বেগ নিয়ন্ত্রণ ব্যাধি

বেগ নিয়ন্ত্রণ ব্যাধি (ইংরেজি: Impulse-control disorder) একধরনের মানসিক রোগ। এই রোগে আক্তান্ত ব্যক্তি নিজের মধ্যে একধরনের অপ্রতিরোধ্য তাড়না অনুভব করেন নির্দিষ্ট কিছু কাজ করবার জন্য। সেটা তাড়নাগত হতে পারে কিংবা বাধ্যতাধর্মী। [1]

ব্যাধির প্রকারভেদ

বেগ নিয়ন্ত্রণ ব্যাধি বিভিন্ন ধরনের হয়ে থাকেঃ

যৌন আবেশ

স্বাভাবিক বা অস্বাভাবিক যৌনচিন্তা ও আচরণে সব সময় আচ্ছন্ন থাকা এবং এ বিষয়ে চিন্তা ব্যতীত থাকতে না পারা।

অনুকর্ষী কেনাকাটা

এ সমস্যা যাঁদের আছে, তারা প্রয়োজনে-অপ্রয়োজনে কেনাকাটা করে ঘর ভর্তি করে ফেলেন এবং কিনতে না পারলে তার উৎকণ্ঠা দূর হয় না।

অগ্নিসংযোগ বাতিক

কোনো উদ্দেশ্য ছাড়াই অন্যের সম্পত্তি বা ঘরে আগুন লাগিয়ে দেয়া।

চুরি-বাতিক

যেমন - অহেতুক চুরি করা; মানসিক স্বাস্থ্যবিজ্ঞানে একে চুরি-বাতিক বা ক্লেপটোম্যানিয়া বলা হয়।

কারণ

বেগ নিয়ন্ত্রণ ব্যাধি কী কারণে হয়ে থাকে, এ নিয়ে বিতর্ক রয়েছে। তবে বর্তমানে এর কারণ উৎঘাটনে গবেষণা চলছে। মনে করা হয়, একজন মানুষ যে পরিবেশে বেড়ে ওঠে সেই পরিবেশ এ ক্ষেত্রে অনেকাংশে দায়ী। [2]

চিকিৎসা

ব্যাধিগুলির দুটি চিকিৎসার বিকল্প রয়েছে- সংজ্ঞানাত্মক আচরণীয় চিকিৎসা (কগনিটিভ বিহেভিয়ার থেরাপি) ও ওষুধ সেবন। [3] চিকিৎসার পদ্ধতিটি প্রাথমিক ব্যাধির পাশাপাশি এক বা একাধিক অতিরিক্ত ব্যাধি উপস্থিতি জেনেবুঝে দেয়া হয়ে থাকে। [4]

তথ্যসূত্র

  1. প্রতিবেদক, নিজস্ব। "অকারণ চুরি, অহেতুক মিথ্যা"Prothomalo। ২০২১-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০১
  2. Wright A, Rickards H, Cavanna AE (ডিসেম্বর ২০১২)। "Impulse-control disorders in gilles de la tourette syndrome"। The Journal of Neuropsychiatry and Clinical Neurosciences24 (1): 16–27। ডিওআই:10.1176/appi.neuropsych.10010013পিএমআইডি 22450610
  3. Grant JE, Potenza MN, Weinstein A, Gorelick DA (সেপ্টেম্বর ২০১০)। "Introduction to behavioral addictions"The American Journal of Drug and Alcohol Abuse36 (5): 233–41। ডিওআই:10.3109/00952990.2010.491884পিএমআইডি 20560821পিএমসি 3164585
  4. Dell'Osso B, Altamura AC, Allen A, Marazziti D, Hollander E (ডিসেম্বর ২০০৬)। "Epidemiologic and clinical updates on impulse control disorders: a critical review"European Archives of Psychiatry and Clinical Neuroscience256 (8): 464–75। ডিওআই:10.1007/s00406-006-0668-0পিএমআইডি 16960655পিএমসি 1705499
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.