ব্রুনাই জাতীয় ফুটবল দল

ব্রুনাই জাতীয় ফুটবল দল (আরবি: منتخب بروناي لكرة القدم; এছাড়াও ব্রুনাই দারুসসালাম জাতীয় ফুটবল দল নামে পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ব্রুনাইয়ের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ব্রুনাইয়ের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ব্রুনাই দারুসসালাম জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৭২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬৯ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে।[4] ১৯৭১ সালের ২২শে মে তারিখে, ব্রুনাই প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত উক্ত ম্যাচে ব্রুনাই মালয়েশিয়ার কাছে ৮–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

ব্রুনাই
ডাকনামতেবুয়ান
অ্যাসোসিয়েশনব্রুনাই দারুসসালাম জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচকে রাজাগোপাল
অধিনায়কফাইক বোলকিয়াহ
সর্বাধিক ম্যাচআজওয়ান সালেহ (২৬)
শীর্ষ গোলদাতাশাহ রাজেন সাইদ (৮)
মাঠহাসান আল বোলকিয়াহ জাতীয় স্টেডিয়াম
ফিফা কোডBRU
ওয়েবসাইটwww.nfabd.org
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৯১ ৩ (৩১ মার্চ ২০২২)[1]
সর্বোচ্চ১৪০ (ডিসেম্বর ১৯৯২)
সর্বনিম্ন২০৩ (অক্টোবর ২০১২)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ২২৮ (৩০ এপ্রিল ২০২২)[2]
সর্বোচ্চ১৬৩ (১৯৭১)
সর্বনিম্ন২৩০ (২০১৬)
প্রথম আন্তর্জাতিক খেলা
 মালয়েশিয়া ৮–০ ব্রুনাই 
(ব্যাংকক, থাইল্যান্ড; ২২ মে ১৯৭১)[3]
বৃহত্তম জয়
 ব্রুনাই ৪–০ পূর্ব তিমুর 
(কুচিং, মালয়েশিয়া; ২ নভেম্বর ২০১৬)
বৃহত্তম পরাজয়
 ব্রুনাই ০–১২ সংযুক্ত আরব আমিরাত 
(বন্দর সেরি বেগাওয়ান, ব্রুনাই; ১৪ এপ্রিল ২০০১)
এএফএফ চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ১ (১৯৯৬-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (১৯৯৬)
এএফসি সলিডারিটি কাপ
অংশগ্রহণ১ (২০১৬-এ প্রথম)
সেরা সাফল্যচতুর্থ স্থান (২০১৬)

২৮,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট হাসান আল বোলকিয়াহ জাতীয় স্টেডিয়ামে তেবুয়ান নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন কে রাজাগোপাল এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন মারিতিমোর মধ্যমাঠের খেলোয়াড় ফাইক বোলকিয়াহ

ব্রুনাই এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপেও ব্রুনাই এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি। এছাড়াও, এএফসি সলিডারিটি কাপে ব্রুনাই এপর্যন্ত মাত্র ১ বার অংশগ্রহণ করেছে, যেখানে তাদের সাফল্য হচ্ছে ২০১৬ এএফসি সলিডারিটি কাপে চতুর্থ স্থান অর্জন করা, যেখানে তারা লাওসের কাছে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

আজওয়ান সালেহ, আদি সাইদ, ওয়ার্দুন ইউসুফ, শাহ রাজেন সাইদ এবং রাজিমি রামলির মতো খেলোয়াড়গণ ব্রুনাইয়ের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯২ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ব্রুনাই তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৪০তম) অর্জন করে এবং ২০১২ সালের অক্টোবর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ২০৩তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে ব্রুনাইয়ের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৬৩তম (যা তারা ১৯৭১ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২৩০। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৩১ মার্চ ২০২২ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[1]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৮৯  মার্কিন সামোয়া৯০০.২৭
১৯০  কুক দ্বীপপুঞ্জ৮৯৯.৩৩
১৯১  ব্রুনাই৮৯৮.৯৬
১৯২  লিশটেনস্টাইন৮৯৫.০৮
১৯৩  সামোয়া৮৯৪.২৬
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[2]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
২২৬  তিব্বত৬৩০
২২৭  পূর্ব তিমুর৬২১
২২৮  ব্রুনাই৬১৩
২২৯  ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ৫৯৪
২৩০  অ্যাঙ্গুইলা৫৯২

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০প্রতিষ্ঠিত হয়নিপ্রতিষ্ঠিত হয়নি
১৯৩৪
১৯৩৮
১৯৫০
১৯৫৪
১৯৫৮
১৯৬২ফিফার সদস্য ছিল নাফিফার সদস্য ছিল না
১৯৬৬
১৯৭০
১৯৭৪অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৭৮
১৯৮২
১৯৮৬উত্তীর্ণ হয়নি২৯
১৯৯০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৯৪
১৯৯৮
২০০২উত্তীর্ণ হয়নি২৮
২০০৬অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
২০১০
২০১৪নিষিদ্ধনিষিদ্ধ
২০১৮উত্তীর্ণ হয়নি
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২২১৪১৩৫৯

তথ্যসূত্র

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২
  3. "Brunei matches, ratings and points exchanged"। World Football Elo Ratings: Brunei। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৬
  4. "OK for Sabah Sarawak"The Straits Times। ১৩ আগস্ট ১৯৬৯।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.