ভারতীয় বায়ু সেনা একাডেমী
ভারতীয় বিমান বাহিনী বিদ্যায়তন ইংরেজিতে যেটি এয়ার ফোর্স একাডেমী ডুন্ডিগাল নামে পরিচিত এবং এই নামেই এই বিদ্যায়তনটি সর্বাধিক পরিচিত হচ্ছে ভারতের বিমান বাহিনীর জন্য কমিশন্ড অফিসার গড়ে তোলার প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্র।[1]
বিমান বাহিনী বিদ্যায়তন | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||||||
বিমানবন্দরের ধরন | সামরিক | ||||||||||||||
পরিচালক | ভারতীয় | ||||||||||||||
অবস্থান | ডুন্ডিগাল, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা প্রদেশ | ||||||||||||||
এএমএসএল উচ্চতা | ২০১৩ ফুট / ৬১৪ মিটার | ||||||||||||||
স্থানাঙ্ক | ১৭°৩৭′৩৮″ উত্তর ০৭৮°২৪′১২″ পূর্ব | ||||||||||||||
রানওয়ে | |||||||||||||||
| |||||||||||||||
Campus covers 7,000 acres |
এই প্রশিক্ষণ কেন্দ্রটি ১৯৬৯ সালে বানানো হয় এবং ১৯৭১ সাল থেকে এর কার্যক্রম শুরু হয়। হায়দ্রাবাদ এবং সেকান্দারাবাদ শহর থেকে প্রায় ২৫ কিমি দূরে এর অবস্থান এবং ৭০০০ একর ভূমি নিয়ে গঠিত। ভারতীয় বিমান বাহিনীর বৈমানিক সহ সকল শাখার কমিশন্ড অফিসার পদ পাওয়ার জন্য এখানেই মূল এবং প্রাথমিক প্রশিক্ষণ হয়ে থাকে।[2]
তথ্যসূত্র
- "Air Force Academy Dundigal"। ২৭ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৭।
- "Training for Aeronautical Engineering Branches"। ২৭ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৭।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.