ব্যোমকেশ ফিরে এলো
ব্যোমকেশ ফিরে এল ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা সাহিত্যের গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর উপর নির্মিত একটি ভারতীয় রহস্য-রোমাঞ্চ চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেন অঞ্জন দত্ত। এটি অঞ্জন দত্ত পরিচালিত ব্যোমকেশ বক্সী সিরিজের তৃতীয় চলচ্চিত্র। এর আগের কিস্তিগুলো হল ব্যোমকেশ বক্সী (২০১০) ও আবার ব্যোমকেশ (২০১২)।[2] চলচ্চিত্রটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বেণীসংহার রচনার উপর নির্মিত হয়েছে।
ব্যোমকেশ ফিরে এলো | |
---|---|
পরিচালক | অঞ্জন দত্ত |
প্রযোজক | কৌস্তুভ রায় অঞ্জন দত্ত |
চিত্রনাট্যকার | অঞ্জন দত্ত |
উৎস | শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কর্তৃক বেণীসংহার |
শ্রেষ্ঠাংশে | আবীর চট্টোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায় ঊষসী চক্রবর্তী লকেট চট্টোপাধ্যায় রাহুল ব্যানার্জী |
সুরকার | নীল দত্ত |
চিত্রগ্রাহক | ইন্দ্রনীল মুখার্জী |
সম্পাদক | অর্ঘ্যকমল মিত্র |
প্রযোজনা কোম্পানি | আর পি টেকভিশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অঞ্জন দত্ত প্রোডাকশন |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১ ঘণ্টা ৪৭ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ₹ ৭০ লাখ[1] |
আয় | ₹ ১ কোটি ৮৮ লক্ষ[1] |
২০১৫ সালে ছবিটির সিক্যুয়েল ব্যোমকেশ বক্সী মুক্তি পায়। এতে ব্যোমকেশ চরিত্রে আবীর চট্টোপাধ্যায়ের বদলে যীশু সেনগুপ্ত অভিনয় করেন।
শ্রেষ্ঠাংশে
- আবীর চট্টোপাধ্যায় - ব্যোমকেশ বক্সী
- শাশ্বত চট্টোপাধ্যায় - অজিত বন্দ্যোপাধ্যায়
- ঊষসী চক্রবর্তী - সত্যবতী
- বিশ্বজিৎ চক্রবর্তী - বেনীমাধব চক্রবর্তী
- চন্দন সেন - অজয়
- লকেট চট্টোপাধ্যায় - আরতী
- কৌশিক সেন - গঙ্গাধর
- অঞ্জনা বসু - গায়ত্রী
- অঙ্কিতা চক্রবর্তী - মেদিনী
- সম্পূর্ণা লাহিড়ী - লাবণী
- রাহুল ব্যানার্জী - সনৎ
- এনা সাহা - ঝিল্লী
- শুভ্র সৌরভ দাস - মকরন্দ
তথ্যসূত্র
- Prithvijit Mitra (৬ জানুয়ারি ২০১৫)। "Sleuths' super success sparks sequel speculations"। The times of India। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৫।
- "Abir's Feluda to compete against Abir's Byomkesh?"। The times of India। ১৩ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১২।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.