০
ডব্লিউএলওয়ারাঙ্গাল শহরওয়ারাঙ্গাল১১,৩৫,৭০৭১,৩০৪.৫০৮২৬
কেএকরিমনগরকরিমনগর১০,১৬,০৬৩২,৩৭৯.০৭৪৭৩
কামারেড্ডিকামারেড্ডি৯,৭২,৬২৫৩,৬৫১.০০২৬৬
কোমারাম ভীম আসিফাবাদআসিফাবাদ৫,১৫,৮৩৫৪,৩০০.১৬১০৬
কেএইচখাম্মামখাম্মাম১৪,০১,৬৩৯৪,৪৫৩.০০৩২১
জগিতিয়ালজগিতিয়াল৯,৮৩,৪১৪৩,০৪৩.২৩৪০৭
১০জনগাঁওজনগাঁও৫,৮২,৪৫৭২,১৮৭.৫০২৫৯
১১জয়শংকর ভূপালপল্লীভূপালপল্লী৭,১২,২৫৭৬,৩৬১.৭০১১৫
১২জোগুলাম্বা গদওয়ালগদওয়াল৬,৬৪,৯৭১২,৯২৮.০০২০৮
১৩নগরকুর্নুলনগরকুর্নুল৮,৯৩,৩০৮৬,৫৪৫.০০১২৪
১৪এনএনলগোন্ডানলগোন্ডা১৬,৩১,৩৯৯২,৪৪৯.৭৯২২৭
১৫নারায়ণপেটনারায়ণপেট
১৬এনআইনিজামাবাদনিজামাবাদ১৫,৩৪,৪২৮৪,১৫৩.০০৩৬৬
১৭নির্মলনির্মল৭,০৯,৪১৫৩,৫৬২.৫১১৮৫
১৮পেদ্দাপল্লীপেদ্দাপল্লী৭,৯৫,৩৩২৪,৬১৪.৭৪৩৫৬
১৯বিকারাবাদবিকারাবাদ৮,৮১,২৫০৩,৩৮৫.০০২৭৪
২০ভদ্রাদ্রী কোঠাগুড়মকোঠাগুড়ম১৩,০৪,৮১১৮,৯৫১.০০১৪৩
২১মাঞ্চেরিয়ালমাঞ্চেরিয়াল৮,০৭,০৩৭৪,০৫৬.৩৬২০১
২২এমএমাহবুবনগরমাহবুবনগর১৩,১৮,১১০৪,০৩৭.০০২৮১
২৩মাহবুবাবাদমাহবুবাবাদ৭,৭০,১৭০২,৮৭৬.৭০২৬৯
২৪মুলুগুমুলুগু৬৬,৮৫১১০২.২৬৫০
২৫এমইমেদকমেদক৭,৬৭,৪২৮২,৭৪০.৮৯২৭৫
২৬মেদচল-মলকাজগিরিশামীরপেট২৫,৪২,২০৩৫,০০৫.৯৮২,২৫১
২৭যদাদ্রী ভুবনগিরিভুবনগিরি৭,২৬,৪৬৫৩,০৯১.৪৮২৩৯
২৮আরএরাঙ্গা রেড্ডিশামসাবাদ২৫,৫১,৭৩১১,০৩৮.০০৪৮৬
২৯রাজন্না সিরসিল্লাসিরসিল্লা৫,৪৬,১২১২,০৩০.৮৯২৭৩
৩০সাঙ্গারেড্ডিসাঙ্গারেড্ডি১,৫২৭,৬২৮৪,৪৬৪.৮৭৩৪৭
৩১সিদ্দিপেটসিদ্দিপেট৯,৯৩,৩৭৬৩,৪২৫.১৯২৭৯
৩২সূর্যপেটসূর্যপেট১০,৯৯,৫৬০৩,৩৭৪.৪৭৩০৫
৩৩এইচওয়াইহায়দ্রাবাদহায়দ্রাবাদ৩৪,৪১,৯৯২৪,৩২৫.২৯১৮,১৭২

ত্রিপুরা (টিআর)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এনটিউত্তর ত্রিপুরাধর্মনগর৪,১৫,৯৪৬১,৪৪৪.৫২৮৮
ইউকেঊনকোটিকৈলাশহর২,৭৭,৩৩৫৫৯১.৯৩৪৬৯
কেএইচখোয়াইখোয়াই৩,২৭,৩৯১১,০০৫.৬৭৩২৬
জিএমগোমতীউদয়পুর৪,৩৬,৮৬৮১,৫২২.৮২৮৭
এসটিদক্ষিণ ত্রিপুরাবেলোনিয়া৪,৩৩,৭৩৭১,৫৩৪.২২৮৩
ডিএইচধলাইআম্বাসা৩,৭৭,৯৮৮২,৪০০১৫৭
ডব্লিউটিপশ্চিম ত্রিপুরাআগরতলা৯,১৭,৫৩৪৯৪২.৫৫৯৭৩
এসপিসিপাহীজলাবিশ্রামগঞ্জ৪,৮৪,২৩৩১,০৪৪.৭৮৪৬৩

দমন ও দিউ (ডিডি)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
ডিএদমনদমন১,৯০,৮৫৫৭২২,৬৫১
ডিআইদিউদিউ৫২,০৫৬৪০১,৩০১

দাদরা ও নগর হাভেলি (ডিএন)

কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
ডিএনদাদরা ও নগর হাভেলিসিলবাস্সা৩,৪২,৮৫৩৭০৪৬৯৮

দিল্লী (ডিএল)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এনও উত্তর দিল্লি সদর বাজার ৮,৮৩,৪১৮ ৫৯ ১৪,৯৭৩
এনডব্লিউ উত্তর পশ্চিম দিল্লি কানঝাওয়ালা ৩৬,৫১,২৬১ ১৩০ ৮,২৯৮
এনই উত্তর পূর্ব দিল্লি শাহদরা ২২,৪০,৭৪৯ ৫২ ৩৭,৩৪৬
এসডি দক্ষিণ দিল্লি সাকেত ২৭,৩৩,৭৫২ ২৫০ ১০,৯৩৫
এসডব্লিউ দক্ষিণ পশ্চিম দিল্লি বসন্ত বিহার ২২,৯২,৩৬৩ ৩৯৫ ৫,৪৪৫
দক্ষিণ পূর্ব দিল্লি ডিফেন্স কলোনি
এনডি নয়াদিল্লি কনট প্লেস ১,৩৩,৭১৩ ২২ ৩,৮২০
এসডব্লিউ পশ্চিম দিল্লি রাজৌরি গার্ডেন ২৫,৩১,৫৮৩ ১১২ ১৯,৬২৫
ইডি পূর্ব দিল্লি প্রীত বিহার ১৭,০৭,৭২৫ ৪৪০ ২৬,৬৮৩
১০ সিডি মধ্য দিল্লি দরিয়াগঞ্জ ৫,৭৮,৬৭১ ২৫ ২৩,১৪৯
১১ শাহদরা শাহদরা

নাগাল্যান্ড (এনএল)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
ডব্লিউওওখাওখা১৬৬,২৩৯১,৬২৮১২০
কেআইকিফিরেকিফায়ার৭৪,০৩৩১,২৫৫৬৬
কেওকোহিমাকোহিমা২৭০,০৬৩১,০৪১২১৩
জেডইউজুনহেবটোজুনহেবোটো১৪১,০১৪১,২৫৫১১২
ডিআইডিমাপুরডিমাপুর৩৭৯,৭৬৯৯২৬৪১০
টিইউটুয়েনসাংতুয়েনসাং৪১৪,৮০১৪,২২৮৯৮
নোকলাকনোকলাক৫৯,৩০০১,১৫২
পিইপেরেনপেরেন১৬৩,২৯৪২,৩০০৫৫
পিএইচফেকফেক১৬৩,২৯৪২,০২৬৮১
১০এমকেমোককচাংমোককচুং১৯৩,১৭১১,৬১৫১২০
১১এমএনমনমোন২৫৯,৬০৪১,৭৮৬১৪৫
১২এলওলংলেংলংলেং৫০,৫৯৩৮৮৫৮৯

পশ্চিমবঙ্গ (ডব্লিউবি)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এডিআলিপুরদুয়ারআলিপুরদুয়ার১৭,০০,০০০৩,৩৮৩৪০০
পিএনউত্তর ২৪ পরগনাবারাসাত১,০০,৮২,৮৫২৪,০৯৪২,৪৬৩
ইউডিউত্তর দিনাজপুররায়গঞ্জ৩০,০০,৮৪৯৩,১৮০৯৫৬
কেওকলকাতাকলকাতা৪৪,৮৬,৬৭৯২০৬.০৮২৪,২৫২
কেএকালিম্পংকালিম্পং২৫১,৬৪২১,০৫৪২৩৯
কেবিকোচবিহারকোচবিহার২৮,২২,৭৮০৩,৩৮৭৮৩৩
জেএজলপাইগুড়িজলপাইগুড়ি৩৮,৬৯,৬৭৫৬,২২৭৬২১
জেএইচঝাড়গ্রামঝাড়গ্রাম১১,৩৬,৫৪৮৩,০৩৮৩৭০
পিএসদক্ষিণ ২৪ পরগনাআলিপুর৮১,৫৩,১৭৬৯,৯৬০৮১৯
১০ডিডিদক্ষিণ দিনাজপুরবালুরঘাট১৬,৭০,৯৩১২,১৮৩৭৫৩
১১ডিএদার্জিলিংদার্জিলিং১৮,৪২,০৩৪৩,১৪৯৫৮৫
১২এনএনদীয়াকৃষ্ণনগর৫১,৬৮,৪৮৮৩,৯২৭১,৩১৬
১৩বিআরপশ্চিম বর্ধমানআসানসোল২৮,৮২,০৩১১,৬০৩১,১০০
১৪পিএমপশ্চিম মেদিনীপুরমেদিনীপুর৫০,৯৪,২৩৮৯,৩৪৫১,০৭৬
১৫পিইউপুরুলিয়াপুরুলিয়া২৯,২৭,৯৬৫৬,২৫৯৪৬৮
১৬বিআরপূর্ব বর্ধমানবর্ধমান৪৮,৩৫,৫৩২৫,৪৩৩৮৯০
১৭পিআরপূর্ব মেদিনীপুরতমলুক৪৪,১৭,৩৭৭৪,৭৩৬৯২৩
১৮বিএনবাঁকুড়াবাঁকুড়া৩৫,৯৬,২৯২৬,৮৮২৫২৩
১৯বিআইবীরভূমসিউড়ি৩৫,০২,৩৮৭৪,৫৪৫৭৭১
২০এমএমালদাইংরেজ বাজার৩৯,৯৭,৯৭০৩,৭৩৩১,০৭১
২১এমএসডিমুর্শিদাবাদবহরমপুর৭১,০২,৪৩০৫,৩২৪১,৩৩৪
২২এইচআরহাওড়াহাওড়া৪৮,৪১,৬৩৮১,৪৬৭৩,৩০০
২৩এইচজিহুগলিহুগলি-চুঁচুড়া৫৫,২০,৩৮৯৩,১৪৯১,৭৫৩

পাঞ্জাব (পিবি)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এএমঅমৃতসরঅমৃতসর২৪,৯০,৮৯১২,৬৭৩৯৩২
কেএকাপুরথালাকাপুরথালা৮,১৭,৬৬৮১,৬৪৬৫০১
জিইউগুরুদাসপুরগুরুদাসপুর২২,৯৯,০২৬৩,৫৪২৬৪৯
জেএজলন্ধরজলন্ধর২১,৮১,৭৫৩২,৬২৫৮৩১
টিটিতরন তারনতরন তারন সাহিব১১,২০,০৭০২,৪১৪৪৬৪
পিএপাতিয়ালাপাটিয়ালা২৮,৯২,২৮২৩,১৭৫৫৯৬
পিএপাঠানকোটপাঠানকোট১৯,৯৮,৪৬৪৯২৯৩৯৮
এফটিফতেহগড় সাহিবফতেহগড় সাহিব৫,৯৯,৮১৪১,১৮০৫০৮
এফআরফরিদকোটফরিদকোট৬,১৮,০০৮১,৪৭২৪২৪
১০এফএফাজিলকাফাজিলকা-
১১এফআইফিরোজপুরফিরোজপুর২০,২৬,৮৩১৫,৩৩৪৩৮০
১২বিএনএলবার্নালাবার্নালা৫,৯৬,২৯৪১,৪২৩৪১৯
১৩বিএভাতিন্দাভাতিন্দা১৩,৮৮,৮৫৯৩,৩৫৫৪১৪
১৪এমএমানসামানসা৭,৬৮,৮০৮২,১৭৪৩৫০
১৫এমওমোগামোগা৯,৯২,২৮৯২,২৩৫৪৪৪
১৬আরইউরূপনগররূপনগর৬,৮৩,৩৪৯১,৪০০৪৮৮
১৭এলইউলুধিয়ানালুধিয়ানা৩৪,৮৭,৮৮২৩,৭৪৪৯৭৫
১৮পিবিশহীদ ভগত সিং নগরনওয়ানশাহর৬,১৪,৩৬২১,২৮৩৪৭৯
১৯এমইউশ্রীমুক্তসর সাহিবশ্রীমুক্তসর সাহিব৯,০২,৭০২২,৫৯৬৩৪৮
২০এসএসানগ্রুরসানগ্রুর১৬,৫৪,৪০৮৩,৬৮৫৪৪৯
২১এসএএসসাহিবজাদা অজিৎ সিং নগরসাহিবজাদা অজিৎ সিং নগর৯,৮৬,১৪৭১,১৮৮৮৩০
২২এইচওহোশিয়ারপুরহোশিয়ারপুর১৫,৮২,৭৯৩৩,৩৯৭৪৬৬

পুদুচেরি (পিওয়াই)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
কেএকরাইকালকরাইকাল২,০০,৩১৪১৬০১,২৫২
পিওপুদুচেরিপন্ডিচেরি৯,৪৬,৬০০২৯৩৩,২৩১
এমএমাহেমাহে৪১,৯৩৪৪,৬৫৯
ওয়াইএযনমযনম৫৫,৬১৬১৭৩,২৭২

বিহার (বিআর)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এআরঅররিয়াআরারিয়া৩৮,০৬,২০০২,৮২৯৯৯২
এআরঅরোয়ালঅরোয়াল৭,০০,৮৪৩৬৩৮১,০৯৮
এইউআওরঙ্গাবাদআওরঙ্গাবাদ২৫,১১,২৪৩৩,৩০৩৭৬০
কেটিকাটিহারকাটিহার৩০,৬৮,১৪৯৩,০৫৬১,০০৪
কেআইকিশানগঞ্জকিষণগঞ্জ১৬,৯০,৯৪৮১,৮৮৪৮৯৮
কেএমকৈমুরভাবুওয়া১৬,২৬,৯০০৩,৩৬৩৪৮৮
কেএইচখগড়িয়াখগড়িয়া১৬,৫৭,৫৯৯১,৪৮৯১,১১৫
জিএগয়াগয়া৪৩,৭৯,৩৮৩৪,৯৭৮৮৮০
জিওগোপালগঞ্জগোপালগঞ্জ২৫,৫৮,০৩৭২,০৩৩১,২৫৮
১০জেএজামুইজমুই১৭,৫৬,০৭৮৩,০৯৯৫৬৭
১১জেইজাহানাবাদজেহানাবাদ১১,২৪,১৭৬১,৫৬৯১,২০৬
১২ডিএদারভাঙ্গাদারভাঙ্গা৩৯,২১,৯৭১২,২৭৮১,৭২১
১৩এনডব্লিউনওয়াদানওয়াদা২২,১৬,৬৫৩২,৪৯২৮৮৯
১৪এনএলনালন্দাবিহার শরিফ২৮,৭২,৫২৩২,৩৫৪১,২২০
১৫ডব্লিউসিপশ্চিম চম্পারণবেতিয়া৩৯,৩৫,০৪২৫,২২৯৭৫৩
১৬পিএপাটনাপাটনা৫৭,৭২,৮০৪৩,২০২১,৮০৩
১৭পিইউপূর্ণিয়াপূর্ণিয়া৩২,৭৩,১২৭৩,২২৮১,০১৪
১৮ইসিপূর্ব চম্পারণমোতিহারী৫০,৮২,৮৬৮৩,৯৬৯১,২৮১
১৯বিইউবক্সারবক্সার১৭,০৭,৬৪৩১,৬২৪১,০০৩
২০বিএবাঁকাবাঁকা২০,২৯,৩৩৯৪,০১৮৬৭২
২১বিইবেগুসরাইবেগুসারাই২৯,৫৪,৩৬৭১,৯১৭১,৫৪০
২২ভিএবৈশালীহাজিপুর৩৪,৯৫,০২১২,০৩৬১,৭১৭
২৩বিজিভাগলপুরভাগলপুর৩০,৩২,২২৬২,৫৬৯১,১৮০
২৪বিজেভোজপুরআররাহ২৭,২০,১৫৫২,৪৭৩১,১৩৬
২৫এমবিমধুবনীমধুবনি৪৪,৭৬,০৪৪৩,৫০১১,২৭৯
২৬এমপিমাধেপুরামাধেপুরা১৯,৯৪,৬১৮১,৭৮৭১,১১৬
২৭এমজিমুঙ্গেরমুঙ্গের১৩,৫৯,০৫৪১,৪১৯৯৫৮
২৮এমজেডমুজাফফরপুরমুজাফফরপুর৪৭,৭৮,৬১০৩,১৭৩১,৫০৬
২৯আরওরোহতাসসাসারাম২৯,৬২,৫৯৩৩,৮৫০৭৬৩
৩০এলএলখিসরাইলখীসরাই১০,০০,৭১৭২,২২৯৮১৫
৩১এসপিশেখপুরাশেখপুরা৬,৩৪,৯২৭৬৮৯৯২২
৩২এসওশিওহরশিওহর৬,৫৬,৯১৬৪৪৩১,৮৮২
৩৩এসএমসমস্তিপুরসমস্তিপুর৪,২৫৪,৭৮২২,৯০৫১,৪৬৫
৩৪এসএইচসহর্সাসহর্সা১৮,৯৭,১০২১,৭০২১,১২৫
৩৫এসআরসারনছাপরা৩৯,৪৩,০৯৮২,৬৪১১,৪৯৩
৩৬এসডব্লিউসিওয়ানসিওয়ান৩৩,১৮,১৭৬২,২১৯১,৪৯৫
৩৭এসটিসীতামঢ়ীদুমরা৩৪,১৯,৬২২২,১৯৯১,৪৯১
৩৮এসইউসুপৌলসুপৌল২২,২৮,৩৯৭২,৪১০৯১৯

মধ্যপ্রদেশ (এমপি)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এপিঅনুপপুরঅনুপপুর৭,৪৯,৫২১৩,৭৪৭২০০
এএসঅশোকনগরঅশোকনগর৮,৪৪,৯৭৯৪,৬৭৪১৮১
এজিআগর মাল্বাআগর২,৭৮৫
এএলআলিরাজপুরআলিরাজপুর৭,২৮,৬৭৭৩,১৮২২২৯
আইএনইন্দোরইন্দোর৩২,৭২,৩৩৫৩,৮৯৮৮৩৯
ইউজেউজ্জয়িনীউজ্জয়িনী১৯,৮৬,৮৬৪৬,০৯১৩৫৬
ইউএমউমারিয়াউমারিয়া৬,৪৩,৫৭৯৪,০৬২১৫৮
কেএকাতনিকাতনি১২,৯১,৬৮৪৪,৯৪৭২৬১
ডব্লিউএনখরগোন (পশ্চিম নিমার)খরগোন১৮,৭২,৪১৩৮,০১০২৩৩
১০ইএনখাণ্ডব (পূর্ব নিমার)খাণ্ডব১৩,০৯,৪৪৩৭,৩৪৯১৭৮
১১জিইউগুনাগুনা১২,৪০,৯৩৮৬,৪৮৫১৯৪
১২জিডব্লিউগোয়ালিয়রগোয়ালিয়র২০,৩০,৫৪৩৫,৪৬৫৪৪৫
১৩সিটিছত্তরপুরছত্তরপুর১৭,৬২,৮৫৭৮,৬৮৭২০৩
১৪সিএনছিন্দওয়ারাছিন্দওয়ারা২০,৯০,৩০৬১১,৮১৫১৭৭
১৫জেএজবলপুরজবলপুর২৪,৬০,৭১৪৫,২১০৪৭২
১৬জেএইচঝাবুওয়াঝাবুওয়া১০,২৪,০৯১৬,৭৮২২৮৫
১৭টিআইতিকমগড়তিকমগড়১৪,৪৪,৯২০৫,০৫৫২৮৬
১৮ডিটিদাতিয়াদাতিয়া৭,৮৬,৩৭৫২,৬৯৪২৯২
১৯ডিএমদামোহদামোহ১২,৬৩,৭০৩৭,৩০৬১৭৩
২০ডিআইদিন্দোরীদিন্দোরী৭,০৪,২১৮৭,৪২৭৯৪
২১ডিইদেওয়াসদেওয়াস১৫,৬৩,১০৭৭,০২০২২৩
২২ডিএইচধরধর২১,৮৪,৬৭২৮,১৫৩২৬৮
২৩এনএনরসিংপুরনরসিংহপুর১০,৯২,১৪১৫,১৩৩২১৩
২৪-নিওয়ারিনিওয়ারি
২৫এনইনীমুচনীমুচ৮,২৫,৯৫৮৪,২৬৭১৯৪
২৬পিএপান্নাপান্না১০,১৬,০২৮৭,১৩৫১৪২
২৭বিআরবারওয়ানিবারওয়ানি১৩,৮৫,৬৫৯৫,৪৩২২৫৬
২৮বিএলবালাঘাটবালাঘাট১৭,০১,১৫৬৯,২২৯১৮৪
২৯ভিআইবিদিশাবিদিশা১৪,৫৮,২১২৭,৩৬২১৯৮
৩০বিইউবুরহানপুরবুরহানপুর৭,৫৬,৯৯৩৩,৪২৭২২১
৩১বিইবেতুলবেতুল১৫,৭৫,২৪৭১০,০৪৩১৫৭
৩২বিডিভিন্দভিন্দ১৭,০৩,৫৬২৪,৪৫৯৩৮২
৩৩বিপিভোপালভোপাল২৩,৬৮,১৪৫২,৭৭২৮৫৪
৩৪এমএলমন্ডলামন্ডলা১০,৫৩,৫২২৫,৮০৫১৮২
৩৫এমএসমান্দসৌরমান্দসৌর১৩,৩৯,৮৩২৫,৫৩০২৪২
৩৬এমওমোরেনামোরেনা১৯,৬৫,১৩৭৪,৯৯১৩৯৪
৩৭আরএলরতলমরতলম১৪,৫৪,৪৮৩৪,৮৬১২৯৯
৩৮আরজিরাজগড়রাজগড়১৫,৪৬,৫৪১৬,১৪৩২৫১
৩৯আরএসরায়সেনরায়সেন১৩,৩১,৬৯৯৮,৪৬৬১৫৭
৪০আরইরেওয়ারেওয়া২৩,৬৩,৭৪৪৬,৩১৪৩৭৪
৪১এসজেশাজাপুরশাজাপুর১৫,১২,৩৫৩৬,১৯৬২৪৪
৪২এসএইচশাহদোলশাহদোল১০,৬৪,৯৮৯৬,২০৫১৭২
৪৩এসভিশিবপুরিশিবপুরি১৭,২৫,৮১৮১০,২৯০১৬৮
৪৪এসপিশেওপুরশেওপুর৬,৮৭,৯৫২৬,৫৮৫১০৪
৪৫এসজিসগরসগর২৩,৭৮,২৯৫১০,২৫২২৭২
৪৬এসটিসাতনাসাতনা২২,২৮,৬১৯৭,৫০২২৯৭
৪৭এসএনসিংরোলিওয়াইধান১১,৭৮,১৩২৫,৬৭২২০৮
৪৮এসআইসিধিসিধি১১,২৬,৫১৫১০,৫২০২৩২
৪৯এসওসেওনিসেওনি১৩,৭৮,৮৭৬৮,৭৫৮১৫৭
৫০এসআরসেহোরসেহোর১৩,১১,০০৮৬,৫৭৮১৯৯
৫১এইচএহরদাহরদা৫,৭০,৩০২৩,৩৩৯১৭১
৫২এইচওহোশঙ্গাবাদহোশঙ্গাবাদ১২,৪০,৯৭৫৬,৬৯৮১৮৫

মণিপুর (এমএন)

# কোড জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[7] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)
ডব্লিউআইইম্ফল পশ্চিমলামফেলপাত৫,১৪,৬৮৩৫১৯৮৪৭
ইআইইম্ফল পূর্বপরমপাত৪,৫২,৬৬১৭১০৫৫৫
ইউকেউখরুলউখরুল১,৮৩,১১৫৪,৫৪৭৩১
কেএকেকাকচিংকাকচিং
-কামজংকামজং
কেপিআইকাংপোকপিক্যাংপোকপি
সিডিচান্দেলচান্দেল১,৪৪,০২৮৩,৩১৭৩৭
সিসিচূড়াচাঁদপুরচূড়াচাঁদপুর২,৭১,২৭৪৪,৫৭৪৫০
-জিরিবামজিরিবাম
১০টিএতামেংলংতামেংলং১,৪০,১৪৩৪,৩৯১২৫
১১-তেংনৌপালতেংনৌপাল
১২টিএইচথৌবালথৌবাল৪,২০,৫১৭৫১৪৭১৩
১৩-নোনিনোনি (লংমাই)
১৪পিজেডফেরজলফেরজোল
১৫বিআইবিষ্ণুপুরবিষ্ণুপুর২,৪০,৩৬৩৪৯৬৪১৫
১৬এসইসেনাপতিসেনাপতি৩,৫৪,৭৭২৩,২৬৯১১৬

মহারাষ্ট্র (এমএইচ)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এএমঅমরাবতীঅমরাবতী২৮,৮৭,৮২৬১২,২৩৫২৩৭
এইউআওরঙ্গাবাদআওরঙ্গাবাদ৩৬,৯৫,৯২৮১০,১০৭৩৬৫
একেআকোলাঅকোলা১৮,১৮,৬১৭৫,৪২৯৩২১
এএইচআহমেদনগরআহমেদনগর৪৫,৪৩,০৮৩১৭,০৪৮২৬৬
ডব্লিউআরওয়ার্ধাওয়ারধা১২,৯৬,১৫৭৬,৩০৯২০৫
ডব্লিউএসওয়াশিমওয়াসিম১১,৯৬,৭১৪৫,১৫৫২৪৪
ওএসওসমানাবাদওসমানাবাদ১৬,৬০,৩১১৭,৫৬৯২১৯
কেওকোল্হাপুরকোলহাপুর৩৮,৭৪,০১৫৭,৬৮৫৫০৪
জিএগড়চিরোলিগড়চিরোলি১০,৭১,৭৯৫১৪,৪১২৭৪
১০জিওগোণ্ডিয়াগোণ্ডিয়া১৩,২২,৩৩১৫,৪৩১২৫৩
১১সিএইচচন্দ্রপুরচন্দ্রপুর২১,৯৪,২৬২১১,৪৪৩১৯২
১২জেজিজলগাঁওজলগাঁও৪২,২৪,৪৪২১১,৭৬৫৩৫৯
১৩জেএনজালনাজালনা১৯,৫৮,৪৮৩৭,৭১৮২৫৫
১৪টিএইচথানেথানে১,১০,৬০,১৪৮৯,৫৫৮১,১৫৭
১৫ডিএইচধুলেধুলে২০,৪৮,৭৮১৮,০৯৫২৮৫
১৬এনবিনন্দুরবারনন্দুরবার১৬,৪৬,১৭৭৫,০৫৫১৭৬
১৭এনজিনাগপুরনাগপুর৪৬,৫৩,১৭১৯,৮৯২৪৭০
১৮এনডিনান্দেড়নান্দেড়৩৩,৫৬,৫৬৬১০,৫২৮৩১৯
১৯এনএসনাশিকনাশিক৬১,০৯,০৫২১৫,৫৩৯৩৯৩
২০পিএপরভানিপরভানি১৮,৩৫,৯৮২৬,৫১১২৯৫
২১-পালঘরপালঘর---
২২পিইউপুনেপুনে৯৪,২৬,৯৫৯১৫,৬৪৩৬০৩
২৩বিআইবীডবীড২৫,৮৫,৯৬২১০,৬৯৩২৪২
২৪বিইউবুলদানাবুলদানা২৫,৮৮,০৩৯৯,৬৬১২৬৮
২৫বিএইচভান্ডারাভান্দ্রা১১,৯৮,৮১০৩,৮৯০২৯৩
২৬এমইউমুম্বাই উপনগরীবান্দ্রা (পূর্ব)৯৩,৩২,৪৮১৩৬৯২০,৯২৫
২৭এমসিমুম্বাই শহর৩১,৪৫,৯৬৬৬৯২০,০৩৮
২৮ওয়াইএযাবৎমলযাবৎমল২৭,৭৫,৪৫৭১৩,৫৮২২০৪
২৯আরটিরত্নগিরিরত্নগিরি১৬,১২,৬৭২৮,২০৮১৯৬
৩০আরজিরায়গড়আলিবাগ২৬,৩৫,৩৯৪৭,১৫২৩৬৮
৩১এলএলাতুরলাতুর২৪,৫৫,৫৪৩৭,১৫৭৩৪৩
৩২এসএনসাংলিসাংলি২৮,২০,৫৭৫৮,৫৭২৩২৯
৩৩এসটিসাতারাসাতারা৩০,০৩,৯২২১০,৪৭৫২৮৭
৩৪এসআইসিন্ধুদুর্গওরস৮,৪৮,৮৬৮৫,২০৭১৬৩
৩৫এসওসোলাপুরসোলাপুর৪৩,১৫,৫২৭১৪,৮৯৫২৯০
৩৬এইচআইহিঙ্গোলিহিঙ্গোলি১১,৭৮,৯৭৩৪,৫২৬২৪৪

মিজোরাম (এমজেড)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এআইআইজলআইজল৪,০৪,০৫৪৩,৫৭৭১১৩
কেওকোলাসিবকোলাসিব৮৩,০৫৪১,৩৮৬৬০
সিএইচচাম্ফাইচাম্ফাই১,২৫,৩৭০৩,১৬৮৩৯
এমএমামিতমামিত৮৫,৭৫৭২,৯৬৭২৮
এলএলংৎলাইলংৎলাই১,১৭,৪৪৪২,৫১৯৪৬
এলইউলুংলেইলুংলেই১,৫৪,০৯৪৪,৫৭২৩৪
এসএসাইহাসাইহা৫৬,৩৬৬১,৪১৪৪০
এসইসেরছিপসেরছিপ৬৪,৮৭৫১,৪২৪৪৬
এলইউখজলখজল
১০এসএসাইতুয়ালসাইতুয়াল
১১এসইহাঁথিয়ালহাঁথিয়াল

মেঘালয় (এমএল)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
উত্তর গারো পাহাড়রেসুবেলপাড়া১,১৮,৩২৫১,১১৩
এসজিদক্ষিণ গারো পাহাড়বাঘমারা১,৪২,৫৭৪১,৮৫০৭৭
দক্ষিণ পশ্চিম খাসি পাহাড়মাউকিরওয়াট১,১০,১৫২১,৩৪১
দক্ষিণ পশ্চিম গারো পাহাড়আমপাতি
ডব্লিউকেপশ্চিম খাসি পাহাড়নংস্তৈন৩,৮৫,৬০১৫,২৪৭৭৩
ডব্লিউজিপশ্চিম গারো পাহাড়তুরা৬,৪২,৯২৩৩,৭১৪১৭৩
ডব্লিউজেপশ্চিম জৈন্তিয়া পাহাড়জোয়াই২,৭০,৩৫২১,৬৯৩
ইকেপূর্ব খাসি পাহাড়শিলং৮,২৪,০৫৯২,৭৫২২৯২
ইজিপূর্ব গারো পাহাড়উইলিয়ামনগর৩,১৭,৬১৮২,৬০৩১২১
১০পূর্ব জৈন্তিয়া পাহাড়খলিহরিয়াত১,২২,৪৩৬২,১১৫
১১আরবিরি ভোইনংপো২৫৮,৩৮০২,৩৭৮১০৯

রাজস্থান (আরজে)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এজেআজমিরআজমির২৫,৮৪,৯১৩৮,৪৮১৩০৫
এএলআলোয়ারআলোয়ার৩৬,৭১,৯৯৯৮,৩৮০৪৩৮
ইউডিউদয়পুরউদয়পুর৩০,৬৭,৫৪৯১৩,৪৩০২৪২
কেএকারৌলিকারৌলি১৪,৫৮,৪৫৯৫,৫৩০২৬৪
কেওকোটাকোটা১৯,৫০,৪৯১৫,৪৪৬৩৭৪
সিটিচিতোরগড়চিতোরগড়১৫,৪৪,৩৯২১০,৮৫৬১৯৩
সিআরচুরুচুরু২০,৪১,১৭২১৬,৮৩০১৪৮
জেপিজয়পুরজয়পুর৬৬,৬৩,৯৭১১১,১৫২৫৯৮
জেএসজয়সালমেরজয়সালমের৬,৭২,০০৮৩৮,৪০১১৭
১০জেএলজালোরজালোর১৮,৩০,১৫১১০,৬৪০১৭২
১১জেডব্লিউঝালাওয়াড়ঝালাওয়াড়১৪,১১,৩২৭৬,২১৯২২৭
১২জেজেঝুনঝুনুঝুনঝুনু২১,৩৯,৬৫৮৫,৯২৮৩৬১
১৩টিওটঙ্কটঙ্ক১৪,২১,৭১১৭,১৯৪১৯৮
১৪ডিইউদুঙ্গারপুরদুঙ্গারপুর১৩,৮৮,৯০৬৩,৭৭১৩৬৮
১৫ডিএদৌসাদৌসা১৬,৩৭,২২৬৩,৪২৯৪৭৬
১৬ডিএইচঢোলপুরধোলপুর১২,০৭,২৯৩৩,০৮৪৩৯৮
১৭এনএনাগৌরনাগৌর৩৩,০৯,২৩৪১৭,৭১৮১৮৭
১৮পিজিপ্রতাপগড়প্রতাপগড়৮,৬৮,২৩১৪,১১২২১১
১৯পিএপালিপালি২০,৩৮,৫৩৩১২,৩৮৭১৬৫
২০বিএমবাড়মেরবাড়মের২৬,০৪,৪৫৩২৮,৩৮৭৯২
২১বিএনবান্সওয়ারাবান্সওয়ারা১৭,৯৮,১৯৪৫,০৩৭৩৯৯
২২বিআরবারানবারান১২,২৩,৯২১৬,৯৫৫১৭৫
২৩বিআইবিকানেরবিকানের২৩,৬৭,৭৪৫২৭,২৪৪৭৮
২৪বিইউবুন্দিবুন্দি১১,১৩,৭২৫৫,৫৫০১৯৩
২৫বিপিভরতপুরভরতপুর২৫,৪৯,১২১৫,০৬৬৫০৩
২৬বিডব্লিউভিলওয়ারাভিলওয়ারা২৪,১০,৪৫৯১০,৪৫৫২৩০
২৭জেওযোধপুরযোধপুর৩৬,৮৫,৬৮১২২,৮৫০১৬১
২৮আরএরাজসমন্দরাজসমন্দ১১,৫৮,২৮৩৩,৮৫৩৩০২
২৯এসএমসওয়াই মাধোপুরসওয়াই মাধোপুর১৩,৩৮,১১৪৪,৫০০২৫৭
৩০এসআরসিরোহীসিরোহী১০,৩৭,১৮৫৫,১৩৬২০২
৩১এসকেসীকরসীকর২৬,৭৭,৭৩৭৭,৭৩২৩৪৬
৩২জিএশ্রীগঙ্গানগরশ্রীগঙ্গানগর১৯,৬৯,৫২০১০,৯৯০১৭৯
৩৩এইচএহনুমানগড়হনুমানগড়১৭,৭৯,৬৫০৯,৬৭০১৮৪

লাক্ষা দ্বীপ (এলডি)

কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এলডিলাক্ষা দ্বীপকাবারাত্তি৬৪,৪২৯৩২২,০১৩

সিক্কিম (এসকে)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এনএসউত্তর সিক্কিমমাঙান৪৩,৩৫৪৪,২২৬১০
এসএসদক্ষিণ সিক্কিমনামচি১৪৬,৭৪২৭৫০১৯৬
ডব্লিউএসপশ্চিম সিক্কিমগ্যালশিং১৩৬,২৯৯১,১৬৬১১৭
ইএসপূর্ব সিক্কিমগ্যাংটক২৮১,২৯৩৯৫৪২৯৫

হরিয়ানা (এইচআর)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
এএমআম্বালাআম্বালা১১,৩৬,৭৮৪১,৫৬৯৭২২
কেটিকাইথালকাইথাল১০,৭২,৮৬১২,৭৯৯৪৬৭
কেআরকার্নালকার্নাল১৫,০৬,৩২৩২,৪৭১৫৯৮
কেইউকুরুক্ষেত্রকুরুক্ষেত্র৯,৬৪,২৩১১,৫৩০৬৩০
জিইউগুরুগ্রামগুরুগ্রাম১৫,১৪,০৮৫২,৭৬০১,২৪১
চারখি দাদরিচারখি দাদরি
জেআইজিন্দজিন্দ১৩,৩২,০৪২২,৭০২৪৩৮
জেএইচঝজ্জরঝজ্জর৯,৫৬,৯০৭১,৮৬৮৫২২
এমডব্লিউনুহনুহ১০,৮৯,৪০৬১,৭৬৫৭২৯
১০পিকেপঞ্চকুলাপঞ্চকুলা৫,৫৮,৮৯০৮১৬৬২২
১১পিপিপানিপথপানিপথ১২,০২,৮১১১,২৫০৯৪৯
১২পিডব্লিউপালওয়ালপালওয়াল১০,৪০,৪৯৩১,৩৬৭৭৬১
১৩এফটিফতেহাবাদফতেহাবাদ৯,৪১,৫৩২২,৫৩৮৩৭১
১৪এফআরফরিদাবাদফরিদাবাদ১৭,৯৮,৯৫৪৭৮৩২,২৯৮
১৫বিএইচভিওয়ানিভিওয়ানি১৬,২৯,১০৯৫,১৪০৩৪১
১৬এমএমহেন্দ্রগড়নারনাউল৯,২১,৬৮০১,৯০০৪৮৫
১৭ওয়াইএনযমুনানগরযমুনানগর১২,১৪,১৬২১,৭৫৬৬৮৭
১৮আরইরেওয়ারীরেওয়ারী৮,৯৬,১২৯১,৫৫৯৫৬২
১৯আরওরোহতকরোহতক১০,৫৮,৬৮৩১,৬৬৮৬০৭
২০এসআইসিরসাসিরসা১২,৯৫,১১৪৪,২৭৬৩০৩
২১এসএনপিসোনিপাতসোনিপাত১৪,৮০,০৮০২,২৬০৬৯৭
২২এইচআইহিসারহিসার১৭,৪২,৮১৫৩,৭৮৮৪৯৩

হিমাচল প্রদেশ (এইচপি)

# কোড[4] জেলা জেলা সদর জনসংখ্যা (২০১১)[5] আয়তন (কিমি) ঘনত্ব (/কিমি)[5]
ইউএনএউনাউনা৫,২১,০৫৭১,৫৪০৩২৮
কেএকাংড়াধর্মশালা১,৫০৭,২২৩৫,৭৩৯২৬৩
কেআইকিন্নররিকং পেও৮৪,২৯৮৬,৪০১১৩
কেইউকুল্লুকুলু৪৩৭,৪৭৪৫,৫০৩৭৯
সিএইচচম্বাচম্বা৫১৮,৮৪৪৬,৫২৮৮০
বিআইবিলাসপুরবিলাসপুর৩৮২,০৫৬১,১৬৭৩২৭
এমএমান্ডীমান্ডী৯৯৯,৫১৮৩,৯৫০২৫৩
এলএসলাহুল ও স্পিতিকিলাং৩১,৫২৮১৩,৮৩৫
এসএইচশিমলাশিমলা৮১৩,৩৮৪৫,১৩১১৫৯
১০এসআইসিরমোরনাহান৫৩০,১৬৪২,৮২৫১৮৮
১১এসওসোলানসোলান৫৭৬,৬৭০১,৯৩৬২৯৮
১২এইচএহামিরপুরহামিরপুর৪৫৪,২৯৩১,১১৮৪০৬

তথ্যসূত্র

  1. "Districts|Government of India Web Directory"www.goidirectory.gov.in (ইংরেজি ভাষায়)। ১৫ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৮
  2. "Provisional Population Totals: Nunber of Administrative Units" (পিডিএফ)। Census of India 2011। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৮
  3. "List of states with Population, Sex Ratio and Literacy Census 2011"। 2011 Census of India। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৩
  4. "NIC Policy on format of e-mail Address: Appendix (2): Districts Abbreviations as per ISO 3166–2" (পিডিএফ)Ministry Of Communications and Information Technology, Government of India। ১৮ আগস্ট ২০০৪। পৃষ্ঠা ৫-১০। ১১ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০০৮
  5. "Indian Districts by Population, Growth Rate, Sex Ratio 2011 Census"। 2011 census of India। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১২
  6. Majuli, District (৮ সেপ্টেম্বর ২০১৬)। "World's largest river island, Majuli, becomes India's first island district"এফপি ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৬
  7. "Ranking of Districts by Population Size, 2001 and 2011" (XLS)। The Registrar General & Census Commissioner, India, New Delhi-110011। ২০১০–২০১১। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.