বৈরামুথু

বৈরামুথু (জন্মঃ ১৩ জুলাই ১৯৫৩)[6] হচ্ছেন একজন ভারতীয় কবি, গীতিকার, ঔপন্যাসিক যিনি তামিল চলচ্চিত্র শিল্পে কাজ করেন। তামিল সাহিত্যের একজন খ্যাতিমান মানুষ তিনি। চেন্নাইয়ের পাচাইয়াপ্পা কলেজের স্নাতক বৈরামুথু প্রথমে একজন অনুবাদক হিসেবে কাজ করতেন, সঙ্গে সঙ্গে তিনি একজন কবিতা প্রকাশকও ছিলেন। ১৯৮০ সালে তিনি তামিল চলচ্চিত্র শিল্পে যোগ দেন পি ভারতীরাজা পরিচালিত নিড়ালগাল চলচ্চিত্রের মাধ্যমে। বৈরামুথু তার চল্লিশ বছরের কর্মজীবনে সাড়ে সাত হাজারের মত গান এবং কবিতা লিখেছেন, এবং এটার জন্য সাতটি জাতীয় পুরস্কারও পেয়েছেন।[7] তিনি তার সাহিত্যকর্মের জন্য পদ্মশ্রী, পদ্মভূষণ এবং সাহিত্য অকাদেমি পুরস্কার অর্জন করেছেন।


বৈরামুথু
স্থানীয় নাম
வைரமுத்து
জন্মবৈরামুথু
(1953-07-13) ১৩ জুলাই ১৯৫৩[1][2][3]
মেট্টুর, মাদুরাই, মাদ্রাজ প্রদেশ, ভারত[4][5]
(এখন ভাড়ুগাপাট্টি, তেনি, তামিলনাড়ু)
পেশা
  • কবি
  • গীতিকার
জাতীয়তাভারতীয়
শিক্ষা প্রতিষ্ঠানপাচাইয়াপ্পা কলেজ, চেন্নাই
উল্লেখযোগ্য রচনাবলি
  • কাল্লিকাট্টু ইতিহাসাম
  • কারুভাচি কাভিয়াম
  • মুনড্রাম উলাগাপোর
সক্রিয় বছর১৯৮০-বর্তমান
দাম্পত্যসঙ্গীপোনমেনি
সন্তান
রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর কাছ থেকে পদ্মভূষণ পুরস্কার নিচ্ছেন বৈরামুথু (২০১৪ সালের ৩১ মার্চ)

পূর্ব জীবন

বৈরামুথুর জন্ম হয় ১৯৫৩ সালের জুলাই মাসের ১৩ তারিখে, তার বাবামা রামস্বামী এবং আঙ্গাম্মাল দুজনেই কৃষক ছিলেন, মেট্টুর এলাকায় (তামিলনাড়ুর তেনি জেলাতে) থাকলেও তারা ১৯৫৭ সালে ভাড়ুগাপাট্টিতে চলে আসেন।

স্কুলে পড়াকালীন সময়েই বৈরামুথু তামিল কবিদের কবিতার প্রতি তীব্র আকর্ষণ বোধ করতেন।

তথ্যসূত্র

  1. https://tamil.filmibeat.com/celebs/vairamuthu/biography.html
  2. https://www.veethi.com/india-people/vairamuthu-profile-133-25.htm
  3. https://www.filmistreet.com/celebrity/vairamuthu/
  4. http://www.poetvairamuthu.com/about.html
  5. https://twitter.com/madhankarky/status/240866807890726912
  6. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৯
  7. Srinivasan, Meera (২০১০-১২-২৫)। "Vairamuthu: earth, people my muse"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.