ব্রায়ান ক্রিস্তান্তে

ব্রায়ান ক্রিস্তান্তে (ইতালীয়: Bryan Cristante, ইতালীয় উচ্চারণ: [ˈbraːjaŋ kriˈstante]; জন্ম: ৩ মার্চ ১৯৯৫) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব রোমা এবং ইতালি জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় এবং কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

ব্রায়ান ক্রিস্তান্তে
২০১৮ সালে রোমার হয়ে ক্রিস্তান্তে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ব্রায়ান ক্রিস্তান্তে
জন্ম (1995-03-03) ৩ মার্চ ১৯৯৫
জন্ম স্থান সান ভিতো আল তালিয়ামেন্তো, ইতালি
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)[1]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রোমা
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৬–২০০৯ লিভেন্তিনা গোর্গেন্সে
২০০৯–২০১৩ এসি মিলান
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১১–২০১৪ এসি মিলান (১)
২০১৪–২০১৮ বেনফিকা (০)
২০১৬পালেরমো (ধার) (০)
২০১৬–২০১৭পেস্কারা (ধার) ১৬ (০)
২০১৭–২০১৮আতালান্তা (ধার) ৩৮ (১২)
২০১৮–২০১৯ আতালান্তা (০)
২০১৮–২০১৯রোমা (ধার) ৩৫ (৪)
২০১৯– রোমা ৬০ (২)
জাতীয় দল
২০১০ ইতালি অনূর্ধ্ব-১৬ (০)
২০১১–২০১২ ইতালি অনূর্ধ্ব-১৭ ১০ (০)
২০১২–২০১৩ ইতালি অনূর্ধ্ব-১৮ (৩)
২০১৩–২০১৪ ইতালি অনূর্ধ্ব-১৯ (৪)
২০১৪ ইতালি অনূর্ধ্ব-২০ (০)
২০১৬ ইতালি অনূর্ধ্ব-২১ (০)
২০১৭– ইতালি ১১ (১)
অর্জন ও সম্মাননা
ফুটবল (পুরুষ)
 ইতালি-এর প্রতিনিধিত্বকারী
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
বিজয়ী২০২০
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৬:৩৬, ৭ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:৩৬, ৭ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১০ সালে, ক্রিস্তান্তে ইতালি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৭ বছর যাবত ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৭ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১১ ম্যাচে ১টি গোল করেছেন। তিনি ইতালির হয়ে এপর্যন্ত ১টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০২০) অংশগ্রহণ করেছেন।

ব্যক্তিগতভাবে, ক্রিস্তান্তে বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে.২০১৩ সালে তোরনেও দি ভারেজ্জিও গোল্ডেন বয় পুরস্কার জয় অন্যতম।[2] দলগতভাবে, ক্রিস্তান্তে এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো বেনফিকার হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

ব্রায়ান ক্রিস্তান্তে ১৯৯৫ সালের ৩রা মার্চ তারিখে ইতালির সান ভিতো আল তালিয়ামেন্তোয় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র

  1. "Bryan Cristante"Atalanta। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৮
  2. "Premio Golden Boy" [Golden Boy Award] (ইতালীয় ভাষায়)। viareggiocup। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.