বেনজীর আহমেদ

বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের একজন সাবেক কর্মকর্তা যিনি পুলিশের ৩০তম মহাপরিদর্শক ছিলেন। তিনি ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।[1] এরপূর্বে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।[2]

বেনজীর আহমেদ
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)
কাজের মেয়াদ
১৫ এপ্রিল ২০২০  ৩০ সেপ্টেম্বর ২০২২
পূর্বসূরীমোহাম্মদ জাবেদ পাটোয়ারী
উত্তরসূরীচৌধুরী আবদুল্লাহ আল মামুন
র‌্যাব মহাপরিচালক
কাজের মেয়াদ
৭ জানুয়ারি ২০১৫  ১৪ এপ্রিল ২০২০
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1963-10-01) ১ অক্টোবর ১৯৬৩
গোপালগঞ্জ জেলা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাইংরেজি সাহিত্য
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়

প্রারম্ভিক জীবন

বেনজীর আহমেদ ১৯৬৩ সালের ১ অক্টোবর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।[3] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করেন[4] এবং ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সপ্তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগদান করেন।[3]

কর্মজীবন

বেনজীর আহমেদ ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।[3] পরবর্তীতে তিনি কিশোরগঞ্জের এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন ঢাকা উত্তর, পুলিশ একাডেমির প্রধান প্রশিক্ষক, পুলিশ সদর দফতরে এআইজি, প্রশাসন ও অপারেশনস ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে সারদা পুলিশ একাডেমির চিফ ইন্সট্রাক্টর (সি আই) ছিলেন। পরবর্তীতে তিনি টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের উপ মহা-পরিদর্শক ছিলেন। বসনিয়াকসভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কর্মরত ছিলেন।[3] তিনি নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে ‘চিফ মিশন ম্যানেজমেন্ট এন্ড সাপোর্ট সার্ভিসেস’ হিসেবে এক বছর কাজ করেন। তিনি ২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে ২০২০ সালের ১৪ এপ্রিল পর্যন্ত র‌্যাবের মহাপরিচালক ছিলেন। পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।[5]

তিনি গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছেন বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে থাকাবস্থায় তার পদোন্নতি হয়নি বলে অভিযোগ রয়েছে।[6]

২০২১ সালে তার ও আরো ৬ র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র তাদের নিষিদ্ধ করে।[7]

পুরস্কার

  • বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) - ২০১১, ২০১২, ২০১৪ এবং ২০১৬[3]

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.