বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে সকল দপ্তর ও সংস্থারও মন্ত্রী। ১৯৭২ সনের সেপ্টেম্বরে বিমান পরিবহন নামে একটি বিভাগ তৈরি করা হয়। পরবর্তীতে জাহাজ চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নামে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় তৈরি করা হলেও ১৯৭৬ সালের জানুয়ারিতে মন্ত্রণালয়টিকে যোগাযোগ মন্ত্রণালয়ের একটি বিভাগ হিসাবে রূপান্তর করা হয়। ১৯৭৭ সালের ডিসেম্বরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নামে একটি মন্ত্রণালয় তৈরি করা হয়।[1]
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী | |
---|---|
![]() | |
দায়িত্ব মাহবুব আলী (প্রতিমন্ত্রী) | |
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় | |
মনোনয়নদাতা | প্রধানমন্ত্রী |
নিয়োগকর্তা | রাষ্ট্রপতি |
মেয়াদকাল | ৫ বছর |
ওয়েবসাইট | mocat.gov.bd |
১৯৮২ সনের ২৪ মার্চ এটিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি একটি বিভাগ হিসেবে রূপান্তর করা হয়। ১৯৮৬ সালের ৮ জুলাই পুনরায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। এখানে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন সকলের নাম তালিকাভূক্ত করা হয়েছে।[2]
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী
ক্রমিক | আলোকচিত্র | নাম | পদবী | যোগদান | অব্যাহতি |
---|---|---|---|---|---|
১ | শাহ মোয়াজ্জেম হোসেন | প্রতিমন্ত্রী | ২০ আগস্ট ১৯৭৫ | ০৯ নভেম্বর ১৯৭৫ | |
২ | মুহাম্মদ গোলাম তাওয়াব | ডিসিএমএলএ | ১০ নভেম্বর ১৯৭৫ | ০২ মে ১৯৭৬ | |
৩ | ![]() |
মোহাম্মদ খাদেমুল বাশার | বিমান বাহিনীর প্রধান | ০৩ মে ১৯৭৬ | ০৫ সেপ্টেম্বর ১৯৭৬ |
৪ | আবদুল গফুর মাহমুদ | বিমান বাহিনীর প্রধান | ০৬ সেপ্টেম্বর ১৯৭৬ | ০৩ জুলাই ১৯৭৮ | |
৫ | কাজী আনোয়ারুল হক | মন্ত্রী | ০৪ জুলাই ১৯৭৮ | ১৪ আগস্ট ১৯৭৯ | |
৬ | এম এ মতিন | মন্ত্রী | ১৫ জুলাই ১৯৭৯ | ২২ আগস্ট ১৯৭৯ | |
৭ | কাজী আনোয়ারুল হক | মন্ত্রী | ২৩ আগস্ট ১৯৭৯ | ২৪ এপ্রিল ১৯৮০ | |
৮ | ![]() |
কে এম ওবায়দুর রহমান | মন্ত্রী | ২৫ এপ্রিল ১৯৮০ | ২৬ নভেম্বর ১৯৮১ |
৯ | একেএম মাইদুল ইসলাম | মন্ত্রী | ২৭-১১-১৯৮১ | ১৮-০১-১৯৮৫ | |
১০ | এ আর ইউসুফ | মন্ত্রী | ১৯ জানুয়ারি ১৯৮৫ | ১১ অক্টোবর ১৯৮৫ | |
১১ | শফিকুল গনি স্বপন | প্রতিমন্ত্রী | ১২ অক্টোবর ১৯৮৫ | ২২ অক্টোবর ১৯৮৬ | |
১২ | শফিকুল গনি স্বপন | মন্ত্রী | ২৩ অক্টোবর ১৯৮৬ | ২৯ নভেম্বর ১৯৮৬ | |
১৩ | এ ছাত্তার | প্রতিমন্ত্রী | ৩০ নভেম্বর ১৯৮৬ | ২৬ মার্চ ১৯৮৮ | |
১৪ | এ ছাত্তার | মন্ত্রী | ২৭ মার্চ ১৯৮৮ | ০৯ ডিসেম্বর ১৯৮৮ | |
১৫ | ![]() |
জিয়া উদ্দীন আহমেদ বাবলু | প্রতিমন্ত্রী | ১০ ডিসেম্বর ১৯৮৮ | ১৯ জুন ১৯৮৯ |
১৬ | ![]() |
জিয়া উদ্দীন আহমেদ বাবলু | মন্ত্রী | ২০ জুন ১৯৮৯ | ১৮ জুলাই ১৯৮৯ |
১৭ | মোহাম্মদ আবদুল গাফফার হালদার | মন্ত্রী | ১৯ জুলাই ১৯৮৯ | ০৯ অক্টোবর ১৯৯০ | |
১৮ | ![]() |
রফিকুল ইসলাম | উপদেষ্টা | ১০ অক্টোবর ১৯৯০ | ১৯ মার্চ ১৯৯১ |
১৯ | আব্দুল মান্নান | প্রতিমন্ত্রী | ২০ মার্চ ১৯৯১ | ০৯ জানুয়ারি ১৯৯৫ | |
২০ | আবদুল মান্নান | প্রতিমন্ত্রী | ১০ জানুয়ারি ১৯৯৫ | ১৯ আগস্ট ১৯৯৫ | |
২১ | সৈয়দ মঞ্জুর এলাহী | উপদেষ্টা | ২০ আগস্ট ১৯৯৫ | ২২ জুন ১৯৯৬ | |
২২ | ![]() |
শেখ হাসিনা | প্রধানমন্ত্রী | ২৩ জুন ১৯৯৬ | ২৮ জানুয়ারি ১৯৯৭ |
২৩ | ![]() |
মহিউদ্দীন খান আলমগীর | প্রতিমন্ত্রী | ২৯- জানুয়ারি ১৯৯৭ | ৩০ ডিসেম্বর ১৯৯৭ |
২৪ | ![]() |
মোশাররফ হোসেন | মন্ত্রী | ৩১ ডিসেম্বর ১৯৯৭ | ১৫ জুলাই ২০০১ |
২৫ | ![]() |
সৈয়দ আশরাফুল ইসলাম | প্রতিমন্ত্রী | ০৬ জানুয়ারি ২০০১ | ১৫ জুলাই ২০০১ |
২৬ | সৈয়দ ইশতিয়াক আহমেদ | উপদেষ্টা | ১৬ জুলাই ২০০১ | ১০ অক্টোবর ২০০১ | |
২৭ | মীর মোহাম্মদ নাসিরুদ্দিন | প্রতিমন্ত্রী | ১১ অক্টোবর ২০০১ | ১৭ নভেম্বর ২০০৫ | |
২৮ | মির্জা ফখরুল ইসলাম আলমগীর | প্রতিমন্ত্রী | ১৮ নভেম্বর ২০০৫ | ২৭ অক্টোবর ২০০৬ | |
২৯ | এম. আজিজুল হক | উপদেষ্টা | ৩১ অক্টোবর ২০০৬ | ১১ জানুয়ারি ২০০৭ | |
৩০ | মোহাম্মদ আবদুল মতিন | উপদেষ্টা | ১৪ জানুয়ারি ২০০৭ | ১০ জানুয়ারি ২০০৮ | |
৩১ | মাহবুব জামিল | স্পেশাল এ্যাসিসট্যান্ট | ২১ জানুয়ারি ২০০৮ | ০৬ জানুয়ারি ২০০৯ | |
৩২ | জি এম কাদের | মন্ত্রী | ০৭ জানুয়ারি ২০০৯ | ০৭ ডিসেম্বর ২০১১ | |
৩৩ | ![]() |
ফারুক খান | মন্ত্রী | ০৭ ডিসেম্বর ২০১১ | ২১ নভেম্বর ২০১৩ |
৩৪ | ![]() |
এ বি এম রুহুল আমিন হাওলাদার | মন্ত্রী | ২৪ নভেম্বর ২০১৩ | ১২ জানুয়ারি ২০১৪ |
৩৫ | ![]() |
রাশেদ খান মেনন | মন্ত্রী | ১২ জানুয়ারি ২০১৪ | ০৩ জানুয়ারি ২০১৮ |
৩৬ | এ. কে. এম. শাহজাহান কামাল | মন্ত্রী | ০৩ জানুয়ারি ২০১৮ | ০৬ জানুয়ারি ২০১৯ | |
৩৭ | মাহবুব আলী | প্রতিমন্ত্রী | ৭ জানুয়ারি ২০১৯ | অধ্যাবধি | |
তথ্যসূত্র
- "পটভূমি"। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- "প্রাক্তন মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপদেষ্টাগণ"। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।