বোকারো জেলা

বোকারো জেলা পূর্ব ভারতে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের ২৪ টি জেলার একটি৷ ১৭ চৈত্র ১৩৯৭ বঙ্গাব্দে (১লা এপ্রিল ১৯৯১ খ্রিষ্টাব্দে) ধানবাদ জেলার চাস ও চন্দনকিয়ারী ব্লক ও হাজারিবাগ জেলা থেকে পৃথক হওয়া গিরিডি জেলার বেরমো মহকুমা একত্রিত করে জেলাটি গঠিত হয়৷ জেলাটি ঝাড়খণ্ডের উত্তরে অবস্থিত উত্তর ছোটনাগপুর বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর বোকারো স্টিল সিটি শহরে অবস্থিত এবং এর মহকুমা দুটি হলো চাস মহকুমাবেরমো মহকুমা৷

বোকারো জেলা
ঝাড়খণ্ডের জেলা
ঝাড়খণ্ডে বোকারোর অবস্থান
দেশভারত
রাজ্যঝাড়খণ্ড
প্রশাসনিক বিভাগউত্তর ছোটনাগপুর বিভাগ
সদরদপ্তরবোকারো স্টিল সিটি
তহশিল
সরকার
  লোকসভা কেন্দ্র২টি
আয়তন
  মোট২,৮৮৩ বর্গকিমি (১,১১৩ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট২০,৬২,৩৩০
  জনঘনত্ব৭২০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
  সাক্ষরতা৭২.০১ শতাংশ
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
সেতওয়া পর্বত

নামকরণ

ঝাড়খণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর নাম বোকারো নদী, যা হাজারিবাগ ও বোকারো জেলাতে প্রবাহিত৷ বোকারো ও কোনার নদীর সংযোগস্থলে বাঁধ নির্মাণ করা হলে জায়গাটি জনপ্রিয় ও শিল্পোন্নত হয়ে ওঠে ফলে নদীর নামে নামকরণ করা হয় বোকারো জেলা৷[1]

অবস্থান

জেলাটির উত্তরে ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলাজেলাটির উত্তর পূর্বে(ঈশান) ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলাজেলাটির পূর্বে পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলাজেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলাজেলাটির দক্ষিণে ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলাপশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলাজেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলাজেলাটির পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ জেলা[2]

জেলাটির আয়তন ২৮৮৩ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ঝাড়খণ্ড রাজ্যের ৩.৬২%৷

ভাষা

বোকারো জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী বোকারো জেলার ভাষাসমূহ[3]

  খোরঠা (৪৬.২৩%)
  হিন্দী (২৩.৯৪%)
  সাঁওতালি (১১.৩৯%)
  বাংলা (১০.৬৭%)
  উর্দু (৪.০৯%)
  নাগপুরি-সাদরি (১.১৪%)
  অন্যান্য (২.৫৪%)

জনসংখ্যার উপাত্ত

মোট জনসংখ্যা ১৭৭৭৬৬২(২০০১ জনগণনা) ও ২০৬২৩৩০(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে ৫ম৷ ঝাড়খণ্ড রাজ্যের ৬.২৫% লোক বোকারো জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ৬১৭ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ৭১৫ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ১৬.০১% , যা ১৯৯১-২০১১ সালের ২২.২২% বৃদ্ধির হারের থেকে কম৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯২২(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯২৩৷[4]

শিক্ষা

জেলাটির স্বাক্ষরতা হার ৬২.১০%(২০০১) তথা ৭২.০১%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৭৬.০৪%(২০০১) তথা ৮২.৫১%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৪৬.৩৩%(২০০১) তথা ৬০.৬৩% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৪.২৫%৷[4]

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.