বেলিজ জাতীয় ফুটবল দল

বেলিজ জাতীয় ফুটবল দল (ইংরেজি: Belize national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে বেলিজের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম বেলিজের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বেলিজ ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৮৬ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্য হিসেবে রয়েছে। ১৯৯৫ সালের ২৯শে নভেম্বর তারিখে, বেলিজ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; এল সালভাদোরের সান সালভাদোরে অনুষ্ঠিত উক্ত ম্যাচে বেলিজ এল সালভাদোরের কাছে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

বেলিজ
ডাকনামজাগুয়ার
অ্যাসোসিয়েশনবেলিজ ফুটবল ফেডারেশন
কনফেডারেশনকনকাকাফ (উত্তর আমেরিকা)
প্রধান কোচডেল পেলায়ো সিনিয়র
অধিনায়কএলরয় স্মিথ
সর্বাধিক ম্যাচএলরয় স্মিথ (৫৭)
শীর্ষ গোলদাতাডিয়ন ম্যাককুলে (২৬)
মাঠএফএফবি স্টেডিয়াম
ফিফা কোডBLZ
ওয়েবসাইটwww.belizefootball.bz
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৭৩ ৩ (৩১ মার্চ ২০২২)[1]
সর্বোচ্চ১১৪ (এপ্রিল–জুন ২০১৬)
সর্বনিম্ন২০১ (নভেম্বর ২০০৭–জানুয়ারি ২০০৮)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৭৭ ৩ (৩০ এপ্রিল ২০২২)[2]
সর্বোচ্চ১৬৬ (সেপ্টেম্বর ২০১৮)
সর্বনিম্ন১৮৯ (জানুয়ারি ২০০৮)
প্রথম আন্তর্জাতিক খেলা
 এল সালভাদোর ৩–০ বেলিজ 
(সান সালভাদোর, এল সালভাদোর; ২৯ নভেম্বর ১৯৯৫)
বৃহত্তম জয়
 বেলিজ ৭–১ নিকারাগুয়া 
(বেলিজ সিটি, বেলিজ; ১৭ এপ্রিল ২০০২)
বৃহত্তম পরাজয়
 কোস্টা রিকা ৭–০ বেলিজ 
(স্যান হোসে, কোস্টা রিকা; ১৭ মার্চ ১৯৯৯)
 মেক্সিকো ৭–০ বেলিজ 
(মোন্তেরে, মেক্সিকো; ২১ জুন ২০০৮)
কনকাকাফ গোল্ড কাপ
অংশগ্রহণ১ (২০১৩-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০১৩)

৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট এফএফবি স্টেডিয়ামে জাগুয়ার নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় বেলিজের রাজধানী বেলমোপানে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ডেল পেলায়ো সিনিয়র এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন দেপোর্তেস সাবিওয়ের রক্ষণভাগের খেলোয়াড় এলরয় স্মিথ

বেলিজ এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, কনকাকাফ গোল্ড কাপে বেলিজ এপর্যন্ত মাত্র ১ বার অংশগ্রহণ করেছে, যেখানে তারা শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে।

এলরয় স্মিথ, মার্ক লেসলি, ডিয়ন ম্যাককুলে, হ্যারিসন রোচেস এবং ক্রিয়েসন লোপেসের মতো খেলোয়াড়গণ বেলিজের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৬ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বেলিজ তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১১৪তম) অর্জন করে এবং ২০০৭ সালের নভেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ২০১তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে বেলিজের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৬৬তম (যা তারা ২০১৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৮৯। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৩১ মার্চ ২০২২ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[1]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৭১  কম্বোডিয়া৯৬৬.৬১
১৭২  পুয়ের্তো রিকো৯৬২.৭৭
১৭৩  বেলিজ৯৬২.২১
১৭৪  গায়ানা৯৬১.০৭
১৭৫  সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ৯৬০.৭১
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[2]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৭৫  সিঙ্গাপুর১১২৮
১৭৬ ১৮  গ্রেনাডা১১২৭
১৭৭  বেলিজ১১০৯
১৭৮  দক্ষিণ সুদান১১০৭
১৭৯  ফিলিপাইন১০৯২

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৩৪
১৯৩৮
১৯৫০
১৯৫৪
১৯৫৮
১৯৬২
১৯৬৬
১৯৭০
১৯৭৪
১৯৭৮
১৯৮২
১৯৮৬
১৯৯০
১৯৯৪
১৯৯৮উত্তীর্ণ হয়নি
২০০২১০
২০০৬
২০১০১১
২০১৪১৭১৩
২০১৮
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১২৬১৩৩২৫৪

তথ্যসূত্র

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.