ভবানীপুর ইউনিয়ন, বরুড়া

ভবানীপুর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া উপজেলার একটি ইউনিয়ন

ভবানীপুর
ইউনিয়ন
২নং ভবানীপুর ইউনিয়ন পরিষদ
ভবানীপুর
ভবানীপুর
বাংলাদেশে ভবানীপুর ইউনিয়ন, বরুড়ার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২৪′ উত্তর ৯১°৬′ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাবরুড়া উপজেলা 
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৬০

এক নজরে

কুমিল্লা জেলা শহর থেকে লালমাই পাহাড়ের পশ্চিম পাদদেশে এই ভবানীপুর ইউনিয়নটি অবস্থিত। কুমিল্লা জেলা শহর  থেকে  ভবানীপুর ইউনিয়ন সাথে যোগাযোগের একমাত্র ব্যবস্থা সড়কপথ। সড়কপথে উপজেলা সদর হতে এ অফিসের দুরত্ব ০৭ কি: মি:। ইহার পূর্বে লালমাই পাহাড় পশ্চিমে বরুড়া উপজেলা ও বরুড়া পৌরসভা উত্তরে আগারনগর ইউনিয়ন ও দক্ষিনে শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদের স্থাপন কাল - ১৯৬৩ খ্রী:।

০২। মৌলিক তথ্যাবলী:

   ক) আয়তন—১১.৮০ বর্গ কি: মি:

   খ) লোকসংখ্যা           -- ২৪,৫৩৯ জন

   গ) গ্রামের সংখ্যা         -- ২৫ টি

   ঘ) মৌজার সংখ্যা         -- ২১ টি

   ঙ) ওয়ার্ড সংখ্যা         -- ০৯ টি

   চ) হাট-বাজার           -- ০৬ টি

৩। শিক্ষা প্রতিষ্ঠান:

   ক) কলেজ              --

   খ) মাদ্রাসা              -- ০৫ টি

   গ) মাধ্যমিক বিদ্যালয়—২ টি (সেসরকারী)

   ঘ) সর: প্রাথমিক বিদ্যালয়—০৫ টি

   ঙ) সেসরকারী প্রাথমিক বিদ্যালয়—০৩ টি

   চ) সেসরকারী এতিমখানা      --

   ছ) শিক্ষারহার             -- ৫৪%

   জ) নদ- নদি পুকুরের সংখ্যা   -- ৩৫০ টি

   ঝ) রাস্তা ও সড়কের পরিমাণ   -- ৬০ কি: মি:

   ঞ) কবরস্থান/ শ্বশ্মানঘাটের সংখ্যা -- কবরস্থান- ১০০ টি, শ্বশানঘাট- ০৬ টি

   ট) গভীর/ অগভীর নলকূপের সংখ্যা- গভীর- ১ টি,  অগভীর- ৩৫০ টি

   ঠ) জমির পরিমাণ  -  এক ফসলী- ৩৭ একর, দু,ফসলী- ৪৬৯ একর

                     তিন ফসলী - ১৯৯৩ একর।

আয়তন

11.80 skm

জনসংখ্যা

প্রায় ২১,৫৫০ জন।

ইতিহাস

ভবানীপুর ইউনিয়ন পূর্বে ভবানীপুর দক্ষিণ ইউনিয়ন নামে পরিচিত ছিল।

অবস্থান ও সীমানা

বরুড়া উপজেলার উত্তর-পূর্বাংশে ভবানীপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে শিলমুড়ী উত্তর ইউনিয়ন, পশ্চিমে বরুড়া পৌরসভা, উত্তরে আগানগর ইউনিয়নকুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়ন এবং পূর্বে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

ভবানীপুর ইউনিয়ন বরুড়া উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বরুড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৬নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৮ এর অংশ।

মাধ্যমিক বিদ্যালয়

  1. বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়
  2. এগারোগ্রাম উচ্চ বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়

  1. বাতাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
  2. জালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  3. লক্ষ্মীপুর সঃ প্রাঃ বিদ্যালয়।
  4. ভবানীপুর সঃ প্রাঃ বিদ্যালয়।
  5. রেনেসাঁ প্রি-ক্যাডেট স্কুল
  6. ইকিরা কিন্ডারগার্টেন

মাদ্রাসা

  1. বাতাইছড়ি দাখিল মাদ্রাসা।
  2. সুুুুজাতনগর জামিয়া আরাবিয়া দারুলউলুম মাদ্রাসা ও এতিখানা
  3. হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা
  4. ভবানীপুর দারুলউলুম মাদ্রাসা

হাট-বাজার

  1. বাতাইছড়ি নতুন বাজার (সুজাতনগর)
  2. বাতাইছড়ি পুরাতন বাজার
  3. জালগাঁও ফকির মার্কেট
  4. ভবানীপুর সুপার মার্কেট
  5. মনতুর বাজার (এগারোগ্রাম)

আরও দেখুন

তথ্যসূত্র

    বহিঃসংযোগ


    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.