বেরুবাড়ী ইউনিয়ন
৪নং বেরুবাড়ী ইউনিয়ন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[1]
বেরুবাড়ী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | কুড়িগ্রাম জেলা |
উপজেলা | নাগেশ্বরী উপজেলা ![]() |
আসন | ১৪টি |
আয়তন | |
• মোট | ২০.৭২ বর্গকিমি (৮.০০ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২১,৬৪৫ |
• জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
নামকরণ ও ইতিহাস
বেরুবাড়ী গ্রাম ও মৌজার নামানুসারে এ ইউনিয়ানের নাম রাখা হয় বেরুবাড়ী ইউনিয়ন। এ ইউনিয়ন পরিষদটি ১৯৪৭ সালে চালু হয়। প্রথম পঞ্চায়েত ছিল মহামতি কালাম উদ্দিন ফকির।[2]
অবস্থান
পূর্বেঃ বল্লভের খাস, পশ্চিমেঃ নাগেশ্বরী পৌরসভা, উত্তেরঃ বামনডাঙ্গা, দক্ষিনেঃ কালিগঞ্জ ইউপি৷ কুড়িগ্রাম জেলার, নাগেশ্বরী উপজেলা বাসষ্ট্যান্ট হইতে সোজা পূর্বদিকে বেরুবাড়ী বাজার সংলগ্ন এই ইউনিয়ন পরিষদ ভবনটি আপনার চোখে পড়বে।[2]
সাধারণ তথ্য
- মৌজা-৩টি
- গ্রাম - ২১টি, তন্মধ্যে-বেরুবাড়ী, সাতানী, মওয়ামারী, গাছপাড়ী, শালমারা, টুপামারী, বালিয়ারকুটি, চররহমানেরকুটি, চরবেরুবাড়ী, চিলমারী, নকুলারপাড়, খেলারভিটা, খামারনকুলা, নতুনচর, বামনের ভিটা, ইসলামপুর।
- হাট বাজার - ২টি,
- মসজিদ- ৬৫ টি।
- মন্দির- ৪ টি।
- ক্লিনিক- ৩ টি।
- আশ্রয় কেন্দ্র- ৪ টি৷
- পেশাজীবি সংগঠন-৬টি
- সাংস্কৃতিক সংগঠন-৩টি।[2]
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক-৪টি
- প্রাইমারি-১৩টি
- মাদরাসা-৩টি।[2]
যোগাযোগ ব্যবস্থা
বেরুবাড়ী ইউনিয়নটি নাগেশ্বরী উপজেলার কেরামতিয়া বহু মুখী উচ্চ বিদ্যালয় রোডের পূর্বে প্রায় ৫ কি.মি. দূরে অবস্থিত । নাগেশ্বরী উপজেলা সদর থেকে বেরুবাড়ী ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা-
- উপজেলা সদর থেকে রিক্সা, অটোরিক্সা ও টেম্পু যোগে -১০/-(দশ) টাকা।
- বেরুবাড়ী বাজার থেকে খেলারভিটা- খামারনকুলা অটোরিক্সা যোগে ২৫(পচিশ) টাকা।
- বেরুবাড়ী বাজার থেকে শালমারা ওয়াপদা বাজার অটোরিক্সা যোগে ২০/৩০ টাকা।
- বেরুবাড়ী বাজার হতে চরবেরুবাড়ী অটোরিক্সা যোগে ১৫/২০ টাকা।[2]
জমি
- এক ফসলীঃ ২২০০.১০ একর
- দুই ফসলীঃ ৮৫০.০০ একর
- তিন ফসলীঃ ৪০০.০০ একর
- পতিতঃ ৪৭০.০০ একর
- খাস বালুঃ ১১৯৯.৯৬ একর।[2]
নদ-নদী ও বিল
এই ইউনিয়নে একটি মাত্র নদী তার নাম দুধকুমার নদী । এই দুধকুমার নদীর কড়াল গ্রাসে প্রতি বছর হাজার বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়
দর্শনীয়
তথ্যসূত্র
- উপজেলা, নাগেশ্বরী। "নাগেশ্বরী উপজেলা"। নাগেশ্বরী উপজেলা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২১।
- ইউনিয়ন, বেরুবাড়ী (২৯ জুলাই ২০২১)। "বেরুবাড়ী ইউনিয়ন"। বেরুবাড়ী ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২১।