ব্রহ্মা জানেন গোপন কম্মটি

ব্রহ্মা জানেন গোপন কম্মটি হলো বাংলা ভাষার একটি সামাজিক চলচ্চিত্র, যার পরিচালক হলেন অরিত্র মুখোপাধ্যায়। উইন্ডোজ প্রোডাকশন হাইজের ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়নন্দিতা রায়। এই ছবিটি ২০২০ সালের ৬ মার্চ মুক্তি পায়।[1]

ব্রহ্মা জানেন গোপন কম্মটি
পরিচালকঅরিত্র মুখার্জি
প্রযোজকউইন্ডোজ প্রোডাকশন
রচয়িতাজিনিয়া সেন
কাহিনিকারজিনিয়া সেন
শ্রেষ্ঠাংশেঋতাভরী চক্রবর্তী
শুভাশিষ মুখোপাধ্যায়
সোমা চক্রবর্তী
সোহম মজুমদার
মানসী সিংহ
অম্বরীশ ভট্টাচার্য
সুরকারঅনিন্দ্য চট্টোপাধ্যায়
চিত্রগ্রাহকঅলোক মাইতি
সম্পাদকমলয় লাহা
মুক্তি৬ মার্চ ২০২০
দেশভারত
ভাষাবাংলা

কাহিনী

শবরী সংস্কৃতের অধ্যাপিকা ও আলোকপ্রাপ্তা নারী। একজন মহিলা হওয়া সত্ত্বেও সে পূজা করতে চায়, তখনই সমজের বিভিন্ন শ্রেনীর মানুষ ও বিশেষত পুরোহিত অসন্তুষ্ট হন। এমনকি তার শশুরবাড়িতেও এই নিয়ে অশান্তি শুরু হয়। একজন মহিলা পুরোহিতের পূজার্চনা অধিকারের লড়াই, জীবন যন্ত্রণার কাহিনী বর্ণিত হয়েছে এই সিনেমায়।[2]

অভিনয়

বিতর্ক

ব্রহ্মা জানেন গোপন কম্মটি সিনেমার বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ করেন লেখিকা দেবারতি মুখোপাধ্যায়। তার দাবি তাঁর লেখা গল্প দিওতিমা নিয়েই তৈরি হয়েছে এই ছবির কাহিনি। এর পরে তাঁর বিরুদ্ধে সরব হয় ছবির প্রযোজক সংস্থা। তাদের বক্তব্য লেখিকার অভিযোগ সত্য নয়। আর দেবারতি মুখোপাধ্যায়ের দাবি, শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজ মিডিয়া তাঁর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করার হুমকি দিয়েছে এবং এর জবাবে তিনিও পাল্টা ৫০ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করতে চলেছেন।[3][4][5]

তথ্যসূত্র

  1. বন্দ্যোপাধ্যায়, মানবী। "মুভি রিভিউ 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি': অশিক্ষা, কুসংস্কার শুষে নিতে কত ন্যাপকিন লাগবে?"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০
  2. "ব্রহ্মা জানেন' ঋতাভরীর 'গোপন কম্মটি"এই সময়। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০
  3. সংবাদদাতা, নিজস্ব। "দেবারতির বিরুদ্ধে ১০ কোটির মানহানির মামলা শিবপ্রসাদদের, পাল্টা ৫০ কোটির মামলার হুমকি লেখিকার"anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৭
  4. "গল্প চুরি? 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' নিয়ে কোটি কোটি টাকার মামলা"TheWall (ইংরেজি ভাষায়)। ২০২০-০৩-১৩T১৭:২৬:২০+০৫:৩০। ২০২০-০৪-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2020-04-07 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  5. Maitra, Somen (২০২০-০৩-১৩)। "Debarati Mukhopadhayay: গল্প চুরির অভিযোগে ৫০কোটির মামলা"Bengal Hour (ইংরেজি ভাষায়)। ২০২০-০৪-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.