বোনাজ

বোনাজ (ওড়িয়া: ବୋନାଜ, প্রতিবর্ণী. বোনাজ) একটি ওড়িয়ার প্রবাসী সম্প্রদায় যারা বাংলাদেশের শ্রীমঙ্গলে এবং ভারতের ত্রিপুরায় বসবাস করে।

বোনাজ
মোট জনসংখ্যা
৪,৪০০
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
শ্রীমঙ্গল (বাংলাদেশ) - ৪,০০০
ত্রিপুরা - ৪০০
ভাষা
বাংলাওড়িয়া
ধর্ম
হিন্দু (সংখ্যাঘুরু), খ্রিস্টান (কতিপয়)
সংশ্লিষ্ট জনগোষ্ঠী
ইন্দো-আর্য জনগোষ্ঠী, ওড়িয়ার প্রবাসী

উনিশ শতকে ব্রিটিশরা তাদের ওড়িশা থেকে নিয়ে এসেছিল সিলেট অঞ্চলে চা বাগানের শ্রমিক হিসাবে কাজ করানোর জন্য। তারা হিন্দু হলেও সাংস্কৃতিক, ভাষাগত, ভৌগোলিক এবং ঐতিহাসিক কারণে তাদের বাংলাদেশী পরিচয় ছাড়াও একটি পৃথক পরিচয় বজায় রাখে। অনেকেই বাংলা ভাষা আয়ত্ত্ব করেছে; যদিও এই সম্প্রদায়ের মাত্র ১০% এ ভাষাতে শিক্ষিত। তারা ফাগওয়াহ এবং দুর্গাপূজা উদ্‌যাপন করে থাকে এবং তাদের কিছু গীতিকা ও লোককাহিনীকে সাংস্কৃতিক উত্সবে সম্পাদনের মাধ্যমে মৌখিকভাবে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। তাদের বেহেরা নামে পরিচিত একজন নেতা নেতৃত্ব দেন এবং তারা আটটি গোষ্ঠীতে বিভক্ত: নাগ, খন্দ, তনিদিয়া, দুধুশা, রক্ত কুশিলা, সূর্যবংশ, বাঘবংশ ও মহানন্দিয়া।[1] ত্রিপুরায় বসবাসকারী সংখ্যালঘুদের কয়েকজনকে জোশুয়া প্রকল্পের মাধ্যমে জোর করে খ্রিস্টবাদ চাপিয়ে দেয়া হয়েছে।[2]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. সুভাষ জেংচাম (২০১২)। "বোনাজ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901। ওএল 30677644Mওসিএলসি 883871743
  2. জোশুয়া প্রকল্প। "Bonaj in India Ethnic People Profile"legacy.joshuaproject.net। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.