ভজ গোবিন্দ

ভজ গোবিন্দ হলো স্টার জলসা চ্যানেলে প্রচারিত একটি ভারতীয় বাংলা টেলিভিশন ধারাবাহিক। এটি হিন্দিতে জয় কানহাইয়া লাল কি হিসাবে পুনর্নির্মিত করা হয়েছে। এটি মূলত মে ২০১৭ থেকে ডিসেম্বর ২০১৮ পর্যন্ত সম্প্রচারিত হয়। তবে বর্তমানে ফিরে দেখা ধারাবাহিক হিসেবে এটি পুনরায় সম্প্রচার শুরু করে।

ভজ গোবিন্দ
ধরননাটক
হাস্যরসাত্মক
নির্মাতাব্লুজ প্রডাকশন
লেখকস্নেহাশিস চক্রবর্তী
অভিনয়েস্বস্তিকা দত্ত
রোহান ভট্টাচার্য
দীপঙ্কর দে
উদ্বোধনী সঙ্গীতভজ গোবিন্দ
সুরকারস্নেহাশিস চক্রবর্তী
মূল দেশ ভারত
মূল ভাষাবাংলা
নির্মাণ
প্রযোজকস্নেহাশিস চক্রবর্তী
নির্মাণের স্থানকলকাতা
ব্যাপ্তিকাল২১ মিনিট
নির্মাণ কোম্পানিব্লুজ প্রডাকসন
মুক্তি
মূল নেটওয়ার্কস্টার জলসা
ছবির ফরম্যাট৫৭৬i এসডি টিভি
১০৮০i এইচডি টিভি
মূল মুক্তির তারিখমে ২৯, ২০১৭ 
ডিসেম্বর ৮, ২০১৮

চরিত্র

  • রোহান ভট্টাচার্য- (ভজ/গোবিন্দ)[1]
  • স্বস্তিকা দত্ত- (ডালি)[2]
  • প্রিয়া মণ্ডল- (পূরবী)
  • দীপঙ্কর- (প্রতাপ নারায়ণ চৌধুরী)
  • সোমা চক্রবর্তী- (সন্ধ্যা সেন)
  • সুপ্রিয় দত্ত- (প্রলয় সেন)
  • দোলন রায়- (সুধা সেন)
  • মহুয়া হালদার- (সমদুত্তা সেন)
  • জুহি সেন- (চুমকি)[3]

তথ্যসূত্র

  1. "Actor Rohaan Bhattacharjee misses 'Bhojo Gobindo' days"। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০
  2. "Actress Swastika Dutta turns emotional recalling 'Bhojo Gobindo' days"। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০
  3. "I'm recollecting the beautiful memories with 'Bhojo Gobindo' family: Actress Juhi Sen on her show's rerun"। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.