ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র

ব্যারাকপুর (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। ২০১১ সালে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র অস্তিত্ব লাভ করে, ঐ একই বছর টিটাগড় বিধানসভা কেন্দ্রটি অস্তিস্বহীন হয়।

ব্যারাকপুর
বিধানসভা কেন্দ্র
ব্যারাকপুর পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
ব্যারাকপুর
ব্যারাকপুর
ব্যারাকপুর ভারত-এ অবস্থিত
ব্যারাকপুর
ব্যারাকপুর
কেন্দ্রের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৬′০″ উত্তর ৮৮°২২′০″ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাউত্তর চব্বিশ পরগনা
কেন্দ্র নং.১০৮
আসনখোলা
লোকসভা কেন্দ্র১৫. ব্যারাকপুর
নির্বাচনী বছর১৬৮,৬৪১ (২০১১)

এলাকা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ১০৮ নং ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রটি ব্যারাকপুর পুরসভা এবং টিটাগড় পুরসভা এর অন্তর্গত।[1]

ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রটি ১৫ নং ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এর অন্তর্গত।[1]

বিধানসভার বিধায়ক

নির্বাচনের
বছর
কেন্দ্রবিধায়করাজনৈতিক দল
১৯৫১ব্যারাকপুরফনিন্দ্রনাথ মুখোপাধ্যায়ভারতীয় জাতীয় কংগ্রেস [2]
২০১১শীলভদ্র দত্তসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস [3]

নোট: পূর্ববর্তী বছরে বিধানসভার বিধায়কদের জন্য টীটাগড় বিধানসভা কেন্দ্র দেখুন।

নির্বাচনী ফলাফল

২০১১

২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের শীলভদ্র দত্ত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর ডা. মধুসূদন সামন্তকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১:ব্যারাকপুর কেন্দ্র[3][4]
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল কংগ্রেস শীলভদ্র দত্ত ৭৯,৫১৫ ৬০.০২
সিপিআই(এম) ডা. মধুসূদন সামন্ত ৪৩,৩৯২ ৩২.৭৫
বিজেপি শম্ভুনাথ গুপ্ত ৫,০৪০ ৩.৮০
বিএসপি তাপস সরকার ১,৮৪৩
নির্দল উমাশঙ্কর বিশ্বকর্মা ১,৪৩৪
জেডিইউ শিব শঙ্কর গুপ্ত ১,২৫৪
ভোটার উপস্থিতি ১,৩২,৪৭৮ ৭৮.৫৬
তৃণমূল কংগ্রেস জয়ী (নতুন আসন)

১৯৫১

স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে ১৯৫১ সালে, কংগ্রেসের ফনিন্দ্রনাথ মুখোপাধ্যায় ব্যারাকপুর কেন্দ্র থেকে বিজয়ী হন। তারপরে, ২০১১ সাল পর্যন্ত এই আসনটি ছিল না।

তথ্যসূত্র

  1. "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৯ জুন ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪
  2. "General Elections, India, 1951, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  3. "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "West Bengal Assembly Election 2011"Barrackpore (ইংরেজি ভাষায়)। Empowering India। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.