ব্রিস্টল প্রণালী
ব্রিস্টল প্রণালী (ইংরেজি: Bristol Channel ব্রিস্ট্ল্ চ্যানল্; ওয়েলশ: Môr Hafren) উত্তর-পশ্চিম ইউরোপের গ্রেট ব্রিটেন দ্বীপে অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগরের একটি উপসাগর বা বৃহৎ খাঁড়ি। এটি দক্ষিণ ওয়েলস এবং দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের মধ্যবর্তী স্থানে অবস্থিত। প্রণালীটি ১৪০ কিলোমিটার দীর্ঘ এবং ৮ থেকে ৬৯ কিলোমিটার প্রশস্ত। প্রণালীটির তটরেখা অনিয়মিত এবং এর দৈর্ঘ্য প্রায় ৩৬০ কিলোমিটার। প্রণালীটি এর পূর্ব প্রান্তসীমায় সেভার্ন নদীর মোহনাতে শেষ হয়েছে। এই মোহনাতে ব্রিস্টল, কার্ডিফ ও নিউপোর্ট বন্দরশহরগুলি অবস্থিত। ব্রিস্টল প্রণালীতে ইংল্যান্ডের সবচেয়ে বৃহদাকার জোয়ার দেখতে পাওয়া যায়। এখানে ব্রিস্টল বন্দর পর্যন্ত সমুদ্রগামী জাহাজ প্রবেশ করতে পারে।
![](../I/Bristol_channel_detailed_map.png.webp)
মানচিত্রে ব্রিস্টল প্রণালীর অবস্থান
![](../I/Sunrisebristolchannel.jpg.webp)
ব্রিস্টল প্রণালীতে সূর্যোদয়, মাইনহেড থেকে ধারণকৃত আলোকচিত্র।
টিউডর রাজবংশের শাসনামল পর্যন্ত এই উপসাগরটি সেভার্ন সাগর নামে পরিচিত ছিল।[1]
তথ্যসূত্র
- ১৬শ শতকের ভূগোলবিদ রজার বার্লো ব্রিস্টল প্রণালীকে সেভার্ন সাগর (‘see called severne’) হিসেবে উল্লেখ করেন। সূত্র: E. G. R. Taylor (ed.), A Brief Summe of Geographie, by Roger Barlow (Abingdon, 2016), p. 32.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.