বেরনার্দো বেরতোলুচ্চি

বেরনার্দো বেরতোলুচ্চি (ইতালীয়: [berˈnardo bertoˈluttʃi]; জন্ম ১৬ মার্চ, ১৯৪০ - 26 November 2018) ইতালীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল দ্য কনফরমিস্ট, লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস, ১৯০০, দ্য লাস্ট এমপেরর, দ্য শেল্টারিং স্কাই, স্টিলিং বিউটিদ্য ড্রিমার্সদ্য লাস্ট এমপেরর চলচ্চিত্রের জন্য তিনি সেরা পরিচালক ও সেরা অভিযোজিত চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। তার কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে কান চলচ্চিত্র উৎসব আয়োজনে তাকে প্রথমবারের মত প্রদত্ত সম্মানসূচক পাল্ম দর প্রদান করা হয়।[1]

বেরনার্দো বেরতোলুচ্চি
Bernardo Bertolucci
মৃত্যু26 November 2018 (aged 77)
কর্মজীবন১৯৬২ - ২০০৩
দাম্পত্য সঙ্গীআদ্রিয়ানা আস্তি (বিচ্ছেদ)
ক্ল্যের পেপলো (১৯৯০-2018)
পিতা-মাতাআত্তিলিও বেরতোলুচ্চি (১৯১১-২০০)
নিনেত্তা জিওভানার্দি
পুরস্কারক্যারিয়ার গোল্ডেন লায়ন
২০০৭ আজীবন অর্জন

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

  1. "Bernardo Bertolucci to receive Palme d'Or honour"বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। এপ্রিল ১১, ২০১১। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.