বেলিজ জাতীয় ক্রিকেট দল
বেলিজিয়ো জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট-এ বেলিজ-এর প্রতিনিধিত্ব করে। ১৯৯৭ সাল থেকে বেলিজ আইসিসি এর অনুমোদিত সদস্য।[1] কিন্তু তা সত্ত্বেও তারা ২০০৪ সালের পূর্বে কোন ম্যাচ খেলে নি। ২০০৪ সালে তারা আইসিসি আমেরিকাস চ্যাম্পিয়নশিপ-এর বাছাই-পর্বে অংশ নেয়। বর্তমানে তারা আইসিসি আমেরিকাস চ্যাম্পিয়নশিপ-এর তৃতীয় বিভাগে খেলে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | |
---|---|
আইসিসি মর্যাদা | অনুমোদিত সদস্য (১৯৯৭) |
আইসিসি অঞ্চল | আমেরিকাস |
বিশ্ব ক্রিকেট লিগ | না |
আন্তর্জাতিক ক্রিকেট | |
প্রথম আন্তর্জাতিক | ২৩ মার্চ ২০০৪ বনাম সুরিনাম, পানামা |
৩১ জুলাই ২০০৭ অনুযায়ী |
টুর্নামেন্ট ইতিহাস
আইসিসি আমেরিকাস চ্যাম্পিয়নশিপ
- ২০০০-০৪: অংশগ্রহণ করেনি
- ২০০৬: ৫ম (দ্বিতীয় বিভাগ)
- ২০০৮ : ৩য় (তৃতীয় বিভাগ)
মধ্য আমেরিকান চ্যাম্পিয়নশিপ
- ২০০৬ : চ্যাম্পিয়ন
- ২০০৮ : অংশগ্রহণ করেনি
- ২০০৯ : তৃতীয়
ইস্টার কাপ
- মার্চ ২০০৮: অংশগ্রহণ করেনি
- ডিসেম্বর ২০০৮ : চ্যাম্পিয়ন
তথ্যসূত্র
- বেলিজ at CricketArchive.com
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.