ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার
ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার বাংলাদেশের দৈনিক সমকাল পত্রিকার উদ্যোগে এবং ব্রাক ব্যাংক লিমিটেড-এর আর্থিক সমর্থনে ২০১১ খ্রিষ্টাব্দে প্রবর্তি হয়। বাংলা ভাষার লেখক এবং সাহিত্যিকদের অনুপ্রাণিত করার জন্য তাদের উন্নত মানের সাহিত্য কর্মের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এ পুরস্কার দেয়া হয়।[1] [2][3] তিনটি বিভাগে এই পুরস্কার দেয়া হয় যথাক্রমে-
- কবিতা ও কথা সাহিত্য
- আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ
- হুমায়ুন আহমেদ তরুণ সাহিত্যিক
ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার | |
---|---|
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং দৈনিক সমকাল |
পুরস্কার | দুই লক্ষ ও এক লক্ষ টাকা |
প্রথম পুরস্কৃত | ২০১১- বর্তমান |
ওয়েবসাইট | ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার |
বিজয়ীদের তালিকা
২০১১
- সৈয়দ শামসুল হক
- দ্রাবিড় সৈকত
- হাসান আজিজুল হক
২০১২
- আনিসুজ্জামান
- শুভাশিস সিনহা
- বুলবুল চৌধুরী
২০১৩
- মঈনুল আহসান সাবের
- মাসরুর আরেফিন
- বদরুন নাহার[4]
২০১৪
- হরিশংকর জলদাস
- সুস্মিতা ইসলাম
- মুজিব ইরম[5]
২০১৫
- নির্মলেন্দু গুণ
- রাজকুমার সিংহ
- স্বকৃত নোমান[6]
২০১৬
- আহমদ রফিক
- জ্যোতিপ্রকাশ দত্ত
- মাজহার সরকার[7]
২০১৭
- যতীন সরকার
- সৈয়দ মনজুরুল ইসলাম
- পিয়াস মজিদ[8]
২০১৮
- সনজীদা খাতুন
- সেলিনা হোসেন
- স্বরলিপি[9]
২০১৯
- সিরাজুল ইসলাম চৌধুরী
- হেলাল হাফিজ
- মোজাফ্ফর হোসেন
২০২০
- আফসান চৌধুরী
- মোহাম্মদ রফিক
- রঞ্জনা বিশ্বাস[10]
তথ্যসূত্র
- "ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার' পেলেন তিন কবি লেখক"। এনটিভি।
- "ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক ও দ্রাবিড় সৈকত"। দৈনিক সমকাল।
- "ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কারপেলেন তিন লেখক"। দৈনিক সমকাল।
- "ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার' পেলেন তিন সাহিত্যিক"। বিডিনিউজ ২৪।
- "ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন যারা"। মানবকন্ঠ।
- "ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার পেলেন তিন সাহিত্যিক"। বাংলানিউজ ২৪। ২ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৬।
- "ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন আহমদ রফিক, জ্যোতিপ্রকাশ দত্ত ও মাজহার সরকার"। বাংলা ট্রিবিউন।
- "ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন যারা"। বাংলানিউজ২৪।
- "সনজীদা, সেলিনা, স্বরলিপি পেলেন ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার"। বিডিনিউজ ২৪।
- "ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন ৬ লেখক"। এনটিভি অনলাইন।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.