ব্রাহ্মণী নদী, ওড়িশা
ব্রহ্মণী পূর্ব ভারতের ওড়িশা রাজ্যের একটি প্রধান মরশুমি নদী। ব্রহ্মণী নদীটি শঙ্ক ও দক্ষিণ কোয়েল নদীর মিলনে গঠিত হয় এবং সুন্দরগড়, দেওগড়, আঙ্গুল, ধেঙ্কানাল, কটক, জাজাপুর ও কেন্দাপাড়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়।[1] নদীটি বৈতরণী নদীর সঙ্গে মিলিত হয়ে ধামরার কাছে বঙ্গোপসাগরে পতিত হওয়ার পূর্বে একটি বৃহত্তর বদ্বীপ গঠন করে।
![](../I/Koel_river_Jaraikela_Orissa.png.webp)
ব্রাহ্মণী নদী, ওড়িশা
ব্রাহ্মণী নদী | |
---|---|
![]() | |
স্থানীয় নাম | ବ୍ରାହ୍ମଣୀ ନଦୀ |
দেশ | ভারত |
রাজ্য | ওড়িশা |
অববাহিকার বৈশিষ্ট্য | |
মূল উৎস | দক্ষিণ কোয়েল নদী এবং শঙ্ক নদীর সঙ্গমস্থল ২২°১৪′৪৫″ উত্তর ৮৪°৪৭′০২″ পূর্ব |
মোহনা | বঙ্গোপসাগর ০ মি (০ ফু) |
অববাহিকার আকার | ৩৯,০৩৩ কিমি২ (১৫,০৭১ মা২) |
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.