ভরপাশা ইউনিয়ন
ভরপাশাআগা বাকের খা বাকলা-চন্দ্রদ্বীপরে সবচেয়ে শক্তিশালী জমিদার ছিলেন তিনি ভরপাশা,রঙ্গশ্রী ও গারুরিয়া নিয়ে একটি বন্দর ও প্রশাসন কেন্দ্র গড়ে তোলনে এবং ১৭৪১ খ্রীঃ নিজ নামে বন্দররে নামকরণ করেন বাকেরগঞ্জ।আগাবাকেরের নামানুসারে ১৭৯৭ খ্রীঃ ইংরেজরা বাকেরগঞ্জ জেলা সৃষ্টি করনে। ১৭৯৭ খ্রীঃ থকেে ১৯৯৩ খ্রীঃ পযন্ত বাকেরগঞ্জ জেলা নামটি ছিল।১৯৯৩ খ্রীঃ১ মার্চ বরশিাল বিভাগ সৃষ্টির ফলে বাকেরগঞ্জ নামটি উপজেলা নামের মধ্যে সীমাবদ্ধ আছ।কালের স্বাক্ষী বহনকারী বাকেরগঞ্জ জেলার বাকেরগঞ্জ উপজলোর একটি ঐতহ্যিবাহী অঞ্চল হলো ভরপাশা ইউনযি়ন ।কাল পরিক্রমায় আজ ভরপাশা ইউনিয়ন শিক্ষা সংস্কৃত ধর্মিয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ভরপাশা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() ভরপাশা ![]() ![]() ভরপাশা | |
স্থানাঙ্ক: ২২°৩০′১৬″ উত্তর ৯০°১৯′৫৪″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | বরিশাল জেলা |
উপজেলা | বাকেরগঞ্জ উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আসাদুজ্জামান আসাদ খান |
আয়তন | |
• মোট | ২,৫১২ হেক্টর (৬,২০৭ একর) |
জনসংখ্যা | |
• মোট | ১৮,৭৪৩ |
• জনঘনত্ব | ৭৫০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ০৬ ০৭ ১২ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
ভরপাশা ইউনিয়নের আয়তন ৬,২০৭ একর।[1]
প্রশাসনিক কাঠামো
ভরপাশা ইউনিয়ন বাকেরগঞ্জ উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাকেরগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৪নং নির্বাচনী এলাকা বরিশাল-৬ এর অংশ। এটি ৬টি মৌজায় বিভক্ত। ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | আতাকাঠী |
২নং ওয়ার্ড | কৃষ্ণকাঠী-১ |
৩নং ওয়ার্ড | কৃষ্ণকাঠী-২ |
৪নং ওয়ার্ড | কৃষ্ণকাঠী-৩ |
৫নং ওয়ার্ড | দুধলমৌ-১ |
৬নং ওয়ার্ড | দুধলমৌ-২ |
৭নং ওয়ার্ড | দুধলমৌ-৩ |
৮নং ওয়ার্ড | খেজুরা ভরপাশা |
৯নং ওয়ার্ড | লক্ষ্মীপাশা |
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভরপাশা ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮,৭৪৩ জন। এর মধ্যে পুরুষ ৮,৮৯২ জন এবং মহিলা ৯,৮৫১ জন। মোট পরিবার ৪,২৩৭টি।[1]
শিক্ষা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভরপাশা ইউনিয়নের সাক্ষরতার হার ৬৩.৮%।[1] এ ইউনিয়নে ১টি কলেজ, ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
হাট-বাজার
ভরপাশা ইউনিয়নের প্রধান ৩টি হাট-বাজার হল দাদুর হাট, কৃষ্ণকাঠী বাজার এবং লক্ষ্মীপাশা বাজার।
আরও দেখুন
তথ্যসূত্র
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯।