বেলজিয়াম জাতীয় ক্রিকেট দল

বেলজিয়াম জাতীয় ক্রিকেট দল বেলজিয়ান ক্রিকেট ফেডারেশন কর্তৃক সংঘটনকৃত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বেলজিয়ামের প্রতিনিধিত্বকারী একটি ক্রিকেট দল। দলটি ২০০৫ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণকারী সংস্থা আইসিসির সহযোগী সদস্য। পূর্বে ১৯৯১ সাল থেকে দলটি উক্ত সংস্থার অধিভুক্ত সদস্য ছিল।[4] বেলজিয়াম তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯১০ সালে, ব্রুসেলস মাঠে একটি প্রদর্শনী প্রতিযোগিতায়। উক্ত প্রতিযোগিতায় ফ্রান্স, নেদারল্যান্ডস এবং মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) কেও প্রদর্শন করানো হয়। 1990 সাল থেকেই দলটি ইউরোপীয়ান ক্রিকেট কাউন্সিল (ইসিসি) বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশ গ্রহণ করতে থাকে। সাধারণ নিম্ন বিভাগীয় খেলায়। [5]

বেলজিয়াম জাতীয় ক্রিকেট দল
সংঘবেলজিয়াম ক্রিকেট ফেডারেশন
কর্মীবৃন্দ
অধিনায়কসরদার ফাইসাল খালিদ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাসহযোগী সদস্য (২০০৫)
অধিভুক্ত সদস্য (১৯৯১)
আইসিসি অঞ্চলইউরোপীয় ক্রিকেট কাউন্সিল
আইসিসি র‍্যাংকিং বর্তমান[1] সেরা
টি২০আই ৫৪তম ৪৫তম (২ মে ২০১৯)
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিক ফ্রান্স - ব্রুসেলস; ১৯ জুন ১৯১০
টোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রথম টি২০আই জার্মানি রয়্যাল ব্রুসেলস ক্রিকেট ক্লাব, বেলজিয়াম; ১১ মে ২০১৯
সর্বশেষ টি২০আই জার্মানি রয়্যাল ব্রুসেলস ক্রিকেট ক্লাব, বেলজিয়াম; ১২ মে ২০১৯
টি২০আই ম্যাচ জয়/পরাজয়
মোট[2] ০/৩ (০ ড্র, ০ ফলাফল হয়নি)
বর্তমান বছর[3] ০/৩ (০ ড্র, ০ ফলাফল হয়নি)
১২ মে ২০১৯ অনুযায়ী

এপ্রিল ২০১৮তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করে, ১ জানুয়ারী ২০১৯ থেকে সদস্য দেশের মধ্যকার অনুষ্ঠিত সকল টুয়েন্টি২০ খেলা আন্তর্জাতিক খেলার মর্যাদা পাবে। অতপর বেলজিয়াম ও অন্যান্য দলের মধ্যে অনুষ্ঠিত সকল খেলা হবে পূর্ণ টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) মর্যাদা সম্পন্ন। [6] বেলজিয়াম তাদের প্রথম টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলাটি খেলে ১১ মে ২০১৯ জার্মানি দলের বিপক্ষে।[7]

ইতিহাস

আইসিসি সদস্যপদ

১৯৯১ সালে বেলজিয়াম আইসিসির অধিভুক্ত সদস্যপদ লাভ করে। [4] তারা ইউরোপী প্রতিযোগিতা খেলা শুরু করে, প্রথম বার ইউরোপীয় অ্যাফিলেটস চ্যাম্পিয়নশীপ খেলে ১৯৯৯ সালে এবং সর্বশেষ দল হিসাবে প্রতিযোগিতা সম্পন্ন করে। [8] পরের মৌসুমে অস্ট্রিয়াতে অনুষ্ঠিত ইসিসি কাপ ২০০১ এ দলটি অনেক উন্নতি করে এবং সেমি ফাইনাল পর্যন্ত খেলে।[9]

২০০৩ সালে দলটি ইসিসি ট্রফিতে ৬ষ্ঠ স্থানে প্রতিযোগিতা সম্পন্ন করে,[10] এবং দুই বছর পর আইসিসির সহযোগী সদস্য পদ লাভ করে।[4] ২০০৫ সালে বেলজিয়াম ইসিসি চ্যাম্পিয়নশীপে চতুর্থ স্থান অধিকার করে। [11] এবং ২০০৭ সালে আইসিসির নতুনভাবে উদ্ভাবনকৃত তৃতীয় বিভাগ খেলাটি আয়োজক হয়ে খেলে এবং পঞ্চম স্থান নিয়ে প্রতিযোগিতাটি সম্পন্ন করে।[12]

২০০৯ সালে বেলজিয়া লা মাঙ্গা ক্লাব গ্রাউন্ড এ আবারো বিভাগ-৩ এর খেলা খেলে। রিচার্ড নাশ দলকে নেতৃত্ব দেন এবং চতুর্থ স্থান নিয়ে সমাপ্ত করে। ২০১১ সালে ২০১১ আইসিসি ইউরোপীয়ান টি২০ চ্যাম্পিয়নশীপ দ্বিতীয় বিভাগ এর আয়োজক ছিল বেলজিয়াম এবং অপরাজিত চ্যাম্পিয়ন হিসাবে ট্রফি জিতে।[13] সেই টি২০ স্কোয়াডের ক্যাপ্টেন ছিল আন্দ্রে ওয়াজেনার। বেলজিয়াম প্রথম বিভাগে উন্নীত হয় এবং ১২ দলের প্রতিযোগিতায় ভিসা সমস্যার কারণে অধিকতর দুর্বল দল নিয়েও অকল্পনীয়ভাবে সপ্তম স্থান অধিকার করে। দলটি অসাধারণ অবদানের জন্য পরের বছর বিশ্ব ক্রিকেট লীগ-৮ এর বাছাইপর্ব খেলার যোগ্যতা অর্জন করে নেয়।

বর্তমান দল

১১-১২ মে ২০১৯ জার্মানি দলের বিপরীতে অনুষ্ঠিত হতে যাওয়া সর্বপ্রথম টি২০আই সিরিজে বেলজিয়ামের স্কোয়াড।

  • সরদার ফাইসাল খালিদ ()
  • শাহরিয়ার বাট
  • সাকলাইন আলী
  • ওয়াকাস আলী
  • মুরিদ ইকরামি
  • সোহেল হোসাইন
  • সৈয়দ জামিল
  • মামুন লতিফ
  • আজিজ মোহাম্মাদ
  • নুর মোমান্দ(উকে)
  • নোমান কামাউই
  • আব্দুল রশিদ
  • আশিকুল্লাহ সাঈদ
  • জাকি উল হাসান
  • সাবের জাখিল

মাঠ

বেলজিয়াম জাতীয় ক্রিকেট দল বেলজিয়াম-এ অবস্থিত
RBCC
RBCC
বেলজিয়ামে অবস্থিত যে সকল মাঠে আন্তর্জাতিক খেলার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতার ইতিহাস

ইউরোপীয়ান অ্যাফিলেটস চ্যাম্পিয়নশীপ (এসিসি)

এক দিনের
  • ১৯৯৯: ৭ম স্থান[8]
  • ২০০১: সেমি ফাইনাল[9]
  • ২০০৩: ৬ষ্ঠ স্থান[10]
  • ২০০৫: ৪র্থ স্থান[11]
  • ২০০৭: ৫ম স্থান[14] (তৃতীয় বিভাগে বহাল)
  • ২০০৯: ৪র্থ স্থান (তৃতীয় বিভাগে বহাল)
  • ২০১২: ১ম স্থান (বিশ্ব ক্রিকেট লীগ ৮ এর যোগ্যতা অর্জন। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় সেপ্টেম্বরে সোমাও তে।)
টি২০
  • ২০১১: ১ম স্থান (টি২০ বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় বিভাগ)
  • ২০১১: ৭ম স্থান (টি২০ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম বিভাগ)

রেকর্ড ও পরিসংখ্যান

আন্তর্জাতিক খেলার সারাংশ — বেলজিয়াম[15]

খেলার রেকর্ড
খেলার ধরন খে হা ড্র ফহ উদ্বোধনী খেলা
টুয়েন্টি২০ আন্তর্জাতিক১১ মে ২০১৯
সর্বশেষ হালনাগাদ ১২ মে ২০১৯

টুয়েন্টি২০ আন্তর্জাতিক

  • বেলজিয়ামের সর্বোচ্চ দলীয় স্কোর [16]: ১৩৩/৬[17] against  জার্মানি তারিখ - ১২ মে ২০১৯, ভেন্যু: রয়্যাল ব্রুসেলস ক্রিকেট ক্লাব, ওয়াটারলো
  • সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর[18]: ৩০*[19] শাহেরিয়ার বাট প্রতিপক্ষ  জার্মানি, তারিখ: ১১ মে ২০১৯, ভেন্যু: রয়্যাল ব্রুসেলস ক্রিকেট ক্লাব, ওয়াটারলো
  • সেরা বোলিং পরিসংখ্যান এক ইনিংসে[20]: ২/৩৪ [21] আশিকুল্লাহ সাঈদ প্রতিপক্ষ  জার্মানি তারিখ: ১১ মে ২০১৯, ভেন্যু: রয়্যাল ব্রুসেলস ক্রিকেট ক্লাব, ওয়াটারলো

টি২০আই রেকর্ড বনাম অন্য দল[15]

Records complete to T20I #775. Last updated 12 May 2019.

প্রতিপক্ষখেলাজয়হারড্রফহপ্রথম খেলাপ্রথম জয়
বনাম সহযোগী সদস্য
 জার্মানি১১ মে ২০১৯

আরো দেখুন

  • List of Belgium Twenty20 International cricketers

তথ্যসূত্র

  1. "Men's Team Rankings"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)।
  2. "Records / Twenty20 Internationals / Team records / Results summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  3. "Records / 2023 / Twenty20 Internationals / Result summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  4. Belgium ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১৬ তারিখে at CricketArchive
  5. Other matches played by Belgium ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ মার্চ ২০১৬ তারিখে – CricketArchive. Retrieved 8 July 2019.
  6. "All T20I matches to get international status"International Cricket Council। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৯
  7. "Germany announce dates for first T20Is"Cricket Europe। ৩০ জানুয়ারি ২০১৯। ২০ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৯
  8. 1999 ECC Trophy ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ সেপ্টেম্বর ২০০৭ তারিখে at the official site of the European Cricket Council
  9. 2001 ECC Trophy ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ সেপ্টেম্বর ২০০৭ তারিখে at the official site of the European Cricket Council
  10. 2003 ECC Trophy ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে at the official site of the European Cricket Council
  11. 2005 European Affiliates Championship ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ জানুয়ারি ২০০৬ তারিখে at the official site of the European Cricket Council
  12. 2007 European Championship Division Three ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জুলাই ২০০৭ তারিখে at the official site of the European Cricket Council
  13. "Archived copy"। ৪ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৬-০৫
  14. 2007 European Affiliates Championship at the official site of the European Cricket Council
  15. "Records / Belgium / Twenty20 Internationals / Result summary"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৯
  16. "Records / Belgium / Twenty20 Internationals / Highest totals"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৯
  17. "3rd Match, Belgium vs Germany at Waterloo, May 12 2019"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৯
  18. "Records / Belgium / Twenty20 Internationals / High scores"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৯
  19. "1st Match, Belgium vs Germany at Waterloo, May 11 2019"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৯
  20. "Records / Belgium / Twenty20 Internationals / Best bowling figures"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৯
  21. "2nd Match, Belgium vs Germany at Waterloo, May 11 2019"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৯

টেমপ্লেট:National sports teams of Belgium

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.