ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যক্তিবর্গের তালিকা
এই তালিকায় বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেছেন বা দীর্ঘদিন বসবাস করেছেন কিংবা পৈতৃক নিবাস এই জেলায় অবস্থিত এমন ব্যক্তিদের নাম বাংলা বর্ণানুক্রমে সন্নিবেশ করা হয়েছে। এছাড়াও ব্রিটিশ বাংলাদেশি, মার্কিন বাংলাদেশি, কানাডীয় বাংলাদেশি এবং ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণকারী অন্যান্য অনাবাসী বাঙালিও রয়েছেন।
পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়াতে নয় তবে ব্রাহ্মণবাড়িয়াতে জন্ম হয়েছে, এমন ব্যক্তিদের নাম বাঁকা হরফে দেখানো হয়েছে।
স্বাধীনতা সংগ্রামী
বিপ্লবী
- অখিলচন্দ্র নন্দী — ব্রিটিশ বিরোধী বিপ্লবী।[1]
- অতীন্দ্রমোহন রায় — ব্রিটিশ বিরোধী বিপ্লবী।[2]
- উল্লাসকর দত্ত — ব্রিটিশ বিরোধী বিপ্লবী।[3]
- বিধুভূষণ ভট্টাচার্য — ব্রিটিশ বিরোধী বিপ্লবী।[4]
- সত্যেন্দ্রচন্দ্র বর্ধন — ব্রিটিশ বিরোধী বিপ্লবী।[5]
বীর মুক্তিযোদ্ধা
- আবদুর রহমান — বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা [6]
- আবদুর রহিম — বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা[7]
- মনির আহমেদ খান — বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা [8]
- মোফাজ্জল হোসেন — বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা [9]
- শামসুল হক — বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা [10]
- শাহজাহান সিদ্দিকী — বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা[11]
- সামসুল হক — বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা[12]
শহিদ বুদ্ধিজীবী
- আতাউর রহমান খান খাদিম — ২৫শে মার্চ রাতে শহীদ চিকিৎসক[13]
- এবিএম আব্দুর রহিম — শ্রম আইন বিষয়ক পরামর্শক ও শহীদ বুদ্ধিজীবী[14]
- ধীরেন্দ্রনাথ দত্ত — পাকিস্তান গণপরিষদের সকল কার্যবিবরণী ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাতেও রাখার দাবি উত্থাপন করেন এবং ১৯৭১ সালে শহিদ বুদ্ধিজীবী[15]
- সুলতানুদ্দিন আহমেদ — বাংলাদেশ মুক্তিযুদ্ধে শহীদ প্রকৌশলী[16]
সাহিত্যিক
- অদ্বৈত মল্লবর্মণ — তিতাস একটি নদীর নাম উপন্যাসের জন্য বিখ্যাত লেখক[17]
- আবদুল কাদির (ছান্দসিক কবি) — কবি ও সাহিত্য-সমালোচক [18]
- আবদুল হাফিজ — লেখক, প্রাবন্ধিক এবং সাংবাদিক[19]
- আল মাহমুদ — কবি ও ঔপন্যাসিক [20]
- আহমদ রফিক — কবি, প্রাবন্ধিক ও গবেষক[21]
- খান মোহাম্মদ ফারাবী — কবি ও গদ্যকার[22]
- ফজল শাহাবুদ্দীন — কবি ও সাংবাদিক[23]
- মতিউল ইসলাম — কবি[24]
- সানাউল হক — কবি ও অনুবাদক[25]
- হাসনাত আব্দুল হাই — লেখক ও ঔপন্যাসিক[26]
বিজ্ঞানী ও গবেষক
- আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া — প্রত্নতত্ত্ববিদ ও প্রাচীন পুঁথি সংগ্রাহক[27]
- আব্দুস সাত্তার খান — নাসায় কাজ করা মহাকাশ বিশেষজ্ঞ, রসায়নবিদ ও উদ্ভাবক[28]
- এ. কে. এম. আহসান আলী — স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত চিকিৎসক ও গবেষক
- এম. এ. জাহের — বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক, জাহেরাইটের আবিষ্কারক
- জাহাঙ্গীর আলম খান — কৃষি অর্থনীতিবিদ ও গবেষক
রাজনীতিবিদ
বর্তমান
- আনিসুল হক — বর্তমান আইনমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বর্তমান সংসদ সদস্য
সাবেক
- আবদুস সাত্তার ভূঞা — সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, ভূমি এবং আইন প্রতিমন্ত্রী; বর্তমান সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন
- কাজি গোলাম মহিউদ্দিন ফারুকী — জমিদার, রাজনীতিক, সমাজসেবক। ব্রিটিশ আমলে ১৯২৯ সালে স্থানীয় স্বায়ত্তশাসন, জনস্বাস্থ্য, কৃষি, শিল্প, সমবায় ও গণপূর্ত বিভাগের মন্ত্রী হয়েছিলেন।[29]
- এ বি তাজুল ইসলাম — বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের বর্তমান সংসদ সদস্য
- তাহেরউদ্দিন ঠাকুর — সাবেক তথ্য প্রতিমন্ত্রী
- নুরুল আমিন [lower-alpha 1], সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী [30]
- ফরিদুল হুদা — সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিলুপ্ত "কুমিল্লা-২" আসনের সাবেক সংসদ সদস্য
- মোহাম্মদ সায়েদুল হক — সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য
- হারুন আল রশিদ — সাবেক ত্রাণ ও পূনর্বাসন প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন
- হুমায়ূন কবির — সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩
- মোঃমলাই মিয়া-সাবেক মেয়র নবীনগর,৩ বারের সাধারন সম্পাদক,নবীনগর উপাজেলা বিএনপি
বর্তমান সাংসদ
- উবায়দুল মোকতাদির চৌধুরী — সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন সংসদ সদস্য
- উম্মে ফাতেমা নাজমা বেগম — সংসদ সদস্য (১২ নং সংরক্ষিত মহিলা আসন)
- এবাদুল করিম বুলবুল বীকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য
- বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন — সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-১ আসন
- রুমিন ফারহানা — সংসদ সদস্য (৫০ নং সংরক্ষিত মহিলা আসন)
ব্রাহ্মণবাড়িয়া-১
- এস এম সাফি মাহমুদ — সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-১ আসন
- মোজাম্মেল হক — সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-১ আসন
- সৈয়দ মুর্শেদ কামাল — সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-১ আসন
ব্রাহ্মণবাড়িয়া-২
- জিয়াউল হক মৃধা — সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন
- ফজলুল হক আমিনী — সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন এবং ইসলামি আইনজ্ঞ (মুফতি)
ব্রাহ্মণবাড়িয়া-৩
- লুৎফুল হাই সাচ্চু — সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন
ব্রাহ্মণবাড়িয়া-৪
- মিয়া আবদুল্লাহ ওয়াজেদ — মুক্তিযোদ্ধা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য
- মুশফিকুর রহমান — সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন সংসদ সদস্য
- মোহাম্মদ জাহাঙ্গীর ওসমান — সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন
- লিয়াকত আলী — সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন
- শাহ আলম — সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন
ব্রাহ্মণবাড়িয়া-৫
- আব্দুল লতিফ — সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন
- কাজী মো. আনোয়ার হোসেন — সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন
- ফয়জুর রহমান — সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন
- শাহ জিকরুল আহমাদ — সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন
ব্রাহ্মণবাড়িয়া-৬
- আব্দুল খালেক — সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন
- এ. টি. এম. ওয়ালী আশরাফ — সাংবাদিক এবং সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন
- শহীদুর রহমান — সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন সাবেক সংসদ সদস্য
- শাহজাহান হাওলাদার সুজন — সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন
সংরক্ষিত নারী আসন
- দিলারা হারুন — সাবেক সংসদ সদস্য (২৬ নং সংরক্ষিত মহিলা আসন)
বিলুপ্ত আসন
- আবদুল কুদ্দুস মাখন — প্রখ্যাত ছাত্রনেতা এবং সাবেক সংসদ সদস্য (বিলুপ্ত "কুমিল্লা-৫" আসন)
- আবুল ওফা মোহাম্মদ আব্দুল হক — সাবেক সংসদ সদস্য (বিলুপ্ত "কুমিল্লা-৭" আসন)
- কাজী আকবর উদ্দিন সিদ্দিক — মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য (বিলুপ্ত "কুমিল্লা-৬" আসন)
অন্যান্য
- অলি আহাদ — রাজনীতিবিদ ও ভাষা সৈনিক[31]
- আবদুর রসুল — রাজনীতিবিদ ও আইনজীবী
- আহমেদ আলী — রাজনীতিবিদ
- এম মোখলেসুর রহমান চৌধুরী [lower-alpha 2] — সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের উপদেষ্টা
- গোলাম আযম — বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির, যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।
- নবাব সৈয়দ শামসুল হুদা — গোকর্ণর নবাব, নিখিল ভারত মুসলিম লীগের সভাপতি
- সিরাজুল হক (বাচ্চু মিয়া) — বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য
বিনোদন
সংগীতশিল্পী
- অমর পাল — লোক সংগীতশিল্পী ও লেখক
- আফতাবউদ্দিন খাঁ — লোক সংগীতশিল্পী
- আবেদ হোসেন খান — উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার বাদক ও সুরকার
- আলাউদ্দিন খাঁ — বিশ্বখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী
- আলী আকবর খাঁ — শাস্ত্রীয় সংগীতশিল্পী
- আয়েত আলী খাঁ — শাস্ত্রীয় সংগীতশিল্পী
- কিরীট খান — শাস্ত্রীয় সংগীতশিল্পী
- খাদেম হোসেন খান — সঙ্গীতজ্ঞ
- খুরশিদ খান — সঙ্গীতজ্ঞ
- ফুলঝুরি খান — যন্ত্রসঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী
- বাহাদুর হোসেন খান — উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক
- মনমোহন দত্ত — মলয়া সংগীতের জনক, মরমী সাধক, বাউল[32]
- মীর কাশেম খান — সেতারবাদক, সুরকার এবং সঙ্গীত পরিচালক
- মোবারক হোসেন খান — সংগীতশিল্পী
- মোহাম্মদ হোসেন খসরু — সঙ্গীতজ্ঞ
- রিনাত ফৌজিয়া — সেতার বাদক
- শাহাদাত হোসেন খান — উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সরোদ বাদক ও সুরকার
- শেখ সাদী খান — সঙ্গীত পরিচালক ও সুরকার
- সুবল দাস — সঙ্গীত পরিচালক ও সুরকার
- সৈয়দ আব্দুল হাদী — সংগীতশিল্পী
অভিনয়শিল্পী
- আলমগীর — চলচ্চিত্র অভিনেতা ও টেলিভিশন সঞ্চালক
- আলী যাকের - বাংলাদেশী অভিনেতা, ব্যবসায়ী ও কলামিস্ট
- ইরেশ যাকের চলচ্চিত্র অভিনেতা
- সাজু খাদেম-অভিনেতা
- জাকিয়া বারী মম — অভিনেত্রী ও মডেল
- জিয়াউল রোশান — অভিনেতা ও মডেল
- ডলি জহুর — অভিনেত্রী
- তাসনোভা হক এলভিন — মডেল ও অভিনেত্রী
- নিলয় আলমগীর — মডেল ও অভিনেতা
- রফিকুল বারী চৌধুরী — চিত্রনায়ক ও পরিচালক
- রাশেদা চৌধুরী — অভিনেত্রী
চলচ্চিত্র পরিচালক
- দেলোয়ার জাহান ঝন্টু — চলচ্চিত্র পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা।
চিত্রশিল্পী
- ধীরাজ চৌধুরী — চিত্রশিল্পী
শিক্ষাবিদ
- মমতাজউদ্দিন আহমেদ — দার্শনিক ও শিক্ষাবিদ
- কবীর চৌধুরী — শিক্ষাবিদ ও প্রাবন্ধিক
- গোলাম সামদানী ফকির — শিক্ষাবিদ
- মোহাম্মদ হারুন-উর-রশিদ — ইংরেজির শিক্ষক এবং সুফি লেখক
- শাহনারা হোসেন — শিক্ষাবিদ ও ইতিহাসবিদ
ক্রীড়াবিদ
- গাজী সালাহউদ্দিন — চট্টগ্রাম বিভাগ ক্রিকেট দলের ক্রিকেটার
- প্রবীর সেন — ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক উইকেটরক্ষক
- মোহাম্মদ আশরাফুল — বাংলাদেশি ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক[33]
সাংবাদিক
- আবদুল কাদির — কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক
- আবদুল হাফিজ — লেখক, প্রাবন্ধিক ও সাংবাদিক
- শাহ আলমগীর — সাংবাদিক
সামরিক ব্যক্তিত্ব
- আবদুল্লাহিল আমান আযমী, ব্রিগেডিয়ার জেনারেল — বাংলাদেশ সেনাবাহিনীর একজন বরখাস্ত অফিসার।
- আবু সালেহ মোহাম্মদ নাসিম, লেফটেন্যান্ট জেনারেল — বাংলাদেশ সেনাবাহিনীর সপ্তম সেনাপ্রধান
- শাকিল আহমেদ, মেজর জেনারেল —বিডিআর বিদ্রোহে নিহত বাংলাদেশ রাইফেলসের প্রাক্তন প্রধান।
- সুলতান শাহরিয়ার রশীদ খান, লেফটেন্যান্ট কর্নেল [en]— শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেনা কর্মকর্তা
ব্যবসায়ী, অর্থনীতিবিদ, শিল্পপতি
- আকবর আলি খান — অর্থনীতিবিদ
- আবদুল মোনেম — আবদুল মোনেম লিমিটেডের প্রতিষ্ঠাতা
- আহমেদ আকবর সোবহান — বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
- ফয়জুর রহমান — চেয়ারম্যান নভোএয়ার
- নরেন্দ্রচন্দ্র দত্ত [en]— ভারতের ব্যাংকিং অগ্রদূত [34]
- সালেহউদ্দিন আহমেদ — বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর
সরকারি কর্মকর্তা
- বেগম কামরুন নাহার — বাংলাদেশের প্রথম নারী প্রধান তথ্য কর্মকর্তা
ধর্মীয় ব্যক্তিত্ব
ইসলামি ব্যক্তিত্ব
- ফজলুল হক আমিনী — অধ্যক্ষ ও রাজনীতিবিদ
হিন্দু ধর্ম
- ভক্তি চারু মহারাজ — ইসকনের সাধক
- মা আনন্দময়ী — হিন্দু আধ্যাত্মিক সাধিকা
টীকা
- ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করলেও তার পৈত্রিক নিবাস ময়মনসিংহ জেলায়।
- ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করলেও তার পৈত্রিক নিবাস হবিগঞ্জ জেলায়।
তথ্যসূত্র
- দ্বিতীয় খন্ড, অঞ্জলি বসু সম্পাদিত (২০০৪)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ১।
- অজিত কুমার চৌধুরী (২০১২)। "রায়, অতীন্দ্রমোহন"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২২।
- শেখ মোহাম্মদ ছায়িদ উল্লাহ লিটু (২০১২)। "দত্ত, উল্লাসকর"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২২।
- বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান। ১ (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৪৭০। আইএসবিএন 978-8179551356।
- প্রথম খন্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৫৫৪।
- চিরন্তন ১৯৭১। "আবদুর রহমান, বীর প্রতীক"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯।
- চিরন্তন ১৯৭১। "আবদুর রহিম, বীর বিক্রম"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৮।
- চিরন্তন ১৯৭১। "মনির আহমেদ খান, বীর প্রতীক"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯।
- চিরন্তন ১৯৭১। "মোফাজ্জল হোসেন, বীর প্রতীক"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯।
- চিরন্তন ১৯৭১। "শামসুল হক, বীর বিক্রম"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯।
- চিরন্তন ১৯৭১। "শাহজাহান সিদ্দিকী, বীর বিক্রম"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯।
- চিরন্তন ১৯৭১। "সামসুল হক, বীর প্রতীক"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯।
- আবু মো. দেলোয়ার হোসেন (২০১২)। "খাদিম, আতাউর রহমান খান"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২২।
- চিরন্তন ১৯৭১। "এ বি এম আবদুর রহিম"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯।
- মুহম্মদ আবদুস সালাম (২০১২)। "দত্ত, ধীরেন্দ্রনাথ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২২।
- মুয়ায্যম হুসায়ন খান (২০১২)। "আহমদ, সুলতানউদ্দিন২"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- সেলিনা হোসেন; নূরুল ইসলাম, সম্পাদকগণ (১৯৯৭)। বাংলা একাডেমী চরিতাভিধান (২য় সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৬।
- সেলিনা হোসেন; নূরুল ইসলাম, সম্পাদকগণ (১৯৯৭)। বাংলা একাডেমী চরিতাভিধান (২য় সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩২।
- লালা রূখ সেলিম (২০১২)। "হাফিজ, আবদুল"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২২।
- "'কেউ কি আরেকটি সোনালী কাবিন লিখতে পেরেছে?'"। BBC News বাংলা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯।
- সৈয়দ মোহাম্মদ শাহেদ ও অন্যান্য, সম্পাদক (সেপ্টেম্বর ২০০৮)। বাংলা একাডেমী লেখক অভিধান। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা –৭৭।
- প্রতিবেদক, নিজস্ব। "ফারাবীকে মনে পড়ে"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯।
- প্রতিবেদক, জ্যেষ্ঠ। "কবি ফজল শাহাবুদ্দীন আর নেই"। bdnews24। সংগ্রহের তারিখ ২০২২-১০-২০।
- "জন্মশতবর্ষে মতিউল ইসলাম"। কালি ও কলম। ২০১৫-০৩-৩১। সংগ্রহের তারিখ ২০২২-১০-২০।
- মুহম্মদ সাইফুল ইসলাম (২০১২)। "হক, সানাউল"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- "'এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার' পেলেন দু'জন"। সমকাল। সংগ্রহের তারিখ ২০২২-১০-২০।
- প্রতিবেদক, নিজস্ব। "বাংলার 'প্রত্নতত্ত্বের গুরু'"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-১০-২১।
- "Dr Abdus Suttar Khan"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৮-০২-২৯। সংগ্রহের তারিখ ২০২২-১০-২২।
- মুহম্মদ আবদুস সালাম (২০১২)। "ফারুকী, নবাব স্যার কে.জি.এম"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২২।
- "Nurul Amin"। Pakistan Herald। ২৪ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২০।
- গাজী মো. মিজানুর রহমান (২০১২)। "আহাদ, অলি"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২২।
- আলি নওয়াজ (২০১২)। "দত্ত, মনোমোহন"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২২।
- "বাবা হারালেন ক্রিকেটার আশরাফুল | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin। সংগ্রহের তারিখ ২০২০-১১-১১।
- সেনগুপ্ত, সুবোধচন্দ্র; বসু, অঞ্জলি, সম্পাদকগণ (জানুয়ারি ২০০২)। "নরেন্দ্রচন্দ্র দত্ত"। সংসদ বাঙালি চরিতাভিধান। ১ (চতুর্থ সংস্করণ)। কলকাতা: শিশু সাহিত্য সংসদ। পৃষ্ঠা ২৪৭–২৪৮। আইএসবিএন 81-85626-65-0।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.