ব্র্যাড বার্ড

ফিলিপ ব্র্যাডলি বার্ড (জন্ম: ১১ই সেপ্টেম্বর, ১৯৫৭) দুই বার একাডেমি পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক। তিনি মূলত ব্র্যাড বার্ড নামে পরিচিত। ডিজনি এবং পিক্সার স্টুডিওর বিপুল প্রশংসিত ও জনপ্রিয় এনিমেশন ছবি দ্য ইনক্রেডিব্‌ল্‌সর‌্যাটাটুই পরিচালনার জন্য তিনি বিখ্যাত হয়েছেন।

ব্র্যাড বার্ড
র‌্যাটাটুইয়ের জন্য একাডেমি পুরস্কার হাতে ব্র্যাড বার্ড
পেশাচলচ্চিত্র পরিচালক
চিত্রনাট্য লেখক
অভিনেতা
দাম্পত্য সঙ্গীএলিজাবেথ ক্যানি
সন্তান৩ সন্তান

চলচ্চিত্রসমূহ

পরিচালনা

  • ফ্যামিলি ডগ (১৯৮৭)
  • দ্য আয়রন জায়ান্ট (১৯৯৯)
  • দ্য ইনক্রেডিব্‌ল্‌স (২০০৪)
  • জ্যাক-জ্যাক অ্যাটাক (২০০৫)
  • র‌্যাটাটুই (২০০৭)

চিত্রনাট্য রচনা

  • ফ্যামিলি ডগ (১৯৮৭)
  • ব্যাটারিস নট ইনক্লুডেড (১৯৮৭)
  • দ্য আয়রন জায়ান্ট (১৯৯৯)
  • দ্য ইনক্রেডিব্‌ল্‌স (২০০৪)
  • র‌্যাটাটুই (২০০৭)

অভিনয়

  • দ্য ইনক্রেডিব্‌ল্‌স (২০০৪) এডনা মোডের কণ্ঠ
  • র‌্যাটাটুই (২০০৭) অ্যামব্রিস্টার মিনিয়নের কণ্ঠু

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.