বেলারুশ জাতীয় ফুটবল দল

বেলারুশ জাতীয় ফুটবল দল (বেলারুশীয়: Нацыянальная зборная Беларусі па футболе, ইংরেজি: Belarus national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে বেলারুশের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম বেলারুশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বেলারুশীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৯৩ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৯২ সালের ২৮শে অক্টোবর তারিখে, বেলারুশ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; বেলারুশের মিন্‌স্কে অনুষ্ঠিত বেলারুশ এবং ইউক্রেনের মধ্যকার উক্ত ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছে।

বেলারুশ
ডাকনামБелыя крылы (সাদা ডানা)
অ্যাসোসিয়েশনবেলারুশীয় ফুটবল ফেডারেশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচমিখাইল মার্খেল[1]
অধিনায়কআলিয়াকসান্দ্র মার্তিনোভিচ
সর্বাধিক ম্যাচআলিয়াকসান্দ্র কুলচি (১০২)
শীর্ষ গোলদাতাআলিয়াকসান্দ্র কুলচি (২০)
মাঠদিনামো স্টেডিয়াম (মিনস্ক)
ফিফা কোডBLR
ওয়েবসাইটabff.by
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৯৩ ১ (৩১ মার্চ ২০২২)[2]
সর্বোচ্চ৩৬ (ফেব্রুয়ারি ২০১১)
সর্বনিম্ন১৪২ (মার্চ ১৯৯৪)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৮৭ ১০ (৩০ এপ্রিল ২০২২)[3]
সর্বোচ্চ৪৭ (নভেম্বর ২০১০)
সর্বনিম্ন১২২ (১৯৯৭–১৯৯৮)
প্রথম আন্তর্জাতিক খেলা
 বেলারুশ ১–১ ইউক্রেন 
(মিন্‌স্ক, বেলারুশ; ২৮ অক্টোবর ১৯৯২)
বৃহত্তম জয়
 বেলারুশ ৫–০ লিথুয়ানিয়া 
(মিন্‌স্ক, বেলারুশ; ৭ জুন ১৯৯৮)
 বেলারুশ ৬–১ তাজিকিস্তান 
(বরিসভ, বেলারুশ; ৪ সেপ্টেম্বর ২০১৪)
 বেলারুশ ৫–০ সান মারিনো 
(মিন্‌স্ক, বেলারুশ; ৮ সেপ্টেম্বর ২০১৮)
বৃহত্তম পরাজয়
 অস্ট্রিয়া ৫–০ বেলারুশ 
(ইন্সব্রুক, অস্ট্রিয়া; ১১ জুন ২০০৩)

২২,২৪৬ ধারণক্ষমতাবিশিষ্ট দিনামো স্টেডিয়ামে বিয়েলিয়া ক্রিলি নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় বেলারুশের রাজধানী মিন্‌স্কে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মিখাইল মার্খেল এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন ক্রাস্নোদারের রক্ষণভাগের খেলোয়াড় আলিয়াকসান্দ্র মার্তিনোভিচ

বেলারুশ এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও বেলারুশ এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।

আলিয়াকসান্দ্র কুলচি, আলেকজান্ডার হ্লেব, সের্গি গুরেঙ্কো, মাক্সিম রোমাশেঙ্কো এবং সের্গি কোর্নিলেঙ্কোর মতো খেলোয়াড়গণ বেলারুশের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বেলারুশ তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৩৬তম) অর্জন করে এবং ১৯৯৪ সালের মার্চ মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৪২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে বেলারুশের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৪৭ম (যা তারা ২০১০ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১২২। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৩১ মার্চ ২০২২ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[2]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৯১  জর্ডান১২৫৯.৮৪
৯২  আর্মেনিয়া১২৪৫.১৩
৯৩  বেলারুশ১২৪৩.২
৯৪  লুক্সেমবুর্গ১২২৯.৬
৯৫  কিরগিজস্তান১২১৮.৪৮
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[3]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৮৫  এল সালভাদোর১৪৮৫
৮৬  কাবু ভের্দি১৪৭৬
৮৭ ১০  বেলারুশ১৪৭৪
৮৮  বেনিন১৪৬৫
৮৯  গ্যাবন১৪৫৬
৮৯  উত্তর সাইপ্রাস১৪৫৬

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০সোভিয়েত ইউনিয়নের অংশ ছিলসোভিয়েত ইউনিয়নের অংশ ছিল
১৯৩৪
১৯৩৮
১৯৫০
১৯৫৪
১৯৫৮
১৯৬২
১৯৬৬
১৯৭০
১৯৭৪
১৯৭৮
১৯৮২
১৯৮৬
১৯৯০
১৯৯৪অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৯৮উত্তীর্ণ হয়নি১০২১
২০০২১০১২১১
২০০৬১০১২১৪
২০১০১০১৯১৪
২০১৪১৬
২০১৮১০২১
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/৭৫৮১৩১২৩৩৬১৯৭

তথ্যসূত্র

  1. "Мархель возглавил сборную Беларуси" [Markhel in now the coach of Belarus national team]Tribuna.com (রুশ ভাষায়)। ২০ জুন ২০১৯।
  2. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২
  3. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.