বেন কাটিং
বেঞ্জামিন কলিন জেমস কাটিং (জন্ম: ৩০ জানুয়ারি, ১৯৮৭) ব্রিসবেনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার উদীয়মান ক্রিকেটার। লম্বাটে গড়নের বেন কাটিং অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলে মূলতঃ ডানহাতি ফাস্ট বোলার হিসেবে ভূমিকা রাখেন। ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেন। তিনি কুইন্সল্যান্ড বুলসের সাথে চুক্তিবদ্ধ ছিলেন। বর্তমানে সাউথের হয়ে প্রথম স্তরের ক্রিকেট খেলছেন।
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | বেঞ্জামিন কলিন জেমস কাটিং | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | [1] সানিব্যাঙ্ক, অস্ট্রেলিয়া | ৩০ জানুয়ারি ১৯৮৭||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | কাটসি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ১৯২ সেন্টিমিটার (৬ ফুট ৪ ইঞ্চি) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | অল-রাউন্ডার | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৭/০৮-বর্তমান | কুইন্সল্যান্ড | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১১/১২-২০১৩ | ব্রিসবেন হিট | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৪-বর্তমান | রাজস্থান রয়্যালস | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
এফসি অভিষেক | ১২ অক্টোবর ২০০৭ কুইন্সল্যান্ড বনাম তাসমানিয়া | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
লিস্ট এ অভিষেক | ১১ অক্টোবর ২০০৯ কুইন্সল্যান্ড বনাম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকেটআর্কাইভ, ৩০ নভেম্বর ২০১৩ |
খেলোয়াড়ী জীবন
২০০৭-০৮ মৌসুমে তাসমানিয়ার বিপক্ষে পুরা কাপের প্রথম খেলায় কুইন্সল্যান্ড বুলসের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে কাটিংয়ের। প্রথম বলেই তিনি ওয়াইডে পাঁচ রান দেন।[2] ঐ খেলায় তিনি মাইকেল ডি ভেনুতো’র উইকেটসহ তিন উইকেট দখল করেন। ২০০৯-১০ মৌসুমে প্রতিযোগিতার শীর্ষস্থানীয় উইকেট সংগ্রহকারী ছিলেন। তিনি প্রথম ছয় খেলায় ২৫ উইকেট পান। এরফলে তিনি অস্ট্রেলিয়ার টেস্ট দলে অন্তর্ভুক্তির প্রবল সম্ভাবনা জাগান।[3] ঐ মৌসুমে ২৩.৯১ গড়ে ৪৬ উইকেট পান। তন্মধ্যে তাসমানিয়ার বিপক্ষে নিজস্ব সেরা ৬/৩৭ পান ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে অভিষেকের দ্বার খুলে যায়।[4]
১৩ জানুয়ারি, ২০১৩ তারিখে একদিনের আন্তর্জাতিকে এবং ২৬ জানুয়ারি, ২০১৩ তারিখে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে তার অভিষেক ঘটে। উল্লেখ্য, ২০০৬-০৭ মৌসুমে গাব্বায় অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে মাঠে ফিল্ডিং করেছিলেন।
তথ্যসূত্র
- "Ben Cutting"। cricket.com.au। Cricket Australia। ১৫ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৪।
- "Bulls brilliant, Tigers toothless"। ২৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৪।
- Ben Cutting on fast track to be Test fast bowler
- "Player Profile: Ben Cutting"। CricInfo। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৩।
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে বেন কাটিং (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে বেন কাটিং (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)