বেলিজে ইসলাম
দক্ষিণ আমেরিকার রাষ্ট্র বেলিজে ইসলাম ধর্মাবলম্বীরা দেশটির অন্যতম ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়। মুসলমানরা দেশটির মোট জনসংখ্যার ০.২%।[1] পরিসংখ্যান অনুসারে, দেশটিতে পাঁচ শতাধিক মুসলমানের বাস। দেশটির মুসলমানদের অধিকাংশই আফ্রিকান বংশোদ্ভূত।[2] দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রধান সংগঠনের নাম ইসলামিক মিশন অব বেলিজ (আইএমবি)। ১৯৭৮ সালের সংগঠনটি দেশটির সরকারের নিকট হতে স্বীকৃতি লাভ করে।[3] সংগঠনটির সদরদপ্তর দেশটির সর্ববৃহৎ শহর ও দেশটির সাবেক রাজধানী বেলিজ সিটিতে অবস্থিত। এছাড়াও, ২০১৩ সাল থেকে দেশটিতে আহ্মদীয়াদের উপস্থিতি লক্ষ করা যায়। বেলিজে তাদের সংখ্যা প্রায় দেড়শ।
দেশ অনুযায়ী ইসলাম |
---|
ইসলাম প্রবেশদ্বার |
তথ্যসূত্র
- https://web.archive.org/web/20160127084833/http://www.sib.org.bz/Portals/0/docs/publications/census/2010_Census_Report.pdf
- https://books.google.com.bd/books?id=Jt8rBgAAQBAJ&pg=PA452&lpg=PA452&dq=muslims+of+belize&source=bl&ots=P5gdOF9CoM&sig=ACfU3U25HWqWJqW-N0jzfdZpY0ClvbemQw&hl=en&sa=X&ved=2ahUKEwj6z4jajM3hAhUDLI8KHY2dD104HhDoATAEegQICRAB#v=onepage&q=muslims%20of%20belize&f=false
- https://books.google.com.bd/books/about/History_of_the_Muslims_in_Belize.html?id=xhEC_TFqOyMC&source=kp_book_description&redir_esc=y
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.