ভাওয়াল গড় ইউনিয়ন

ইতিহাস

২০১২ সালে ১ নং মির্জাপুর ইউনিয়নকে তিন ভাগে বিভক্ত হয়- ক) মির্জাপুর ইউনিয়, খ)ভাওয়ালগড় ইউনিয়ন, গ) পিরুজালী ইউনিয়। এর মাধ্যমে ভাওয়াল গড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।

প্রশাসনিক অঞ্চল

ভাওয়াল গড় ইউনিয়ন নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:

ওয়ার্ড নংগ্রামের নাম
১নং ওয়ার্ডশিরিরচালা ও সিংড়াতলী
২নং ওয়ার্ডবানিয়ারচালা
৩নং ওয়ার্ডদরগারচালা, নলজানী, পাটপাঁচা ও চুংগারচালা
৪নং ওয়ার্ডভবানীপুর ও ভৌরাঘাটা
৫নং ওয়ার্ডকাতলামারা, বেগমপুর, নয়াপাড়া, নৌলাপাড়া (একাংশ) হোতাপাড়া ও গিলাগাছিয়া
৬নং ওয়ার্ডমনিপুর
৭নং ওয়ার্ডপিঙ্গাইল, গুচ্ছগ্রাম, লুটিয়ারচালা ও ভাওয়ালপুর আদর্শগ্রাম
৮নং ওয়ার্ডরুদ্রপুর, কড়ইতলী, রক্ষিতপাড়া, হালডোবা ও ফলিমারা
৯নং ওয়ার্ডনয়নপুর, জানাকুর, রানীপুর, ধলীপাড়া, ধরানীচালা ও ভয়রাতলী

তথ্যসূত্র


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.