ভঠেলি

ভঠেলি (ইংরেজি: Bhatheli) হল হিন্দু ধর্মে প্রচলিত বাঁশ গাছক দেবতা জ্ঞান করে করা এক ধরনর পূজা। প্রধানত নিম্ন আসামে এই পূজার প্রচলন দেখা যায়।

ভঠেলিতে তৈরি করা পাউরা
পৃষ্ঠপোষক(গণ)হিন্দু ধর্মাবলম্বী লোক

লোকবিশ্বাস

প্রাচীন কাল থেকেই ভারত-এর বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন গাছ পূজার প্রচলন আছে। বিশ্বাস অনুসারে স্থান ভেদে মানুষ বিভিন্ন গাছকে পূজা করে। ভারত-এর হিন্দু ধর্মাবলম্বী লোকরা বছরটির বিভিন্ন সময়ে বিভিন্ন গাছ-গাছালিকে দেব-দেবীর প্রতীক হিসাবে মেনে পূজা করে[1]বহাগ বিহুকে কেন্দ্র করে আসামে বাঁশ গাছকে করা পূজাই ভঠেলি উৎসব বলে পরিচিত। বিশেষত নিম্ন আসাম-এর কামরূপ নলবাড়ি এবং বাক্সা জেলায় বৈশাখ মাসে এই উৎসব ধুমধাম করে পালন করা হয়[2]

কয়েকটি উল্লেখযোগ্য ভঠেলি উৎসব

  1. কামরূপ জেলার রামদেয়ার কুরিদিনীয়া ভঠেলি উৎসব।
  2. নলবাড়ি জেলার বেলশরের কুরিদিনীয়া ভঠেলি উৎসব।
  3. বরনর্দীর ষোল দিনের ভঠেলি উৎসব।
  4. বাটসরের চোদ্দ দিনের ভঠেলি উৎসব[1]

তথ্যসূত্র

  1. ভঠেলি বা বাঁশ পূজা : নগেন তালুকদার, বৈভব, আজির দৈনিক বাতরি, ১৫ মে' ২০১২
  2. আসাম ট্রিবিউন, ২৪ এপ্রিল, ২০০৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.