বোরহানউদ্দিন উপজেলা
বোরহানউদ্দিন উপজেলা বাংলাদেশের ভোলা জেলার একটি প্রশাসনিক এলাকা।
বোরহানউদ্দিন | |
---|---|
উপজেলা | |
বোরহানউদ্দিন উপজেলা | |
ডাকনাম: বোরহানউদ্দিন। | |
![]() ![]() বোরহানউদ্দিন ![]() ![]() বোরহানউদ্দিন | |
স্থানাঙ্ক: ২২°২৯′৫৯″ উত্তর ৯০°৪৩′৬″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | ভোলা জেলা |
আয়তন | |
• মোট | ২৮৪.৬৬ বর্গকিমি (১০৯.৯১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১২)[1] | |
• মোট | ২,৪৫,৯৬০ |
• জনঘনত্ব | ৮৬০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৮.৮১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ০৯ ২১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন
বোরহানউদ্দিন উপজেলার ভৌগোলিক অবস্থান ২২.৫০০০° উত্তর ৯০.৭২১৭° পূর্ব। এই উপজেলার উত্তরে ভোলা সদর উপজেলা ও দৌলতখান উপজেলা, দক্ষিণে লালমোহন উপজেলা, পূর্বে তজুমদ্দিন উপজেলা, পশ্চিমে বাউফল উপজেলা।
ইতিহাস
ভোলা সদর উপজেলা হতে ২২ কিলোমিটার দক্ষিণে বোরহানউদ্দিন উপজেলার অবস্থান। পূর্বে উপজেলার প্রান কেন্দ্র ছিলো বোরহানগঞ্জ বা বরণগঞ্জ। ১৮৭৬ সালে প্রলয়কারী বন্যার কারণে বর্তমান বোরহানউদ্দিনে স্থানান্তর হয়। জমিদার বোরহানউদ্দিন চৌধুরীর নামানুসারে বোরহানউদ্দিন উপজেলার নামকরণ করা হয়। জমিদারি আমলে এই বোরহানউদ্দিন চৌধুরী মোট ২৭টি মৌজার জমিদার ছিলেন। তিনি ২৭ মৌজার জমিদার হিসেবেও বিশেষ পরিচিত ছিলেন। একসময় জমিদার কালীপ্রসন্নের নামে কালীগঞ্জ বলা হত। কালীগঞ্জ নামটি ব্রিটিশ আমলের দেওয়া ছিল। তাই এলাকার লোকজন আদালতে মামলা করলে তারা জয়লাভ করে। পরবর্তীতে কালীগঞ্জ বোরহানউদ্দিন নামেই জনপ্রিয় হয়ে ওঠে। এখানকার হিন্দু-মুসলিমের মধ্যে রয়েছে শান্তি-সম্প্রতি-ভালোবাসা। [2]
প্রশাসনিক এলাকাসমূহ
বোরহানউদ্দিন উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম বোরহানউদ্দিন থানার আওতাধীন।
- ১নং গংগাপুর
- ২নং সাচড়া
- ৩নং দেউলা
- ৪নং কাচিয়া
- ৬নং হাসাননগর
- ৭নং টবগী
- ৮নং পক্ষিয়া
- ৯নং বড় মানিকা
- ১০নং কুতুবা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর অধীনে ১৯৯৮ সালে বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা, ছোট মানিকা, কুতুবা ও চর গাজীপুর মৌজার একাংশ নিয়ে ‘‘গ’’ শ্রেণীর পৌরসভা হিসেবে বোরহানউদ্দিন পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০৬ সালের ৫ অক্টোবর ‘‘খ’’ শ্রেণীতে ও ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ‘‘ক’’ শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। [3][4] মেয়র হলো সুধীর কুমার দাস, প্রশাসক, (কার্যকাল ১৯৯৮ - ০৮/০৪/১৯৯৯),বশির আহম্মদ মিয়া, চেয়ারম্যান, (কার্যকাল ০৮/০৪/১৯৯৯ - ১৩/০৮/২০০১),সাইদুর রহমান মিলন, মেয়র, (কার্যকাল ০৩/০৩/২০০২ -১৫/০২/২০১১), মোঃ রফিকুল ইসলাম, মেয়র, (কার্যকাল ১৫/০২/২০১১ -বর্তমান)
ভোলা-২ আসনটি ভোলা জেলার দৌলতখান উপজেলা ও বোরহানউদ্দিন উপজেলা নিয়ে গঠিত।[5]
তৃতীয় জাতীয় সংসদ পঞ্চম জাতীয় সংসদ এ তোফায়েল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ হতে নির্বাচিত হন। ১৯৯১ সালে উপ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হতে মোশারেফ হোসেন শাহজাহান নির্বাচিত হন। ষষ্ঠ জাতীয় সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নিজাম উদ্দিন আহম্মেদ নির্বাচিত হন। ১৯৯৬ তোফায়েল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ হতে নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদ এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর হাফিজ ইব্রাহিম নির্বাচিত হন। নবম জাতীয় সংসদ তোফায়েল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ হতে নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ,একাদশ জাতীয় সংসদ এ বাংলাদেশ আওয়ামী লীগ হতে আলী আজম নির্বাচিত হন।
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বোরহানউদ্দিন উপজেলার মোট জনসংখ্যা ২,৩৩,৮৬০ জন। এর মধ্যে পুরুষ ১,১৫,০৩৩ জন এবং মহিলা ১,১৮,৮২৭ জন। মোট পরিবার ৪৮,৫৩৪টি।[6]
শিক্ষা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বোরহানউদ্দিন উপজেলার সাক্ষরতার হার ৪৭.৯%।[6]
দর্শনীয় স্থান
- বোরহানউদ্দিন চৌধুরীর বাড়ি
- সরকারি পলিটেকনিক কলেজ।
- সরকারি অাব্দুল জব্বার কলেজ।
- খেওয়াঘাট ব্রীজ
- কুয়েত মাদ্রাসা
- পাওয়ার প্লান্ট রোড।
- বোরহানউদ্দিন কেন্দ্রীয় মন্দির।
- বোরহানউদ্দিন তেতুলিয়া রিভার ইকোপার্ক।
- বোরহানউদ্দিন মেঘনা রিভার ইকোপার্ক।
- বোরহানউদ্দিন ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র।
- বোরহানউদ্দিন শাহবাজপুর গ্যাসফিল্ড।
- বোরহানউদ্দিনের হ্যালিপ্যাট।
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বোরহানউদ্দিন উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৩১ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৫।
- বাংলাদেশের লোকজ সংস্কৃতি ভোলা জেলার পৃষ্টা ২৮-২৯
- "বোরহানউদ্দিন পৌরসভা 'ক' শ্রেণীতে উন্নীত"। বাংলাদেশ সময়। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫।
- "বোরহানউদ্দিন পৌরসভা 'ক' শ্রেণিতে উন্নীত"। দৈনিক যায়যায়দিন। ৩ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯।