বৈজ্ঞানিক গবেষণা সাময়িকী

বৈজ্ঞানিক সাময়িকী বা বৈজ্ঞানিক পত্রিকা হল এমন একটি নিয়মিত পত্রিকা যেখানে বিজ্ঞানের অগ্রগতি সম্বন্ধে লেখা হয়, বিশেষকরে নতুন কোন আবিষ্কার বা গবেষণা প্রকাশ করা হয়।

নেচার পত্রিকার ১ম সংখ্যা্র প্রচ্ছদ, ৪ নভেম্বর ১৮৬৯

বিয়ষবস্তু

বৈজ্ঞানিক পত্রিকাতে সাধারণত কোন বৈজ্ঞানিক যেমন ছাত্র, গবেষক, প্রফেসরগণ বিভিন্ন গবেষণা বা আবিষ্কার সম্বন্ধে প্রবন্ধ, টীকা বা সম্পূর্ণ গবেষণা পত্র লেখেন । ইহা কোন সাংবাদিকের লেখা নয় । পৃথীবির বিভিন্ন দেশ থেকে অনেক বৈজ্ঞানিক পত্রিকা প্রকাশিত হয় (দেখুন : বৈজ্ঞানিক পত্রিকার তালিকা)। এই পত্রিকা আবার ভাগ লক্ষ্য করা যায় অর্থাৎ এক এক পত্রিকা এক এক বিষয়ের উপর লেখে, অবষ্য ব্যাতিক্রমও আছে যেমন নেচার বা Nature[1] পত্রিকা অনেকগুলি বিষয়ের উপর লেখালেখি করে । এই পত্রিকা গুলি সাধারণ পত্রিকার মতো হলেও এর কিছু বিশেষ্যত্ত আছে -

  • এই পত্রিকা গুলি অন্য সাধারণ পত্রিকার মতো উপরুপর কেউ পড়ে না, পাঠক মনোযোগ সহকারে পড়েন ।
  • বিভিন্ন পরীক্ষানিরীক্ষা বা গানীতিক হিসাব খুব নিপুণ ভাবে দেওয়া থাকে যাতে অন্য যে কেউ সেটি করে পরখ করতে পারে ।
  • আজকের প্রবন্ধ গুলিই পরবর্তীতে বিজ্ঞানের নথিতে পরিবর্তিত হতে পারে ।

সুযোগ / সুবিধা

বৈজ্ঞানিক পত্রিকাতে প্রকাশিত প্রবন্ধগুলি অন্য গবেষণা বা উচ্চবিদ্যায় সহায়ক উপাদান । এছাড়াও বৈজ্ঞানিকগণ বর্তমান বৈজ্ঞানিক তথ্য ও গবেষণা সম্বন্ধে ওয়াকিবহাল হন।

ইতিহাস

১৬৬৫ সালে ফরাসি পত্রিকা Journal des sçavans ও ইংরেজি পত্রিকা Philosophical Transactions পত্রিকা বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল প্রকাশ শুরু করে । সেখান থেকেই শুরু এবং অষ্টাদশ শতাব্দীতে পত্রিকার সংখ্যা হাজার ছাড়িয়ে যায় । এখনও পর্যন্ত সংখ্যাটা হু হু করে বাড়ছে ।

প্রকাশিত প্রবন্ধের ধরন

বৈজ্ঞানিক পত্রিকাতে বিভিন্ন ধরনের প্রবন্ধ প্রকাশিত হয় -

লেটারস্

কমিউনিকেশনস অর্থাৎ যোগাযোগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয় ।

রিসার্চ নোট

গবেষণা টীকা সম্বন্ধে আলোচনা, লেটারস্ হতে কম গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে আলোকপাত করা হয় ।

প্রবন্ধ রা আর্টিকেল

৫-২০ পৃষ্ঠার বর্তমান গবেষণা বিষয়ে পরিপূর্ণ আলোচনা । গণীতের ক্ষেত্রে ৮০ পৃষ্ঠারও অথিক হতে পারে ।

পরিপূরক নিবন্ধ বা সাপ্লিমেন্টারি আর্টিকেল

টেবিল আকারে বর্তমান গবেষণায় পাওয়া তথ্য দেওয়া থাকে । সংখ্যাসূচক তথ্যগুলি দেওয়া থাকে ।

পর্যালোচনামূলক নিবন্ধ বা রিভিউ আর্টিকেল

মূল গবেষণা ছেড়ে ওই বিষয়টির উপর হওয়া অন্য গবেষণা ও তার বিভিন্ন তথ্য এবং ফলাফল নিয়ে আলোচনে থাকে । সাধারণত বর্ণনামূলক হয়ে থাকে । অন্য কোন পত্রিকার রেফারেন্সও থাকতে পারে ।

তথ্যমূলক পাত বা ডাটা পেপার

কোন গবেষণার গবেষণাপত্রের পরিবর্তে তার ডেটাসেট সম্বন্ধে আলোচনা করা হয় যেমন Scientific Data [2]

আরও পড়ুন

বৈজ্ঞানিক পত্রিকার তালিকা

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.