বেবী নাজনীন

বেবী নাজনীন (জন্ম : ২৩ আগস্ট, ১৯৬৫) বাংলাদেশের একজন নেপথ্য কণ্ঠশিল্পী এবং রাজনীতিবিদ। ১৯৭৬ সাল থেকে তিনি অনেক গান গেয়েছেন। তিনি ২০০৩ সালে শ্রেষ্ঠ মহিলা গায়ক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

বেবী নাজনীন
জন্ম২৩ আগস্ট, ১৯৬৫
সৈয়দপুর, নীলফামারী জেলা, রংপুর বিভাগ, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
উদ্ভববাংলাদেশ
ধরনবাংলা, আধুনিক, চলচ্চিত্র
পেশাগায়িকা
কার্যকাল১৯৭৮–বর্তমান

কর্মজীবন

বেবী নাজনীনের কর্মজীবন সঙ্গীতময়। তার অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে ‘ঘুম ভাঙ্গায়া গেলরে মরার কোকিলে’ উল্লেখযোগ্য।[1] এছাড়া "এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল", "লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে", "ঐ রংধনু থেকে কিছু কিছু রং", "ও বন্ধুরে তুই কতদূরে", "মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে", "দু’চোখে ঘুম আসে না", "কাল সারারাত ছিল স্বপনেরও রাত", "ও বন্ধু তুমি কই কই রে", "কই গেলা নিঠুর বন্ধুরে" গানগুলো জনপ্রিয়তা অর্জন করে।[2]

পুরস্কার ও সম্মাননা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বছর বিভাগ চলচ্চিত্র ফলাফল সূত্র
২০০৩ শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী সাহসী মানুষ চাই বিজয়ী [3]
বাচসাস পুরস্কার
বছর বিভাগ চলচ্চিত্র ফলাফল সূত্র
২০০২ শ্রেষ্ঠ গায়িকা প্রেমের তাজমহল বিজয়ী [4]
২০০২
২০০৩ [5]
টেলিভিশন রিপোটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) পুরস্কার
বছর বিভাগ ফলাফল সূত্র
২০০৪ শ্রেষ্ঠ গায়িকা বিজয়ী [6]

তথ্যসূত্র

  1. "হাটে-বাজারে কথা হচ্ছে, বাজছে গান"দৈনিক প্রথম আলো। ডিসেম্বর ৬, ২০১৮। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৯, ২০১৮
  2. "বেবী নাজনীনের জন্মদিন আজ"দৈনিক ইনকিলাব। ২২ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২২
  3. "National film awards for 2002 and 2003 declared"দ্য ডেইলি স্টার। ২৪ নভেম্বর ২০০৪। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২০
  4. জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৪৮১। আইএসবিএন 984-70194-0045-9।
  5. আহমেদ, আফসার (২৮ জুন ২০০৪)। "32nd BACHSAS Awards: A glitzy night: Recognition of outstanding media talents"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২০
  6. "স্টামফোর্ড ট্র্যাব অ্যাওয়ার্ড '০৪ পেলেন যারা"। দৈনিক ইত্তেফাক

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.