ভারতীয় সাধারণ নির্বাচনের তালিকা
ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার সদস্যেরা ভারতের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটের ভিত্তিতে। তাঁরা তাঁদের নিজ নিজ লোকসভা কেন্দ্র থেকে একাধিক প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভের পর লোকসভার সদস্যপদ লাভ করেন। নাগরিকেরা শুধু তাঁদের নিজস্ব লোকসভা কেন্দ্রেই ভোট দিতে পারেন। লোকসভা নির্বাচনে বিজয়ী প্রার্থীদের বলা হয় "সাংসদ"। তাঁদের পদের মেয়াদ পাঁচ বছর বা যতক্ষণ না প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রীসভার পরামর্শক্রমে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দেন ততদিন। নতুন দিল্লির সংসদ ভবনের লোকসভা কক্ষে এই সভার সদস্যরা মিলিত হন এবং ভারতের সকল নাগরিকের জন্য নতুন আইন প্রণয়ন, আইন অবলুপ্তি বা প্রচলিত আইনের উন্নতিসাধনের বিষয়গুলি আলোচনা করেন। লোকসভার ৫৪৩ জন সদস্যকে নির্বাচিত করার জন্য প্রতি পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন আয়োজিত হয়।[1]
লোকসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৫১–৫২ সালে।[2][3][4]
ভারতের সাধারণ নির্বাচনের তালিকা
আরও দেখুন
- ভারতে নির্বাচন
- ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের তালিকা
- ভারতীয় উপরাষ্ট্রপতি নির্বাচনের তালিকা
- রাজ্যসভা নির্বাচনের তালিকা
- ভারতীয় রাজ্য বিধানসভা নির্বাচনের তালিকা
- ভারত সরকার
- ভারতের সংসদ
- লোকসভা
- সংসদ সদস্য, লোকসভা
তথ্যসূত্র
- "Terms of the Houses"। Election Commission of India। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২০।
- "Lok Sabha Results 1951-52"। Election Commission of India। ১৭ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৪।
- "Statistical Report on Lok Sabha Elections 1951-52" (পিডিএফ)। Election Commission of India। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৪।
- "Lok Sabha Elections Stats Summary 1951-52" (পিডিএফ)। Election Commission of India। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৪।