ভঠেলি
ভঠেলি (ইংরেজি: Bhatheli) হল হিন্দু ধর্মে প্রচলিত বাঁশ গাছক দেবতা জ্ঞান করে করা এক ধরনর পূজা। প্রধানত নিম্ন আসামে এই পূজার প্রচলন দেখা যায়।
ভঠেলিতে তৈরি করা পাউরা | |
---|---|
পৃষ্ঠপোষক(গণ) | হিন্দু ধর্মাবলম্বী লোক |
লোকবিশ্বাস
প্রাচীন কাল থেকেই ভারত-এর বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন গাছ পূজার প্রচলন আছে। বিশ্বাস অনুসারে স্থান ভেদে মানুষ বিভিন্ন গাছকে পূজা করে। ভারত-এর হিন্দু ধর্মাবলম্বী লোকরা বছরটির বিভিন্ন সময়ে বিভিন্ন গাছ-গাছালিকে দেব-দেবীর প্রতীক হিসাবে মেনে পূজা করে[1]। বহাগ বিহুকে কেন্দ্র করে আসামে বাঁশ গাছকে করা পূজাই ভঠেলি উৎসব বলে পরিচিত। বিশেষত নিম্ন আসাম-এর কামরূপ নলবাড়ি এবং বাক্সা জেলায় বৈশাখ মাসে এই উৎসব ধুমধাম করে পালন করা হয়[2]।
কয়েকটি উল্লেখযোগ্য ভঠেলি উৎসব
- কামরূপ জেলার রামদেয়ার কুরিদিনীয়া ভঠেলি উৎসব।
- নলবাড়ি জেলার বেলশরের কুরিদিনীয়া ভঠেলি উৎসব।
- বরনর্দীর ষোল দিনের ভঠেলি উৎসব।
- বাটসরের চোদ্দ দিনের ভঠেলি উৎসব[1]।
তথ্যসূত্র
- ভঠেলি বা বাঁশ পূজা : নগেন তালুকদার, বৈভব, আজির দৈনিক বাতরি, ১৫ মে' ২০১২
- আসাম ট্রিবিউন, ২৪ এপ্রিল, ২০০৯
বহিঃসংযোগ
- গ্রন্থ সন্ধান
- http://www.india9.com/i9show/Bhatheli-Festival-40470.htm
- http://sevensisterspost.com/?p=4939#%5B%5D
- http://www.webindia123.com/Assam/festivals/kati.htm
- https://web.archive.org/web/20140704062737/http://janasanyogassam.nic.in/fairfestivals.html
- http://www.whereincity.com/india/assam/festivals.php
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.