বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, (৬ই জানুয়ারি ১৭০৬ - ১৭ই এপ্রিল, ১৭৯০)[1] আমেরিকার প্রতিষ্ঠাতা জনকদের মধ্যে একজন। তিনি বিবিধ বিষয়ে দক্ষ ছিলেন। ফ্রাঙ্কলিন একাধারে একজন লেখক, চিত্রশিল্পী, রাজনীতিবিদ, রাজনীতিক, বিজ্ঞানী, সঙ্গীতজ্ঞ, উদ্ভাবক, রাষ্ট্রপ্রধান, কৌতুকবিদ, গণআন্দোলনকারী এবং কূটনীতিক। বিজ্ঞান বিশেষ করে পদার্থবিজ্ঞান বিষয়ে তার অবদানসমূহ বেশ উল্লেখযোগ্য। তিনি তড়িৎ সংক্রান্ত বিবিধ বিষয়ে তার অবদান রাখেন। তিনি বজ্রনিরোধক দন্ড, বাইফোকাল লেন্স, ফ্রাঙ্কলিনের চুলা, অডোমিটার, ফ্রাঙ্কলিন হারমোনিকা ইত্যাদি উদ্ভাবন করেন।[2]
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন | |
---|---|
জন্ম | ৬ই জানুয়ারি, ১৭০৬ |
মৃত্যু | ১৭ই এপ্রিল, ১৭৯০ ফিলাদেলফিয়া, পেনসিলভ্যানিয়া |
জাতীয়তা | আমেরিকান |
পরিচিতির কারণ | বিজ্ঞানী, লেখক এবং রাজনীতিবিদ |
স্বাক্ষর | |
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ম্যাসাচুসেটস বের, বস্টনে জন্ম নেন। তিনি দাদা জেমসের সাথে লন্ডনে New England Quralt পত্রিকা চালাতেন। পরে ফিলাদেলফিয়া পালিয়ে যান। ১৭৩০ সালে Pensilvaniya Gazzette পত্রিকা বার করতেন ও ডবেরা নামে এক বিদুষী মহিলাকে বিয়ে করেন। তিনি ১৭৩১ সালে সালে ফিলাদেলফিয়া পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। ১৭৩২ সালে পুওর রিচারড আলামানক চালু করেন। ১৭৪৭ সালে ধনাত্মক ও ঋণাত্মক বিদ্যুৎ মতবাদ প্রচার করেন। যা উচ্চপ্রশংসিত হয়। ১৭৯০ সালের ১৭ই এপ্রিল তিনি মারা যান।
রাজনীতি
১৭৫১ সালে রাজনীতিতে যোগ দেন। তিনি ডাক বিভাগের উন্নতি করেন। তিনি রেড ইন্ডিয়ানদের সাথে চুক্তি করেন। স্টয়াম্প আইনের বিরোধিতা করেন। আমেরিকার আযাদি যুদ্ধে যোগ দেন।
তথ্যসূত্র
- Engber, Daniel (2006). What's Benjamin Franklin's Birthday?. Retrieved June 17, 2009. Engber clearly explains Franklin's confusing birthdates, which are shared by many notable people, not the least of whom was George Washington
- "Inventor"। The Franklin Institute। ৫ মার্চ ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১২।
নোট
বহিঃসংযোগ
- The Classic Speech of Benjamin Franklin
- Special Report: Citizen Ben's Greatest Virtues ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জুলাই ২০০৩ তারিখে Time Magazine
- Finding Franklin: A Resource Guide Library of Congress
- Guide to Benjamin Franklin ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ মার্চ ২০১০ তারিখে By a history professor at the University of Illinois.
- Benjamin Franklin: An extraordinary life PBS
- Benjamin Franklin: First American Diplomat US State Department
- The Electric Benjamin Franklin ushistory.org
- Benjamin Franklin: A Documentary History by J. A. Leo Lemay
- Benjamin Franklin 1706–1790 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ মার্চ ২০১০ তারিখে Text of biography by Rev. Charles A. Goodrich, 1856