ব্রাহ্মণী নদী, ওড়িশা

ব্রহ্মণী পূর্ব ভারতের ওড়িশা রাজ্যের একটি প্রধান মরশুমি নদী। ব্রহ্মণী নদীটি শঙ্ক ও দক্ষিণ কোয়েল নদীর মিলনে গঠিত হয় এবং সুন্দরগড়, দেওগড়, আঙ্গুল, ধেঙ্কানাল, কটক, জাজাপুর ও কেন্দাপাড়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়।[1] নদীটি বৈতরণী নদীর সঙ্গে মিলিত হয়ে ধামরার কাছে বঙ্গোপসাগরে পতিত হওয়ার পূর্বে একটি বৃহত্তর বদ্বীপ গঠন করে।

ব্রাহ্মণী নদী, ওড়িশা
ব্রাহ্মণী নদী
স্থানীয় নামବ୍ରାହ୍ମଣୀ ନଦୀ
দেশভারত
রাজ্যওড়িশা
অববাহিকার বৈশিষ্ট্য
মূল উৎসদক্ষিণ কোয়েল নদী এবং শঙ্ক নদীর সঙ্গমস্থল
২২°১৪′৪৫″ উত্তর ৮৪°৪৭′০২″ পূর্ব
মোহনাবঙ্গোপসাগর
 মি (০ ফু)
অববাহিকার আকার৩৯,০৩৩ কিমি (১৫,০৭১ মা)

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.